সুটিয়া গণধর্ষণ-কাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সুশান্ত চৌধুরীকে বরুণ বিশ্বাস হত্যা-মামলায় অভিযুক্তদের তালিকায় যুক্ত করা হল। বরুণ ওই গণধর্ষণ-কাণ্ডের অন্যতম সাক্ষী ছিলেন। গত ৫ জুলাই গোবরডাঙা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের কাছে তিনি খুন হন।
সুশান্তকে ওই হত্যা-মামলায় অভিযুক্তদের তালিকায় যুক্ত করতে চেয়ে সোমবার বনগাঁ আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মধুমিতা রায়ের কাছে আবেদন জানায় সিআইডি। বিচারক আবেদন মঞ্জুর করেন। বনগাঁ আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন, “বিচারক সিআইডি-র আবেদন মঞ্জুর করেছেন। তিনি আগামী বুধবার সুশান্তকে বনগাঁ আদালতে হাজির করানোর জন্য আলিপুর সেন্ট্রাল জেলের জেলারকে নির্দেশ দিয়েছেন।”
দিন কয়েক আগে দমদম সেন্ট্রাল জেল থেকে সুশান্তকে আলিপুর জেলে স্থানান্তরিত করানো হয়। বরুণ হত্যা-মামলার তদন্তে নেমে গত ২৬ জুলাই বনগাঁ আদালতে সুশান্তকে জেলে গিয়ে জেরা করতে চেয়ে আবেদন করে সিআইডি। বিচারক সেই আবেদন মঞ্জুর করায় দমদম জেলে গিয়ে সুশান্তকে জেরা করেন সিআইডি-র তদন্তকারী অফিসারেরা। সিআইডি-র দাবি, জেরায় বরুণ হত্যার ঘটনায় সুশান্তের জড়িত থাকার কিছু তথ্য মিলেছে। তার ভিত্তিতেই সোমবার ওই আবেদন করা হয়। এ দিনই বরুণ খুনের ঘটনায় এক জনকে আটক করে গাইঘাটা থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি।
সুশান্তের নাম বরুণ-খুনে অভিযুক্তদের তালিকায় যুক্ত হওয়ায় খুশি ওই গণধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে সুটিয়ায় গড়ে ওঠা ‘প্রতিবাদী মঞ্চ’-এর সদস্যেরা। মঞ্চের সম্পাদক পরিমল মণ্ডল বলেন, “সিআইডি-র ভূমিকায় আমরা খুশি। কিন্তু টাকা দিয়ে যে ভাবে বরুণকে খুন করানো হয়েছে, সেই টাকার উৎসও আমরা জানতে চাই।” |