রেল স্টেশনের উন্নতিতে বেলজিয়ামের সঙ্গে চুক্তি |
দেশের রেল স্টেশনগুলির পরিকাঠামো উন্নতিতে এগিয়ে এল বেলজিয়াম সরকার। প্রাথমিক পর্যায়ে মুম্বইয়ের ভিক্টোরিয়া টার্মিনাস, হাওড়ার মতো ‘হেরিটেজ’ স্টেশনগুলির খোলনলচে বদলানোর কাজ করবে বেলজিয়াম কর্তৃপক্ষ। আজ এ বিষয়ে দু’দেশের একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে রেলমন্ত্রী মুকুল রায় বলেন, “দেশের স্টেশনগুলিকে আধুনিক রূপ দেবে বেলজিয়াম রেল কর্তৃপক্ষ। একটি স্টেশনে যাত্রীদের যে ধরনের পরিকাঠামো প্রয়োজন হয় তা গড়ে তুলবে ওই সংস্থা।” রেল মন্ত্রক জানিয়েছে, কী ভাবে কাজ এগোবে, প্রথম দফায় কোন স্টেশনগুলির আধুনিকীকরণ হবে তা ঠিক করার জন্য দু’পক্ষের সদস্যদের নিয়ে কমিটি গঠন করা হবে। এই প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকবে বেলজিয়াম সরকারের অধীনস্থ ‘ইউরোস্টেশন’ সংস্থা। বেলজিয়ামের প্রতিনিধিরা জানান, ইউরোপের বিভিন্ন ‘হেরিটেজ’ স্টেশনের মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে সেগুলির আধুনিকীকরণ করার অভিজ্ঞতা রয়েছে ওই সংস্থার। এর জন্য যাত্রীকে বিমানের টিকিটের ধাঁচে ট্রেনের টিকিটে কোনও অতিরিক্ত অর্থ গুনতে হবে না বলে জানিয়েছেন বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ডি ডি আর রেন্ডারসাইন্ড।
|
গঢ়বায় ধৃত ৫ জঙ্গি, উদ্ধার বিস্ফোরক |
যৌথ বাহিনীর অভিযানে কাল রাতে ছত্তীসগঢ়ের সীমা লাগোয়া, ঝাড়খণ্ডের গঢ়বা থানার বুড়হাপাহাড় জঙ্গলে মাওবাদী জঙ্গিদের একটি শিবিরের খোঁজ মিলেছে। ধরা পড়েছে পাঁচ জঙ্গি। ধৃতদের মধ্যে রয়েছে দুই কট্টর জঙ্গিও। তাদের দু’জনকে অনেক দিন ধরেই পুলিশ খুঁজছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৩ থেকে ৫ কিলোগ্রাম ওজনের ১২টি ল্যান্ডমাইন। এ ছাড়াও, শক্তিশালী ২টি হ্যান্ড গ্রেনেড এবং প্রচুর পরিমাণ তার-সহ বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহৃত নানান সরঞ্জাম মিলেথে ওই শিবির থেকে। মিলেছে জঙ্গিদের ব্যবহৃত প্রচুর পোশাক এবং জুতো।
|
‘ঐতিহ্য’ তালিকায় পশ্চিমঘাট পর্বতমালা |
‘বিশ্ব ঐতিহ্য’-এর স্বীকৃতি পেল পশ্চিমঘাট পর্বতমালা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সম্প্রতি এই কথা জানিয়েছে ‘ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি’। গুজরাত-মহারাষ্ট্রের সীমানা থেকে শুরু হয়ে ১৬০০ কিলোমিটার দীর্ঘ এই পর্বতমালা শেষ হয়েছে কন্যাকুমারীতে। বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা এ রকই ৩৯টি অংশকে চিহ্নিত করে বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থানের আওতাভুক্ত করা হল।
|
রাখি উপলক্ষে ফের কুশল বিনিময় হল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার দুপুরে রাখিপূর্ণিমা উপলক্ষে আশীর্বাদ জানাতে প্রণববাবু ফোন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। ফোন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ওঠেন, “আমি আগে আপনাকে প্রণাম জানাই।” পরে প্রণববাবুকে একটি রাখি এবং প্রণাম জানিয়ে চিঠি-ও পাঠান মমতা। প্রণববাবুর ছেলে, বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায়ও এখন দিল্লিতে। তাঁকেও রাখি এবং শাল পাঠিয়েছেন মমতা। আর প্রণববাবুর তরফে মমতাকে পাঠানো হয়েছে এক বাক্স চকোলেট, ঘর সাজানোর জিনিস, রাষ্ট্রপতি ভবনের উপর একটি বই। সঙ্গে ছিল হাতে লেখা চিঠিও।
|
কুড়ানকুলাম প্রকল্প নিয়ে এ বার প্রশ্ন তুললেন স্বয়ং প্রধানমন্ত্রী। পরমাণু শক্তি দফতরের কাছে তিনি জানতে চেয়েছেন এই প্রকল্পে কোনও দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? ক্ষতিপূরণই বা কে দেবে? কুড়ানকুলাম প্রকল্পটি রাশিয়ার সঙ্গে যৌথ ভাবে গড়ে তোলা হচ্ছে। রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে, কোনও দুর্ঘটনার দায় তারা নেবে না। মনমোহনের কথায়, রাশিয়ার এই দাবি মেনে নিলে দেশের অন্য প্রকল্পগুলির শরিক আমেরিকা, ফ্রান্সের মতো দেশগুলিও একই দাবি জানাবে।
|
বন্ধকে কেন্দ্র করে গোলমালের জেরে কেরলে প্রাণ গেল বছর কুড়ির ডিওয়াইএফআই নেতা মনোজ কুমারের। সিপিএম নেতা পি জয়রাজনের গ্রেফতারির প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বন্ধের ডাক দেওয়া হয়েছিল। ইন্ডিয়ান ইউনাইটেড মুসলিম লিগ (আইইউএমএল) নেতা আবদুল সুক্কুরের খুনের ঘটনায় জড়িত সন্দেহে বুধবার পুলিশ গ্রেফতার করে জয়রাজনকে। সিপিএমের অভিযোগ, আইইউএমএল নেতা-কর্মীদের আক্রমণেই মারা গিয়েছেন মনোজ। এ দিন বন্ধে ব্যাহত হয় কেরলের স্বাভাবিক জনজীবন।
|
রাখিবন্ধন উৎসবে কিছুটা ছাড় পেলেন তিহাড় জেলের বন্দিরাও। মৃত্যুদণ্ডে দণ্ডিত আফজল গুরু ও অন্য বেশ কিছু বন্দিকে রাখি পরান তাঁদের বোনেরা। সাধারণত আত্মীয়-স্বজনের সঙ্গেও গরাদের আড়াল থেকেই দেখা করতে হয় বন্দিদের। আজ সেই বাধা ছিল না। |