রবিগান থেকে মিষ্টিমুখ, রাখি উৎসব জেলা জুড়ে
জেলা জুড়ে পালিত হল রাখিবন্ধন উৎসব। প্রশাসনিক উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের প্রতিটি ব্লক, পুরসভা এলাকায় এই উপলক্ষে নানা অনুষ্ঠান হয়েছে বৃহষ্পতিবার। বিভিন্ন ক্লাব, সংগঠন, সংস্থার উদ্যোগেও নানা কর্মসূচির আয়োজন ছিল।
ব্লক ও পুরসভা স্তরে রাখিবন্ধনের জন্য নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারের যুব কল্যাণ দফতর। অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক, বিশিষ্টজন থেকে স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং এলাকার মানুষজন যোগ দেন। মেদিনীপুরের কেরানচটিতে সদর ব্লক প্রশাসনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মৃগেন মাইতি, বিডিও অয়ন নাথ প্রমুখ। অনুষ্ঠান শেষে সকলকে মিষ্টিমুখও করানো হয়। একই ভাবে এই উৎসব পালিত হয়েছে শালবনি, গোয়ালতোড় থেকে শুরু করে খড়্গপুর, নারায়ণগড়, পিংলা, সবংয়েও। খড়্গপুর-মেদিনীপুর দুই শহরেই এ দিন বিভিন্ন সংস্থার উদ্যোগে পালিত হয় রাখিবন্ধন। শিশু সংগঠন ‘বঙ্কিম স্মৃতি সব পেয়েছির আসরে’র উদ্যোগে বিকেলে এক অনুষ্ঠান হয়। ঘাটালেও দিনভর নানা অনুষ্ঠান হয়েছে। সামিল হয়েছে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা।
এনএসএস ইউনিটের উদ্যোগে ঘাটাল কলেজে এক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন অধ্যক্ষ ভোলানাথ চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টরা। চন্দ্রকোনা, ক্ষিরপাই, দাসপুরেও বিভিন্ন অনুষ্ঠান হয়। ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী জানান, প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় রাখিবন্ধন উৎসব উপলক্ষে নানা অনুষ্ঠান হয়েছে।
সকাল থেকেই তৃণমূল কর্মীরা রাস্তায় নামেন। মোড়ে মোড়ে অনুষ্ঠান করে পথচারীদের রাখি পরিয়ে দেন। খড়্গপুর, ঘাটাল, মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ছিল এই দৃশ্য। সাউন্ড বক্সে রবীন্দ্রসঙ্গীত। মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়ায় কুষ্ঠ কলোনিতেও যান যুব তৃণমূলের কর্মী-সমর্থকেরা। কলোনির বাসিন্দাদের হাতে রাখি পরিয়ে দেন। সংগঠনের শহর সভাপতি স্নেহাশিস ভৌমিক বলেন, “আমরা সকলের সঙ্গেই উৎসবের আনন্দ ভাগ করে নিতে চেয়েছি।”

মেদিনীপুর শহরের এক অনুষ্ঠানে ও কে ডি কলেজে ছবি দুটি তুলেছেন কিংশুক আইচ ও রামপ্রসাদ সাউ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.