অস্বাভাবিক মৃত্যু হল বন্ধ হয়ে যাওয়া বিমানসংস্থা এমডিএলআর এয়ারলাইন্সের প্রাক্তন কর্মী এক তরুণীর। আর এই ঘটনায় নাম জড়িয়ে যাওয়ায় আজ পদত্যাগ করলেন ওই বিমানসংস্থার মালিক এবং হরিয়ানার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোপাল কাণ্ডা। এ দিন ভোরের দিকে নয়াদিল্লির অশোক বিহারে নিজের বাড়িতে গীতিকা শর্মা (২৩) নামে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে একটি সুইসাইড নোট মিলেছে। তাতে গীতিকা জানিয়েছেন, গোপাল কাণ্ডার প্ররোচনায় এই কাজ করতে বাধ্য হচ্ছেন তিনি। অরুণা চাড্ডা নামে এক সহকর্মীর নামও নোটে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সুইসাইড নোটের ভিত্তিতে ওই দু’জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। ঘটনাটির বিষয়ে খোঁজ নেবেন বলে কলকাতায় জানান হরিয়ানার মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র সিংহ হুডা। ঘটনার তদন্তে
|
গীতিকা শর্মা |
জাতীয় মহিলা কমিশন রাজ্যে একটি দল পাঠাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী কৃষ্ণা তিরথ।
গীতিকার পরিবার সূত্রে খবর, প্রথমে এমডিএলআর এয়ারলাইন্সে বিমানসেবিকা হিসেবে কাজ করতেন তিনি।
সিরসা থেকে নির্বাচিত নির্দল বিধায়ক ৪৬ বছর বয়সী কাণ্ডা ওই সংস্থার মালিক। বিমানসংস্থা বন্ধ হয়ে যাওয়ার পর কাণ্ডারই অন্য একটি সংস্থার ডিরেক্টর করা হয় গীতিকাকে। সম্প্রতি সেই চাকরি ছেড়ে দেন তিনি। গীতিকার পরিবারের দাবি, এর পর থেকেই তাঁর উপরে নানা ভাবে চাপ সৃষ্টি করতে থাকেন কাণ্ডা। ভাই গৌরব শর্মার কথায়, “কাণ্ডার সংস্থায় চাকরি না করে দুবাইয়ের অন্য এক বিমানসংস্থায় যোগ দিয়েছিল গীতিকা। কাণ্ডা সেই সংস্থায় চিঠি দিয়ে বলে, ওর চরিত্র ভাল নয়। তাই চাকরি যায় গীতিকার।” এখানেই শেষ নয়। গৌরবের অভিযোগ, ফোন করে কাণ্ডা ক্রমাগত হুমকি দিতে থাকেন, তাঁর সংস্থায় কাজ না করলে অন্য কোথাও কাজ করতে পারবেন না গীতিকা। তাঁর উপরে কাণ্ডা রীতিমতো ‘নজরদারি’ করতেন বলেও দাবি গৌরবের। গীতিকাকে রাজি করাতে কাণ্ডা কয়েক বার বাড়ি এসেছিলেন বলেও জানান গৌরব। |
প্রতিবাদে মুখর বিমান সংস্থার কর্মীরা। ছবি: পিটিআই |
এই পরিস্থিতি থেকে মুক্তির রাস্তা না পেয়েই গীতিকা ‘আত্মহননের’ রাস্তা বেছে নেন বলে দাবি তাঁর পরিবারের। গৌরব জানান, সুইসাইড নোটে গীতিকা লিখেছেন সহকর্মী চাড্ডা ও কাণ্ডা তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। নিজেকে বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই কথা জানিয়ে পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর পশ্চিম) পি করুণাকরন বলেন, “সুইসাইড নোটের ভিত্তিতেই কাণ্ডা এবং সংস্থার এক ম্যানেজার চাড্ডার বিরুদ্ধে মামলা দায়ের করেছি।” খুব শিগগিরই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানায়। ঘটনাচক্রে হরিয়ানার মুখ্যমন্ত্রী হুডা এক বৈঠকে যোগ দিতে এখন কলকাতায়। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “বিষয়টা শুনেছি। ফিরে খোঁজ নেব।” |