টোলগে-বিতর্কের সমাধান না হলেও, গোলকিপার কোচ-বিতর্ক মিটে গেল ইস্টবেঙ্গলের। দীর্ঘ টানাপোড়েনের পরে অবশেষে বৃহস্পতিবার থেকে সরকারি ভাবে অনুশীলনে নেমে পড়লেন অতনু ভট্টাচার্য। অতনুর প্রত্যাবর্তনে সবচেয়ে বেশি খুশি ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মর্গ্যান। বিশেষ করে সন্দীপ নন্দীর পরে ‘প্রিয় বন্ধু’-কে কোনও মতেই হারাতে চাইছিলেন না তিনি। বৃহস্পতিবার অনুশীলনের পরে উচ্ছ্বসিত ব্রিটিশ কোচ বলছিলেন, “অতনু দলের সম্পদ। ও ফিরে আসায় দলই উপকৃত হবে।”
|
চেজ ফর ইউথের সপ্তম সংস্করণ এ বার হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সংগঠকদের দাবি, গোটা এশিয়ায় কমবয়সীদের নিয়ে এত বড় টুনার্মেন্ট হয়নি। ভারত, বাংলাদেশ মিলিয়ে এ বার খেলার কথা পাঁচশোর বেশি প্রতিযোগীর। যার বড় আকষর্ণ প্রিমিয়ার বিভাগ। যেখানে পঁচিশের কমবয়সী জাতীয় স্তরের বহু নামী দাবাড়ুকে খেলতে দেখা যাবে। স্থানীয়দের জন্য থাকছে জুনিয়র বিভাগ। সেখানে বিভিন্ন বয়স বিভাগে ছ’টি গ্রুপ। সাত রাউন্ড সুইস সিস্টেমে খেলা। প্রতিটি ম্যাচ এক ঘন্টার। খেলবেন গত বারের চ্যাম্পিয়ন জয়দীপ দত্ত, প্রাক্তন অনূর্ধ্ব ১৪-র বিশ্বচ্যাম্পিয়ন পদ্মিনী রাউতসহ দেশের বেশ কয়েক জন নামী দাবাড়ু। প্রিমিয়ার বিভাগে মোট পুরস্করমূল্য ৭২ হাজার টাকা। টুর্নামেন্ট ১১ অগস্ট শুরু। শেষ ১৪ অগস্ট। প্রতিযোগিতার আয়োজক দিব্যেন্দু বড়ুয়া দাবা অ্যাকাডেমি ও অলস্পোর্ট ম্যানেজমেন্ট গ্রুপ।
|
আগামী ১১ ও ১২ অগস্ট পূর্ব মেদিনীপুরের তমলুকে আয়োজিত হতে চলেছে রাজ্য স্তরের সাঁতার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে খড়্গপুর শহরের প্রেমবাজারের বাসিন্দা তৃষা দত্ত। সম্প্রতি তমলুক সুইমিং ক্লাব আয়োজিত জেলা স্তরের সাঁতার প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুর থেকে সিনিয়র মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে খড়্গপুর আইআইটি কেন্দ্রীয় বিদ্যালয়ের একাদশ শ্রেণির এই ছাত্রী। বর্তমানে সে মেদিনীপুর সুইমিং ক্লাবে তালিম নেয়। তৃষা জানায়, তমলুক সুইমিং ক্লাব আয়োজিত রাজ্য প্রতিযোগিতায় সুযোগ পেয়ে সে খুশি। তার লক্ষ্য রাজ্য চ্যাম্পিয়ন হওয়া।
|
এ বারের ফেড কাপের দু’টি পর্বের খেলা, সেমিফাইনাল ও ফাইনাল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে করার চেষ্টা চলছে। ফেডারেশন সূত্রে এ খবর জানা গিয়েছে।
|
বিবেকানন্দ সাঁতার সংস্থা আয়োজিত ওয়াটারপোলোয় জিতল বিবেকানন্দ সাঁতার সংস্থা ও ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি। |