টুকরো খবর
ধর্মঘট তোলার ‘কৈফিয়ত’ শ্যামলের
পরিবহণ ধর্মঘট তুলে নেওয়া নিয়ে এখনও সদস্য-সমর্থকদের কাছে ‘কৈফিয়ত’ দিয়ে যাচ্ছেন সিটু নেতৃত্ব। গত রবিবার ধর্মঘট তোলার আগে সিটুর রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর আবেদনকে ‘ঢাল’ হিসাবে ব্যবহার করেছিলেন। বস্তুত, বিমান-শ্যামলের ‘সমন্বয়ে’র ফলেই সিটুকে ধর্মঘট থেকে বিরত করতে আলিমুদ্দিনের সুবিধা হয়েছিল। কিন্তু যে ভাবে ধর্মঘটে অনড় থাকার কথা প্রথমে বলেও পিছিয়ে আসতে হয়েছে, তাতে রাজ্য সরকারের চাপের কাছে সিটুকে ‘নতিস্বীকার’ করতে হয়েছে বাম শ্রমিক নেতাদের একাংশ মনে করছেন। এই প্রেক্ষিতেই রানি রাসমণি অ্যাভিনিউয়ে বৃহস্পতিবার বামফ্রন্টের ধর্না-অবস্থানের দ্বিতীয় দিনে বাম শ্রমিক সংগঠনগুলির জমায়েতে শ্যামলবাবু বলেন, “পরিবহণ ধর্মঘট তুলে নিলাম বলেই যে আমরা হেরে গেলাম বা পিছু হঠলাম, তা নয়। যে ভাবে পরিবহণ কর্মীদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে, তাতে আগামী দিনে আরও বড় আন্দোলন করে রাজ্য সরকারকে ঘিরে ফেলতে হবে।” শ্যামলবাবুর অভিযোগ, সরকার পরিবহণ কর্মীদের নিয়মিত বেতন বা ভাতা দিচ্ছে না। বেসরকারি পরিবহণ মুখ থুবড়ে পড়ায় কয়েক হাজার শ্রমিক কাজ হারিয়েছেন। সিটুর রাজ্য সভাপতি এ দিন আরও বলেছেন, “যে হেতু সব বাম শ্রমিক সংগঠন এ ব্যাপারে একসঙ্গে আন্দোলন করছে, তাই বিমানবাবুর আবেদনে সাড়া দিয়ে ধর্মঘট তুলে নেওয়া হয়েছিল। কিন্তু এটা দুর্বলতা বলে কেউ মনে করলে ভুল করবে।”

সরকারের নিন্দায় এসইউসি বিধায়ক

আগের সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গে বর্তমান সরকারের তেমন পার্থক্য নেই বলে মন্তব্য করলেন এসইউসি বিধায়ক তরুণ নস্কর। বৃহস্পতিবার এসইউসি-র এক কর্মীর মুক্তির দাবিতে কলকাতায় সাংবাদিক বৈঠক করে ‘সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি’। সেখানেই এ কথা বলেন সরকারের জোটসঙ্গী এসইউসি-র বিধায়ক তরুণবাবু। ৩ জুলাই উত্তর দিনাজপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করা হয়। অভিযুক্তদের ধরার দাবিতে বিক্ষোভ দেখানোর সময় করণদিঘি অগ্রসেন মহাবিদ্যালয়ের শিক্ষক ও ‘সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি’র নেতা মানস জানাকে পুলিশ ধরে। জামিন অযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। পুলিশ রাজনৈতিক রঙ দেখে কাজ করছে ও মানসবাবুর বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করা হয়েছে বলেও অভিযোগ করেন কমিটির নেতারা। তবে, জেলার এএসপি জানান, ইতিমধ্যে এক দুষ্কৃতীকে ধরা হয়েছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.