জিতেও হারলেন বক্সার
বিকাশ, জুরির রায়ে বিতর্ক
ত কাল গভীর রাতে যখন ঘুমোতে গিয়েছিল গোটা ভারত, বিকাশ কৃষ্ণ তত ক্ষণে জিতে পরের রাউন্ডে চলে গিয়েছেন। কিন্তু পর দিন হঠাৎই ঘুরে গেল চাকা। বিকাশের বিপক্ষ মার্কিন বক্সার এরল স্পেনসের হয়ে আবেদন জানায় তাঁর টিম ম্যানেজমেন্ট। আর জুরিরা সব দিক খতিয়ে দেখে জিতিয়ে দেন স্পেনসকে!
জুরিদের এই রায়ের বিরুদ্ধে আর্জি জানিয়ে কাজ হবে না জেনেও ভারতের টিম ম্যানেজমেন্ট পাল্টা আবেদন করে। তাদের বক্তব্য, “আপত্তিটা অন্তত জানিয়ে রাখলাম।” এই বিতর্কের মধ্যেই রিংয়ের নেমে যেন শোধ তুললেন আর এক বক্সার দেবেন্দ্র সিংহ। প্রবল বিক্রমে লড়াই করে পৌঁছে গেলেন শেষ আটে।
গত ২৪ ঘণ্টায় এমনই উলটপুরাণ আর সাফল্যের ছবি দেখল ভারতীয় শিবির। সঙ্গে জুড়ে গেল বিতর্কও, যা এ বার অলিম্পিকে অহরহই ঘটছে।
মার্কিন বক্সার এরল স্পেনসের বিরুদ্ধে লড়াইয়ে বিকাশ কৃষ্ণের হাত যখন রেফারি তুলে ধরলেন, আরও একটা পদকের স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছিল ভারতের। কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই স্বপ্নটা ভেঙে যায় যখন মার্কিন টিম ম্যানেজমেন্টের আবেদনে সাড়া দিয়ে অ্যামেচার আন্তর্জাতিক বক্সিং সংস্থা (এআইবিএ) স্পেনসকে জয়ী ঘোষণা করে।
সেই বিতর্কিত লড়াই। খেলা শেষ হতেই হাত তুলে দেন মার্কিন বক্সার স্পেনস। কিন্তু রেফারি
স্পেনসের হাত নামিয়ে ভারতের বিকাশ কৃষ্ণকে জয়ী ঘোষণা করেন। পরে জুরির বিচারে
বিকাশের জয় বাতিল হয়। ছবি: রয়টার্স
আজ দেবেন্দ্র যখন রিংয়ে নামেন, বিকাশের ঘটনা তত ক্ষণে খবরের শিরোনামে। তারই যেন জবাব দিলেন দেবেন্দ্র বেজিংয়ে রুপো জয়ী মঙ্গোলিয়ার সেরদাম্বা পুরেভদরজের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নকে ১৬-১১ পয়েন্টে হারিয়ে লাইট ফ্লাইওয়েটের (৪৯ কিলো) কোয়ার্টার ফাইনালে চলে গেলেন দেবেন্দ্র। ব্রোঞ্জ পদক থেকে তিনি আর মাত্র এক জয় দূরে।
কিন্তু দেবেন্দ্রর এই সাফল্যেও ভারতীয় টিম ম্যানেজমেন্টের ক্ষোভ কমছে না। ৬৯ কিলো বিভাগে বিকাশকে হারিয়ে দেওয়া হয়েছে খবর পাওয়ার পর নিজেদের মধ্যে এক বৈঠক করেন টিম ম্যানেজমেন্ট, শেফ দ্য মিশন এবং ভারতীয় বক্সিং সংস্থার সচিব। এর পরই জুরিদের সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা আবেদন জানানো হয়। এআইবিএ-র পক্ষ থেকে তো আবার জানিয়ে দেওয়া হয়েছে, জুরিদের সিদ্ধান্তের বিরুদ্ধে এ ভাবে আবেদন করা যায় না। তা হলে কেন এই আবেদন? জাতীয় কোচ গুরবক্স সিংহ সাঁধু বলেছেন, “আমাদের বক্তব্যটাও যাতে ওরা শোনে, তা নিশ্চিত করার জন্যই ওই আবেদন।” ভারতীয় বক্সিং সংস্থার সচিব পি কে মুরলীধরন রাজাও বলেছেন, “এ রকম ক্ষেত্রে সাধারণত জুরিদের সিদ্ধান্তই চূড়ান্ত হয়। তবে আমাদের হাতে পাল্টা আবেদন করা ছাড়া আর কোনও রাস্তা ছিল না।”
ঠিক কী ঘটেছিল বিকাশ বনাম স্পেনসের ওই ম্যাচে? হাড্ডাহাড্ডি বাউটের পর রেফারি যখন বিজয়ীর নাম ঘোষণা করতে যাচ্ছেন, তখন আগে ভাগে নিজেই দু’হাত তুলে দেন স্পেনস। এর পরেই রেফারি বিকাশকে জয়ী ঘোষণা করেন ১৩-১১ পয়েন্টে। স্পেনসকে ওই সময় যথেষ্ট বিস্মিত দেখাচ্ছিল। ম্যাচ শেষে মার্কিন টিম রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায় জুরিদের কাছে। কয়েক ঘণ্টা পরে জুরিদের রায়ে ১৫-১৩ পয়েন্টে জয়ী ঘোষণা করা হয় স্পেনসকে। ভিডিও দেখে জুরিদের বক্তব্য ছিল, বিকাশ নাকি ন’বার জড়িয়ে ধরেন প্রতিদ্বন্দ্বীকে এবং এক বার ‘গামশিল্ড’ মুখ থেকে বার করে দেন। রেফারি বিকাশের সব ক’টা ফাউল দেখতে পাননি। শেষ পর্যন্ত তাই চার পয়েন্ট দিয়ে দেওয়া হয় মার্কিন বক্সারকে।
ভারতীয় শিবির মানছে বিকাশ ফাউল করেছিলেন। কিন্তু তাদের পাল্টা বক্তব্য হল, মার্কিন বক্সারও ওই একই দোষে দোষী। জাতীয় কোচ গুরবক্স সিংহ সাঁধু বলেছেন, “আমাদের ছেলেটা স্পেনসকে সাত বারের বেশি জড়িয়ে ধরেনি। বরং মার্কিন বক্সারটা চার বার বিকাশকে জড়িয়ে ধরেছিল। আর গামশিল্ড মুখ থেকে ফেলার কথা উঠছে। কিন্তু সেটা কেন জুরিরা পরে দেখবেন?”

আজ
এম সি মেরি কম
বক্সিং
এম সি মেরি কম বনাম পোল্যান্ডের
ক্যারোলিনা মিচালজুক (সন্ধে ৬.৩০)
মানবজিৎ সিংহ সাঁধু
শ্যুটিং
মানবজিৎ সিংহ সাঁধু
(বিকেল ৩.০০)
হকি
ভারত-কোরিয়া (সন্ধে ৬.১৫)

গত কাল
ব্যাডমিন্টন
সাইনার ব্রোঞ্জ
বক্সিং
দেবেন্দ্র সিংহ কোয়ার্টার ফাইনালে
অ্যাথলেটিক্স
৩০০০ মিটার স্টিপল
চেজে সুধা সিংহের বিদায়
রোয়িং
মনজিৎ-সন্দীপ জুটির বিদায়
শ্যুটিং
শগুন চৌধুরীর হার
২০ কিমি হাঁটা
ইরফান, গুরমিত ও বলজিন্দরের বিদায়
ডিসকাস থ্রো
কৃষ্ণা পুনিয়ার হার





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.