স্মৃতি ফুটবল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর ট্রাঙ্ক রোড মাঠে স্মৃতি ফুটবলের একটি মুহূর্ত। ছবি: বিশ্বনাথ মশান। |
ইউনাইটেড কনট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল সুভাষচন্দ্র বয়েজ ক্লাব। তারা ট্রাঙ্ক রোড মাঠে টসের মাধ্যমে পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাবকে হারায়। খেলার ফল ছিল ১-১। গোল করেন কালোসোনা পাখিরা ও পলাশডিহার হয়ে গোল করেন মিলন সোরেন। নবারুণ এসি ‘ফেয়ার প্লে’ পায়। টুর্নামেন্টে সেরা হন পলাশডিহার বিল্টু কিস্কু। ম্যাচের সেরা সুভষচন্দ্রের তন্ময় সাঁতরা।
|
খেতাব জিতল সূচি ক্লাব
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ফাল্গুনী রায় স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি ফুটবলে খেতাব জিতল নতুন গঞ্জের সূচি ক্লাব। তারা ফাইনালে সগড়াই কোচিং সেন্টারকে ৩-১ গোলে হারায়। তাদের পক্ষে অভিষেক দত্ত দু’টি গোল করেছেন। এ ছাড়াও কৃষ্ণ মুর্মু ও সগরাইয়ের শেখ সাদ্দাম গোল করেন। ম্যাচের সেরা হন অভিষেক ও প্রতিযোগিতার সেরা হন হানিফ আনসারি। প্রতিযোগিতার সেরা গোলরক্ষক নির্বাচিত হন বাসুদেব রায়। জাতীয় অনূর্ধ্ব ১২ সাঁতারে চারটি পদক জেতা খুদে সাঁতারু প্রত্যয় ভট্টাচার্যকে আয়োজক সংস্থা ভাতছালা কোচিং সেন্টারের পক্ষে সংবর্ধনা দেওয়া হয়।
|
ফুটবলে জয়ী প্রদীপ স্মৃতি সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ইছলাবাদ কিরণ সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় খেতাব জিতল প্রদীপ স্ম্ৃতি সঙ্ঘ। তারা ফাইনালে জেরক্স স্পোর্টি ক্লাবকে ২-০ গোলে হারায়। ফাইনালের সেরা হন প্রদীপের কৈশিক রায় ও প্রতিযোগিতার সেরা গদাই দে। মোট ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। পুরস্কার দেন প্রাক্তন ফুটবলার জামশেদ নাসিরি, অমিত ভদ্র ও দেবাশিস কোনার।
|
মূল পর্বে বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
শহরের স্পন্দন মাঠে অনূধ্বর্র্ ১৪ স্কুল ফুটবলে মুর্শিদাবাদকে ৩-১ গোলে হারিয়েছে নদিয়া। অনূর্ধ্ব ১৭ পর্বে বীরভূম ২-১ গোলে হারায় পুরুলিয়াকে। মুর্শিদাবাদের ব্যারাক মাঠে অনূর্ধ্ব ১৭ স্কুল কবাডিতে বর্ধমান ৪৮-১৮ পয়েন্টে বাঁকুড়াকে হারিয়ে মূলপর্বে পৌঁছেছে।
|
বাস্কেটবল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান সদর প্রথম ডিভিশন বাস্কেটবলে সুপার ফোর পর্বে চ্যাম্পিয়ন হল সাউথ বর্ধমান অ্যাথলেটিক ক্লাব। শনিবার তারা কল্যাণ স্মৃতি সঙ্ঘ এ-কে ৬০-৫১ পয়েন্টে হারায়। কল্যাণ ও শিবাজি সঙ্ঘের ম্যাচের বিজয়ী হবে এই পর্বের রানার্স।
|
অমীমাংসিত খেলা
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
দোমহানি একাদশ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি বারাবনি প্রিমিয়ার ফুটবল লিগের শনিবারের খেলাটি অমীমাংসিতভাবে শেষ হল। জামগ্রাম ও বেলডাঙা আদিবাসী কৃষক সমিতির খেলায় কোনও গোল হয়নি।
|
জয়ী ব্লু স্টার
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের সোমবারের খেলায় জয়ী হল দুর্গাপুর ব্লু স্টার ক্লাব। তারা ১-০ গোলে দুর্গাপুর স্পোটির্ং ক্লাবকে হারায়। গোল করেন সোমনাথ রায়। |