গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ফের তদন্ত শুরু করল বাংলাদেশ সরকার। ৬১ বছর বয়সেও কেন ইউনূস গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর পদে থেকে বেতন নিচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে সরকার। এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রকগুলির মত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্যাবিনটে সচিব মোশারফ হুসেন ভুঁইয়া। বিদেশ থেকে কত টাকা ইউনূস দেশে এনেছেন তাও জানতে চায় সরকার। আগেও সরকারের তীব্র বিরোধিতার মুখে পড়েছিলেন ইউনূস।
|
ভারতের হিন্দু এবং শিখ ধর্মস্থানে শ্রমদান করেছিলেন তিনি। সেই ‘অপরাধে’ পদ খোয়াতে হল পাকিস্তানের ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশিদ খানকে। অ্যাটর্নি জেনারেল ইরফান কাদির জানিয়েছেন, খুরশিদের জায়গায় অন্য আইনজীবী নিয়োগ করা হয়েছে। তবে এই পদক্ষেপের কারণ জানাননি তিনি। |