তিরন্দাজির লজ্জা ঢেকে দিল ব্যাডমিন্টন। বুধবারের অলিম্পক ভারতের জন্য বর্ণময় হয়ে রইল দুই ব্যাডমিন্টন তারকার জন্য। পারুপল্লি কাশ্যপ এবং সাইনা নেহওয়াল। দু’জনেই আজ উঠে গেলেন সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে।
ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে অলিম্পিক কোয়ার্টার ফাইনালে এই প্রথম কোনও পুরুষ খেলবেন। আজ প্রাক কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিশ্বর্যাঙ্কিংয়ে একুশ নম্বর কাশ্যপের লড়াইটা ছিল তাঁর চেয়ে সাতাশ ধাপ নীচে থাকা শ্রীলঙ্কান নিলুকা করুণারত্নের বিরুদ্ধে। কাগজেকলমে সাইনার শহরের ছেলে কাশ্যপ এগিয়ে থাকলেও কোর্টে তাঁকে কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছিলেন নিলুকা। ৬৬ মিনিটের ম্যাচে বেশ কয়েকটা লম্বা র্যালি ছিল। প্রতিটা পয়েন্টের জন্য লড়তে হয়েছে ভারতীয়কে। শেষ পর্যন্ত ২১-১৪, ১৫-২১, ২১-৯ জিতে ইতিহাসের পাতায় ঢুকে গেলেন কাশ্যপ। এর কয়েক ঘণ্টা পরে নেদারল্যান্ডসের ইয়াও কে ২১-১৪, ২১-১৬ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন সাইনাও। টানা দ্বিতীয় অলিম্পিকে।
|
ওস্তাদের মার কাশ্যপের। বিষণ্ণ বিদায় দীপিকার। ছবি: পিটিআই, উৎপল সরকার। |
তবে কোর্য়াটার ফাইনালে দুই ভারতীয়র জন্যই লড়াইটা খুব কঠিন হতে চলেছে। কাশ্যপকে খেলতে হবে শীর্ষ বাছাই মালয়েশিয়ার লি চংয়ের বিরুদ্ধে। সাইনার প্রতিদ্বন্দ্বী, দু’বারের অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন টাইন বন। এ দিন নিজের পারফরম্যান্সের ব্যাখ্যা দিতে গিয়ে কাশ্যপ বলেছেন, “প্রথম গেমের পরে নিলুকা আমার ছক বুঝতে শুরু করেছিল। তাই ইচ্ছে করে নিজের খেলাটা স্লো করে ওকে বিভ্রান্ত করে দিই। ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।”
কাশ্যপ ইতিহাস গড়ার ঘণ্টাদুয়েকের মধ্যেই শেষ হয়ে গেল দীপিকা কুমারীর অলিম্পিক অভিযান। গ্রেট ব্রিটেনের এমি অলিভারের বিরুদ্ধে প্রথম থেকেই নড়বড়ে দেখাচ্ছিল বিশ্বের এক নম্বর মেয়ে তিরন্দাজকে। ভারতের অন্যতম পদকের দাবিদার যে কতটা অস্বচ্ছন্দ ছিলেন, ২-৬ হারই তার প্রমাণ। চারটে সেটে একটা তিরও দশে মারতে পারেননি কমনওয়েলথ গেমসে জোড়া সোনাজয়ী দীপিকা। রাঁচির অষ্টাদশী শেষ পর্যন্ত মাত্র একটা সেট জেতেন। দীপিকার হারের সঙ্গে সঙ্গে অলিম্পিকে ভারতীয় তিরন্দাজদের অভিযানও শেষ হয়ে গেল।
অন্যান্য বিভাগে পুরুষদের বক্সিংয়ে লাইট ওয়েল্টার (৬৪ কেজি) বিভাগের প্রাক কোয়ার্টার ফাইনালে চলে গেলেন মনোজ কুমার। তুর্কমেনিস্তানের সেরদার হুদায়বের্দিয়েভকে সহজেই ১৩-৭ হারালেন তিনি। বিজেন্দ্র সিংহ, জয় ভগবান, দেবেন্দ্র সিংহ, বিকাশ কৃষ্ণনের পর পঞ্চম ভারতীয় বক্সার হিসেবে প্রাক কোয়ার্টার ফাইনালে উঠলেন মনোজ। মেয়েদের ২৫ মিটার পিস্তল বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেন না রাহি সার্নোবাত এবং অনুরাজ সিংহ। তবে রোয়িংয়ে পুরুষদের স্কালসে সিঙ্গল এবং ডাবল দুই বিভাগেই ফাইনালে উঠল ভারতীয়রা। সিঙ্গলে স্মরণ সিংহ এবং ডাবলে সন্দীপ কুমার-মনজিৎ সিংহ। |