টুকরো খবর
আজ বৃক্ষরোপণ উৎসবে চমক
আজ, মঙ্গলবার প্রত্যেক বছরের মতো বিশ্বভারতীতে হতে চলেছে বৃক্ষরোপণ উৎসব। তবে ঐতিহ্যবাহী এই বৃক্ষরোপণ উৎসবে এ বার নতুন ধারা আনতে চলেছেন কর্তৃপক্ষ। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিশিষ্টদের পাশাপাশি শিশুও রোপণ করবে চারা।কর্মীমণ্ডলীর উৎসব শাখার যুগ্ম সম্পাদক সৌগত সামন্ত বলেন, “উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের নির্দেশে এ বারের বৃক্ষরোপণ উৎসবে আমলকি চারা পোঁতা হবে শ্রীনিকেতনের মোলডাঙায়। অনুষ্ঠানে সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এক শিশুকেও চারারোপণ করবেন।” এতদিন কোনও বিশিষ্ট ব্যক্তিকে দিয়ে এই উৎসবে চারা রোপণ করা হত। রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা শৈশব থেকেই মনে অঙ্কুরিত করতে এ বারের এই নতুন সংযোজন। শুধু তাই নয়, বিশ্বভারতী এ বার থেকে পর্যায়ক্রমে রাধাচূড়া, কৃষ্ণচূড়া ও অমলতার চারা রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সীমানা প্রাচীর বরাবর তালগাছ লাগানোর পরিকল্পনাও করছে বিশ্বভারতী। কংক্রিটের জঙ্গলে ঢেকে যাওয়া বিশ্বভারতীতে আনুষ্ঠানিক তিথির পাশাপাশি সারা বছর জুড়ে এমন বৃক্ষরোপণের উদ্যোগে স্বভাবতই খুশি বিভিন্ন মহল।

নিজের বাড়ি। নিজস্ব চিত্র।

হাতির তাণ্ডব
এক রাতেই ৬টি বাড়ি ভেঙ্গে তাণ্ডব চালাল দুই দাঁতাল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলিয়াতোড় থানার মথুরাডাঙা গ্রামে। পাশের গ্রাম বৃন্দাবনপুরে জঙ্গলে অবস্থান করছে দলমার ২৫টি হাতি। দলছাড়া হয়ে দু’টি হাতি রাত ১০টা নাগাদ ঢুকে মথুরাডাঙায় তাণ্ডব চালায়। ডিএফও (বাঁকুড়া উত্তর) এস কুলন ডেইভাল বলেন, “হাতির দলটিকে তাড়ানোর চেষ্টা চলছে। ক্ষতিপূরণ দেওয়া হবে।”

দাঁতালের তাণ্ডব
এক রাতেই ৬টি বাড়ি ভেঙ্গে তাণ্ডব চালাল দুই দাঁতাল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বেলিয়াতোড় থানার মথুরাডাঙা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাশের গ্রাম বৃন্দাবনপুরে জঙ্গলে অবস্থান করছে দলমার ২৫টি হাতি। ডিএফও (বাঁকুড়া উত্তর) এস কুলন ডেইভাল বলেন, “ক্ষতিপূরণ দেওয়া হবে।”

পথপ্রদর্শক। ছানা-সহ শিংহীন গণ্ডার। দক্ষিণ আফ্রিকার
জোহানেসবার্গের এক অভয়ারণ্যে। ছবি: এএফপি


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.