অনশন ভঙ্গ আজ
এ বার সরাসরি রাজনীতিতে, জনমত জানতে চাইছেন অণ্ণা
বশেষে অনশন ভঙ্গের সিদ্ধান্ত নিলেন অণ্ণা হজারে। সেই সঙ্গেই জানিয়ে দিলেন ‘রাজনৈতিক বিকল্প’ তৈরির জন্য প্রস্তুত হচ্ছেন তাঁরা।
তার জন্য রীতিমতো জনমত গঠনের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
সোস্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে খোলা হয়েছে একটি পেজ। যেখানে জানতে চাওয়া হয়েছে, ‘অণ্ণাজির কি রাজনীতিতে যোগ দেওয়া উচিত?’ হ্যাঁ কিংবা না-এ ভোট দিতে হবে ভারতবাসীকে। ‘ইন্ডিয়া এগেনস্ট করাপশন’ নামে যে আন্দোলন অণ্ণা শুরু করেছিলেন, সেই ফোরামও তাদের নিজস্ব ওয়েবসাইটে রেখেছে ভোট গ্রহণের ব্যবস্থা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারতের ‘রায়’ জানতে চান অণ্ণা। দেশের মানুষের কাছে অণ্ণা আরও জানতে চান, ‘দেশের বর্তমান রাজনৈতিক দলগুলির কাছ থেকে কোনও কিছু আশা করেন কি?’
যদিও অণ্ণা নিজে প্রকাশ্যে বলেছেন, তিনি কোনও রাজনৈতিক দল তৈরি করতে চান না। দেশের মানুষ যদি চান, তা হলেই তিনি রাজনৈতিক বিকল্পের কথা ভাববেন। ২০১৪ সালে সাধারণ নির্বাচন। তার আগে দেশ ঘুরে জনমত গঠন করতে হবে। তাই অনশন করে আর ‘সময় নষ্ট’ করতে চান না অণ্ণা।
এর আগে তাঁর আন্দোলনের সঙ্গে আরএসএস-যোগ নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস। আরএসএস-ও জানিয়েছিল, অণ্ণার আন্দোলনে তারা সক্রিয় সহযোগিতা করেছে। আজ অণ্ণার এই ঘোষণার পরে কংগ্রেসের বক্তব্য, এত দিনে অণ্ণার ‘আসল’ উদ্দেশ্যটা বোঝা গিয়েছে। দলের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহ বলছেন, “আমি আগে তো বারবার এই কথাটাই বলেছি। টিম অণ্ণার আসল রাজনৈতিক উদ্দেশ্যটা এ বার সবার সামনে চলে এল। সবাই বুঝতে পারল এই ‘আন্দোলনের’ পিছনে আসলে কী উদ্দেশ্য কাজ করেছে।” প্রায় একই সুরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অম্বিকা সোনির বক্তব্য, “আমরা বরাবরই বলে এসেছি, এঁদের যাবতীয় কাজকর্ম রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটা ভাল যে, তা সকলের সামনে এসেছে। এ বার ওঁরা বুঝতে পারবেন রাজনীতিকদের কাজটা কত শক্ত।”
অণ্ণা নিজে কী বলছেন? তাঁর বক্তব্য, রাজনৈতিক দল তৈরি করা তো খারাপ কিছু নয়। আমাদের যে করেই হোক একটা বিকল্পের পথ খুঁজতেই হবে। তবে দল তৈরির প্রশ্নটা পুরোপুরি নির্ভর করেছে জনমতের উপর। বিকল্প আসলে কী? অণ্ণা জানিয়েছেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ জরুরি। গ্রাম পঞ্চায়েতকে আরও ক্ষমতাশালী করতে হবে। অণ্ণা বলেছেন, “কথায় কাজ হবে না। কাজটাই করে দেখাতে হবে। আমি চাই সৎ ও যোগ্য নেতৃত্ব।” তবে নির্বাচনে লড়ার জন্য টাকার বিষয়টি যে তাঁকে ভাবাচ্ছে, তা-ও আজ মনে করিয়ে দিয়েছেন তিনি। আজ বিকেল চারটে নাগাদ অনশন ভাঙার সিদ্ধান্ত নেন অণ্ণা। যন্তরমন্তরে হাজির অনুগামীদের সামনে তিনি হঠাৎই জানান, আগামী কাল বিকেল পাঁচটায় অনশন ভাঙবেন তিনি ও তাঁর সহযোগীরা। গত কাল থেকেই টিম অণ্ণার তিন সদস্য অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া ও গোপাল রাইয়ের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
পুলিশ তাঁদের হাসপাতালে নিয়ে যেতে গেলে বাধাও দিয়েছিলেন তাঁরা।
আজ অনশন মঞ্চে টিম অণ্ণার সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছিলেন অভিনেতা অনুপম খের। অণ্ণার সহযোগী অরবিন্দ কেজরিওয়ালকে তিনি অনশন তুলে নেওয়ার অনুরোধও জানান। অনুপম একা নন। অনশন তুলতে টিম অণ্ণাকে অনুরোধ জানিয়েছিলেন প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহ, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সন্তোষ হেগড়ে প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.