অলিম্পিকের টুকিটাকি: আধুনিক অলিম্পিক
১৮৯০ সালের অলিম্পিয়ান গেমস দেখে অনুপ্রাণিত হয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি প্রতিষ্ঠা করেন ফরাসি শিক্ষাবিদ ও ইতিহাসবিদ ব্যারন পিয়ের দ্য কুবেরতঁ। তাঁকে আধুনিক অলিম্পিকের জনকও বলা হয়। ১৯৩৭ সালে কুবেরতঁ-এর মৃত্যুর পর তাঁর নামে প্রাচীন অলিম্পিয়ায় একটি স্মৃতিসৌধ স্থাপন করা হয়। ১৮৯৪ সালে ১৬-২৩ জুন প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয়ে আইওসি-র প্রথম সমাবেশ হয়। এই সমাবেশের শেষ দিনে স্থির হয়, আইওসি পরিচালিত প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ১৮৯৬ সালে আথেন্সে। আইওসি-র প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন গ্রিক লেখক দিমিত্রিয়াস ভিকেলাস। কমিটি আরও ঠিক করে, এ বার থেকে প্রত্যেক চার বছর অন্তর বিশ্ব জুড়ে আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হবে। এখানেই পরের অলিম্পিক যে প্যারিসে হবে তা-ও ঠিক হয়েছিল।
সাধারণত সাত বছর আগে থেকেই অলিম্পিকের আয়োজক দেশ খোঁজার কাজ শুরু হয়। দু’টি পর্যায়ে দু’বছর ধরে আয়োজক দেশ বাছাই-পর্ব চলে। এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি, চার বার করে গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিকের আয়োজন করেছে। আয়োজক দেশ হিসেবে গ্রেট ব্রিটেন এই নিয়ে তৃতীয়বার গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করল। দু’বার করে গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক দেশের তালিকায় আছে জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও গ্রিস। আর শহরের মধ্যে এই সম্মান লাভ করেছে লস অ্যাঞ্জেলস, প্যারিস, আথেন্স।