|
|
|
|
|
|
তিনি বলেন
|
আমার মনের জোর অনেক।
মায়ের জন্য আর দেশের জন্য
আমাদের জিততেই হবে। |
শিল্পা দে |
প্রসঙ্গ ফুটবলের অন্য বিশ্বকাপ |
|
|
|
বাজার যাওয়ার আগে
বাজারে যাওয়ার আগে একনজরে দেখে নিন কাল শহরের কোন বাজারে কত টাকায় কী বিকিয়েছে:
|
গড়িয়াহাট: আলু ১৭, পেঁয়াজ ১৬, বেগুন ২০, টোম্যাটো ৩৫, ঢ্যাঁড়স ২০, পটল ২০, ঝিঙে ২৫, কুমড়ো ২০, কাঁকরোল ২৫, উচ্ছে ৪০, ল্যাঙড়া আম ৫০, জামরুল ১০০, আঙুর ১২০, পাকা পেঁপে ২৫, বেদানা ১৫০, আনারস ৪৫, আপেল ১২০, কাটা পোনা ১৮০, কাতলা ২৫০, ইলিশ ৮০০, ট্যাংরা ৪০০, পমফ্রেট ৩৫০, ভেটকি ৩৫০, পার্শে ২৫০।
মানিকতলা: আলু ১৭, পেঁয়াজ ১৬, বেগুন ২০, ঢ্যাঁড়স ২০, টোম্যাটো ৩০, পটল ১৬, শসা ২০, ঝিঙে ২০, লাউ ২৫, কুমড়ো ১৬, উচ্ছে ৩০, কাঁকরোল ২৫, গাঁটি কচু ২৫, ল্যাঙড়া আম ৫০, জামরুল ৭০, বেদানা ১৩০, আপেল ১২০, কাটা পোনা ১৮০, ইলিশ ৬০০, ট্যাংরা ৩০০, পমফ্রেট ৩৫০, ভেটকি ৩৫০। শোভাবাজার: আলু ১৬, পেঁয়াজ ১৬, বেগুন ২০, টোম্যাটো ৩০, লাউ ২৫, পটল ১৬, কুমড়ো ১৬, ঝিঙে ২০, উচ্ছে ২৫, পেঁপে ৩০, কাঁকরোল ২০, ল্যাঙড়া আম ৫০, আনারস ৪০, জামরুল ৭০, কালো আঙুর ১৩০, মোসাম্বি ৬০ (ডজন), আপেল ১২০, কাটা পোনা ১৮০, ইলিশ ৬০০, পমফ্রেট ৩৫০, ভেটকি ৩৫০। |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
অসীম দাস |
আজকের রাশি: মীন।
নক্ষত্র: উত্তরভাদ্রপদ।
শুভ রং: সাদা ও আকাশি নীল।
শুভ সংখ্যা: ১, ৩, ৬ ও ৯।
এড়িয়ে চলুন ৮ সংখ্যাকে। আজ প্রতিবেশীর সঙ্গে কলহের আশঙ্কা রয়েছে। সন্তানের সাফল্যে সুখী হতে পারেন। আপনার প্রতিভার যথাযথ মূল্যায়ন হতে পারে। স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন। ভাই বা বোনের ভুল চিকিৎসার সম্ভাবনা। কর্মক্ষেত্রে গোপন শত্রুর মুখোশ খুলে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত ভাবুক থাকতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে আরও বেশি মনোনিবেশ করতে পারেন। বাত ও পায়ের ব্যথায় কষ্ট পাবেন। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
মাছ ফের মহার্ঘ
কিছুদিন নিম্নমুখী থাকার পর কলিকাতার বাজারে মাছের দর আবার চড়িয়া যাইতেছে। গত সাতদিনে উহা শতকরা পঁচিশ হইতে ত্রিশ ভাগ বাড়িয়াছে। ফলে অধিকাংশ ক্রেতা মাছ কিনিবার সাধ চাপিয়া ক্ষুণ্ণমনে বাড়ী ফিরিতেছেন। কিংবা এককাঁড়ি পয়সার বিনিময়ে যেটুকু হেঁসেলে ঢুকিতেছে, তাহা পাতে ফিরিবারও ফুরসৎ পাইতেছে না। বাজারে দরের দিক হইতে কাটা মাছের মেজাজ সবসময় খানদানী। উৎকৃষ্ট শ্রেণীর কাটা পোনা কিংবা কাটা ইলিশ ক্ষেত্রবিশেষে সাড়ে পাঁচ টাকা হইতে ছয় টাকার মধ্যে যাইতেছে।
— আনন্দবাজার পত্রিকা, ৬ অগস্ট ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|