চারটি যন্ত্রের মধ্যে ৩ টি বিকল হয়ে যাওয়ায় ডায়ালিসিসের রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সমস্যা মেটাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬টি নতুন ডায়ালিসিস যন্ত্র কেনার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বর্তমান পরিস্থিতিতে ডায়ালিসিস করাতে গেলে ২ মাস আগে দিন পাচ্ছেন না রোগীরা। ঠিক হয়েছে পুরনো ২ টি যন্ত্রও মেরামত করা হবে। মাস কয়েক আগে নতুন যন্ত্র কিনতে টেন্ডার ডাকা হলেও একটিমাত্র সংস্থা অংশ নেওয়ায় প্রক্রিয়া বাতিল করা হয়। নিয়ম মতো অন্তত ৩ টি সংস্থাকে অংশ নিতে হবে। সে কারণে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (ইওআই) পদ্ধতিতে তা করার কথা ঠিক হয়েছে। দিন ১৫ আগে ৩ টি ডায়ালিসিস যন্ত্র বিকল হয়ে পড়ায় বিপত্তি দেখা দিয়েছে। রোগী কল্যাণ সমিতির সদস্য তথা বিধানসভার স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য বলেন, ‘‘৬টি নতুন ডায়ালিসি যন্ত্র কেনা হবে। তা ছাড়া অপারেশন থিয়েটার, ডায়ালিসিসের যন্ত্র, সিটি স্ক্যান যন্ত্র এ সমস্ত দেখভালের দায়িত্ব বিভিন্ন সংস্থাকে চুক্তির ভিত্তিতে দেওয়া হবে। রোগী সহায়তা কেন্দ্র ২৪ ঘণ্টা চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে রোগী সহায়তা কেন্দ্রটি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে একাধিক জায়গায় রোগী সহায়তা কেন্দ্র থাকবে।” মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ওয়েব সাইট চালু করবেন কর্তৃপক্ষ। চিকিৎসক ছাত্রদের গবেষণার কাজকর্ম থেকে বিভিন্ন কাজের টেন্ডার প্রক্রিয়া সমস্তই থাকবে। আগামী ১৫ অগস্ট থেকে নিখরচায় ক্যান্সারের চিকিৎসার পরিষেবা চালু করা হবে। রুদ্রবাবু জানান, কলকাতা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের উদ্বোধন করবেন। ক্যান্সার রোগীদের ১ লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করার সিদ্ধান্ত হয়েছে। এর পরেও কারও বাড়তি খরচ লাগলে সে ব্যাপারেও ভাবা হিবে। কর্তৃপক্ষ জানিয়েছেন, মেডিক্যাল কলেজে নতুন একটি প্রতীক্ষালয় তৈরির কাজ শেষ হয়েছে। সেটি চালু হবে। ক্যাম্পাসে থাকা অবৈধ নির্মাণ উচ্ছেদ করা হলেও যাঁরা দীর্ঘদিন ধরে ছিলেন তাদের জন্য ক্যাম্পাসে একটি আলাদা জায়গায় দোকান তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এডস রোগীদের চিকিৎসার জন্য ‘এআরটি’ কেন্দ্রটি নতুন ভবনে স্থানান্তরিত করা হবে।
|