স্ত্রী এবং সন্তানকে নিয়ে গাড়ি করে ঘুরতে বেরিয়েছিলেন পেশায় গাড়িচালক রামবাহাদুর ছেত্রী। তিনিই চালাচ্ছিলেন গাড়িটি। কিন্তু তা সত্ত্বেও নিজের আট বছরের সন্তানকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারলেন না। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে ডিভাইডারে ধাক্কা মেরে গাড়ি উল্টে মৃত্যু হল রামবাহাদুরবাবুর সন্তান আদিত্যর। গুরুতর জখম হয়েছেন রামবাহাদুরবাবু, তাঁর স্ত্রী শান্তিদেবী এবং তাঁদের এক বন্ধু লোকেশ তামাং। রবিবার বিকেলে ঘটনাটি ঘটে বিধাননগরের পাঁচ নম্বর সেক্টরে সিএসটিসি গ্যারাজের কাছে। পুলিশের অবশ্য দাবি, গাড়িটিতে পাঁচ জন ছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন অন্য এক জন।
পুলিশ জানায়, রামবাহাদুরবাবু সল্টলেকের বি জে ব্লকের একটি বাড়িতে গাড়িচালকের কাজ করেন। স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকেন ওই বাড়িরই গ্যারাজে। গাড়িটির মালিক তপন হালদারের দাবি, এ দিন রামবাহাদুরবাবু তাঁকে জানিয়েছিলেন, বিকেলে তিনি গাড়িতে স্ত্রী ও সন্তানকে নিয়ে নিউ টাউনে এক বন্ধুর বাড়ি যাবেন। সেখান থেকে সল্টলেকে ফেরার পথে ঘটে দুর্ঘটনা। উইপ্রো উড়ালপুলে উঠতে গিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা মারেন রামবাহাদুরবাবু। এর পরে ডিভাইডার ও সামনের একটি গাড়িকে ধাক্কা মেরে উল্টে যায় তাঁদের গাড়ি। গুরুতর জখম হয় আদিত্য। তার মাথায় আঘাত লাগে। বাকিরাও অল্পবিস্তর চোট পান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি প্রথমে উড়ালপুলের নীচের রাস্তা দিয়ে যাচ্ছিল। আচমকাই ঘুরে উড়ালপুলে উঠতে গিয়ে গাড়িটির চাকা খুলে যায়। পিছনে আসা অন্য একটি গাড়ি করে আহতদের ই এম বাইপাসে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আদিত্যকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শান্তিদেবীর আঘাত গুরুতর। |