মেদিনীপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে এবং বেঙ্গল টেবিল টেনিস ও পশ্চিম মেদিনীপুর জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ‘স্যাটেলাইট সামার ক্যাম্প’ শুরু হয়েছে শহরে। এক মাসের এই শিবিরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকেই প্রশিক্ষণ নিতে আসছেন খেলোয়াড়েরা। ১৪ জুলাই শিবির শুরু হয়েছিল রিক্রিয়েশন ক্লাবে। চলবে ১৩ অগস্ট পর্যন্ত। প্রতিদিনই সন্ধ্যায় বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হয়েছে। টেবিল টেনিস কোচ তথা মেদিনীপুর টেবিল টেনিল অ্যাসোসিয়েশনের অন্যতম কর্তা সুনীল দত্ত জানান, জেলায় এই ধরনের শিবির হলে খেলার মানের যেমন উন্নয়ন হবে তেমনই অনেকে এই খেলার প্রতি আকৃষ্টও হবেন। |
রিক্রিয়েশন ক্লাবের যুগ্ম সম্পাদক অঞ্জন রায় বলেন, “আমাদের ক্লাব ফুটবলেও জেলায় অগ্রণী ভূমিকা নিয়েছিল। এ বার টেবিল টেনিস প্রশিক্ষণের জন্য ক্যাম্পও করছে। ক্যাম্পে আগত প্রতিটি খেলোয়াড়কেই শংসাপত্র দেওয়া হবে।” ১১ ও ১২ অগস্ট শিবিরে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে তিনি জানান। শংসাপত্র পাওয়ার পাশাপাশি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কারও তুলে দেওয়া হবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
|
দলের অনুশীলন শুরুর প্রায় দিন ২০ পর শহরে ফিরছেন ওডাফা ওকোলি। তাঁর মাঠে নামার আগে অবশ্য নজর কাড়লেন স্ট্যানলি ওকোরোইগি। কোচ থেকে সমর্থক সবাই খুশি স্ট্যানলির টাচে। কোচের মুখে প্রশংসা স্টপার আনিইচেরও। শনিবার মোহনবাগান প্রস্তুতি ম্যাচ খেলবে কলকাতা পুলিশের সঙ্গে। মঙ্গলবার বিভিন্ন ছকের অনুশীলন করালেন সন্তোষ। বলেন, “আমি প্রাথমিক ভাবে দলকে ৫-৩-২ বা ৩-৫-২ ছকে খেলাতে চাই। মানে ডায়মন্ড সিস্টেমে।” ১৫ বছর আগে চিমা-সত্যজিৎদের নিয়ে অমল দত্ত যে সিস্টেমে খেলাতেন এ বার ওডাফা-টোলগের সঙ্গে সেই ছক ফিরতে চলেছে বাগানে।
|
সুব্রত পাল জার্মানির ক্লাবে প্র্যাক্টিস করছেন। তাঁর অপেক্ষায় প্রয়াগ ইউনাইটেডের নতুন গোলকিপার কোচ, আমেরিকান পার হেনরিকসন। মঙ্গলবার সাইতে প্রথম প্র্যাক্টিসের ফাঁকে তিনি বলছিলেন, “সুব্রতকে সামনা সামনি কখনও দেখিনি। ভারতে এসে ওর সম্পর্কে অনেক কিছু শুনেছি। তার পর ইন্টারনেটে ওর কিছু ভিডিও দেখেছি। ভাল গোলকিপার হতে গেলে নড়া-চড়া ভাল হতে হয়। ও আসলে দেখব, সেটা ও কত ভাল করতে পারে।” হেনরিকসন পাকিস্তানে খেলেছেন। কোচিং করাতেন ভুটানে। সেখান থেকে কলকাতায়। |
মুখোমুখি দুই কিপার: সংগ্রামের সঙ্গে হেনরিকসন। মঙ্গলবার। -নিজস্ব চিত্র |
কলকাতায় পা রেখেই প্রয়াগ ইউনাইটেডের অনুশীলন দেখতে সাইতে ছুটলেন হেনরিকসন। সরকারি ভাবে অনুশীলনে নামবেন বুধবার। তার আগে সঞ্জয় সেনের দলকে এক নজর দেখে নিলেন তিনি। বলছিলেন, “এশিয়ার অনেক দেশেই কোচিং করিয়েছে। ভারতে কোচিং করানো আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ।”
|
নেহরু কাপের আগে ভারতের শিবির শুরু হচ্ছে আজ থেকে। নয়ডার জেপি গ্রিন্স-এ। যেখানে গত অক্টোবরে বসেছিল ফর্মুলা ওয়ান রেসের আসর। |