গড়াপেটা বিতর্কে নতুন মোড়
ব্যাডমিন্টনকেই বিদায় ইউয়ের
ড়াপেটার কেলেঙ্কারি তাঁকে এতটাই বিপর্যস্ত করে দিয়েছে যে, পাল্টা বিস্ফোরণের ভাষা খুঁজে পাচ্ছেন না। ‘ইচ্ছে করে ম্যাচ হারার’ অভিযোগে তাঁর স্বপ্ন চুরমার। বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনকে ক্ষমা করে দেওয়ার কোনও ইচ্ছেই আর নেই। বদলে কী করলেন বছর ছাব্বিশের চিনা তারকা ইউ ইয়াং?
ব্যাডমিন্টনই ছেড়ে দিলেন! বিশ্বে যেমন টুইটার, চিনে তেমনই মাইক্রোব্লগ। সেই মাইক্রোব্লগেই চিনা তারকা লিখে ফেলেছেন, “এই শেষ। আর নামছি না। বিদায় ব্যাডমিন্টন। বিদায় বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন।” এখানেই শেষ নয়। ইউ আরও লিখেছেন, “সত্যি তোমরা অত্যন্ত নিষ্ঠুর ভাবে আমাদের স্বপ্নকে ধ্বংস করে দিলে। এমন একটা ব্যাপার ঘটালে যার কোনও ক্ষমা নেই।” গড়াপেটার দায়ে যে আট প্লেয়ারকে বুধবার বহিষ্কার করেছে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন, তাদের মধ্যে ইয়ু-ও ছিলেন। তিনি এবং তাঁর সঙ্গী ওয়াং জিয়াওলির বিরুদ্ধে অভিযোগ ওঠে, ইচ্ছে করে খারাপ খেলে ম্যাচ হারার। যাঁরা কিনা ছিলেন মেয়েদের ডাবলসে বিশ্বের এক নম্বর জুটি। মাত্র ২৩ মিনিটে তাঁরা হেরে যান দক্ষিণ কোরিয়ার জাং ইয়ুং-কিম হা না-র কাছে। যাঁর পরই বিস্ফোরণ ঘটে ব্যাডমিন্টন দুনিয়ায়। গড়াপেটার কলঙ্ক জুড়ে যায় অলিম্পিকের ব্যাডমিন্টনের সঙ্গে।
বৃহস্পতিবারের উইম্বলডন। ছবি: উৎপল সরকার
ইউ বলার চেষ্টা করছেন, টুর্নামেন্টের নিয়মে বদলে গিয়েই ঝামেলা ডেকে এনেছে। লন্ড অলিম্পিক থেকেই ব্যাডমিন্টনে চালু হয়েছে রাউন্ড রবিন পর্ব। আগে যা ছিল সরাসরি নক আউট। রাউন্ড রবিন পর্ব চালু হওয়ায় ফায়দাটা হল, একটা ম্যাচ হেরেও পরের পর্বে সহজ প্রতিদ্বন্দ্বী পাওয়ার সম্ভাবনা থাকে। ইউ-এর মনে হচ্ছে, এই নতুন নিয়মই যত নষ্টের গোড়া। মাইক্রোব্লগে লিখেছেন, “ব্যাপারটা আসলে খুবই সহজ। কিন্তু তাতেও ছাড় দেওয়া হচ্ছে না।” ওয়াং-ও বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনকে একচোট নিয়ে লিখেছেন, “তোমরা একটা ম্যাচকেই বাতিল করলে না। আমার স্বপ্নটাও ভেঙে দিলে।”
কিন্তু দুই ব্যাডমিন্টন তারকা যা-ই বলুন না কেন, চিন কিন্তু প্লেয়ারদের পাশে নেই। চিনের অলিম্পিক প্রতিনিধি দলের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে, “বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের সিদ্ধান্তকে আমরা সমর্থন করেছি। এই দুই খেলোয়াড়ের মনোভাব অলিম্পিক এবং খেলাটার পরিপন্থী। ওদের এই কাজে আমরা নিজেরাও ভীষণ রকম লজ্জিত।”

ফেল্পসের কুড়ি
অলিম্পিকের কুড়ি নম্বর পদকটিও (১৬টি সোনা) জিতলেন যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল ফেল্পস। বৃহস্পতিবার রাতে ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে স্বদেশীয় রায়ান লখতেকে হারালেন তিনি। সেই সঙ্গে এই ইভেন্টে পরপর তিনটি অলিম্পিকে সোনা জেতার অনন্য নজিরও গড়লেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.