টুকরো খবর
আংশিক সময়ের শিক্ষকদের দাবি
কলেজের টিচার্স কাউন্সিল ও গর্ভনিং বডির সদস্য হতে চেয়ে আন্দোলনে নামলেন আংশিক সময়ের শিক্ষকেরা। সোমবার এই দাবি নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকারের সঙ্গে দেখা করেন তাঁরা। আংশিক সময়ের শিক্ষকদের দাবি, নানা কলেজে তাঁদের উপরে ‘অত্যাচার’ চলছে। টানা ন’মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। জোর করে তাঁদের দিয়ে বাড়তি ক্লাসও নেওয়ানো হচ্ছে। খাতা দেখা বা পরীক্ষায় নজরদারি করতেও বাধ্য করা হচ্ছে। তাতে রাজি না হলে কলেজ থেকে বহিষ্কারের হুমকিও দেওয়া হচ্ছে বলে তাঁদের অভিযোগ। তাই টিচার্স কাউন্সিল ও গর্ভনিং বডির সদস্য হয়ে দু’টি কমিটির বৈঠকেই এর প্রতিবাদ জানাতে চান বলে তাঁদের দাবি। উপাচার্য অবশ্য বলেন, “আংশিক সময়ের শিক্ষকদের খাতা দেখা বা পরীক্ষায় নজরদারির সিদ্ধান্ত সরকারি। তাঁদের টির্চাস কাউন্সিল বা গর্ভনিং বডির মেম্বার করা হবে কি না, তা ঠিক করবেন কলেজ কর্তৃপক্ষ বা সরকার। যদি তাঁরা পরীক্ষার খাতা না দেখেন, তা হলে প্রয়োজন আমরা বাইরে থেকে পরীক্ষক আনাব।” উপাচার্যের এই বক্তব্যে ক্ষুব্ধ আংশিক সময়ের শিক্ষকদের হুমকি, দাবিপূরণ না হলে পরীক্ষার খাতা দেখা বয়কটের পাশাপাশি পরীক্ষায় নজরদারিও করবেন না।

হেরোইন নিয়ে সাক্ষ্য দিতে গিয়ে গ্রেফতার
—নিজস্ব চিত্র।
হেরোইনের পুরিয়া নিয়ে আদালতে সাক্ষ্য দিতে এসে পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। পুলিশ জানায়, তার নাম হাবিবুর রহমান। বাড়ি পূর্বস্থলী ১ ব্লকের ডাঙাপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে এসিজেএম আদালতে পুরনো একটি মামলার সাক্ষ্য দিতে এসেছিল বছর ত্রিশের হাবিবুর। সেই সময়ে একটি চুরির ঘটনায় অভিযুক্ত সোমনাথ সাহা নামে এক যুবককে আদালতে তোলা হয়। সে হেরোইন চাইছিল। হাবিবুরকে দেখেই আদালতের এক কর্মীকে সে বলে, হাবিবুরের কাছে হেরোইন রয়েছে। তিনি যেন হাবিবুরকে বলে তার জন্য হেরোইনের ব্যবস্থা করে দেন। এর পরেই আদালত চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাবিবুরকে আটক করে কালনা থানায় ফোন করা হয়। পুলিশ এসে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি হেরোইনের পুরিয়া উদ্ধার করা হয়। সেটি একটি দেশলাইয়ের বাক্সে রাখা ছিল।

ওসি-র গ্রেফতারি পরোয়ানা স্থগিত
কালনা থানার ওসি অমিত মিত্র ও মেমারি থানার কর্মরত এসআই সুজিত মণ্ডলের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার উপর ১৭ অগস্ট পর্যন্ত স্থগিতাদেশ দিলেন কালনার অতিরিক্ত জেলা জজ। অভিযুক্তদের আইনজীবী গৌতম গোস্বামী জানান, জেলা জজ আদালতে এসিজেএম আদালতের গ্রেফতারি পরোয়ানার স্থগিতাদেশ চেয়ে আবেদন জানানো হয়েছিল। অতিরিক্ত জেলা জজ আদালত ১৭ অগস্ট পর্যন্ত স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে।

এসএফআই-এর সভা
এসএফআইয়ের কালনা লোকাল কমিটির সম্মেলন হল সিপিএমের কালনার জোনাল কার্যালয়ে। সোমবার ওই সম্মেলনে ৬০ জন প্রতিনিধি যোগ দেন। ক্যাম্পাস গণতন্ত্র-সহ নানা প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। এসএফআইয়ের কালনা লোকাল কমিটির সম্পাদক নির্বাচিত হন বিজয় সাহা, সভাপতি হন শুভাশিস সরকার। এসএফআই সূত্রে খবর, ওই লোকাল কমিটির ৯ জন প্রতিনিধি এসএফআইয়ের জেলা সম্মেলনে অংশ নেবেন।

ট্রেনের ধাক্কায় মৃত্যু কালনায়
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। তাঁর নাম আসান আলি মণ্ডল (৫০)। বাড়ি কালনা ২ ব্লকের মোমিনপুর গ্রামে। রবিবার রাতে কালনা শহর ঘেঁষা জিউধারা রেলগেটের সামনে ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন চাপরার বাসিন্দা বাবুলাল ঘোষ। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসান আলি ও বাবুলাল ঘোষ, দু’জনেই পেশায় গাড়ির চালক। রাত ৯টা ৫০ মিনিট নাগাদ একটি মেল ট্রেন যাবে বলে রেলগেটটি বন্ধ ছিল। দু’জনেই নিজেদের গাড়ি রেখে কাছাকাছি ঘোরাঘুরি করছিলেন। আসান আলি মোবাইলে কথা বলছিলেন বলে পুলিশ জানায়। আচমকা একটি ট্রেন তাঁদের পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আসান আলির।

সমবায়ে জয়ী তৃণমূল
কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় কালনা ১ ব্লকের ঘনশ্যামপুর সমবায় সমিতির পরিচালন সমিতির দখল নিল তৃণমূল। সোমবার ছিল মনোনয়নপত্র তোলার শেষ দিন। ৪০টি আসনের কোনওটিতেই তৃণমূল ছাড়া অন্য কোনও দলই প্রার্থী দেয়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.