ব্যবসায়ী খুনের তদন্তে আইজি, ব্যবসা বন্ধে সাড়া খড়্গপুরে |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রেলশহরে ব্যবসায়ী খুনের ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। তদন্তে কিছু সূত্র উঠে এসেছে। এ দিন খড়্গপুরে এসেছিলেন আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ। তিনি ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা করেন। তাঁদের দাবি-দাওয়া শোনেন। পরে নিহত ব্যবসায়ী রাধেশ্যাম গুপ্ত’র বাড়িতেও যান। খরিদায় ডিআইজির বাংলো ও পুলিশ-ফাঁড়ির মাঝে যে এলাকায় ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে, সেই জায়গাটিও ঘুরে দেখেন। দোষীদের গ্রেফতারের দাবিতে এ দিন খড়্গপুর শহরে ব্যবসা বন্ধের ডাক দিয়েছিল চেম্বার অফ কমার্স। বন্ধের ডাকা সাড়া মিলেছে। শহরের অধিকাংশ দোকানপাটই সকাল থেকে বন্ধ ছিল। দুপুরে গোলবাজারে মৌনী মিছিল করেন ব্যবসায়ীরা। চেম্বার অফ কমার্সের পক্ষে হেমা চৌবে বলেন, “নিরাপত্তা সুনিশ্চিত করা ও খুনে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবিতে বন্ধ ডাকা হয়েছিল। দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা প্রতিবাদে সামিল হয়েছেন।” |
|
ব্যবসায়ীদের মৌনী মিছিল গোলবাজারে। ছবি: রামপ্রসাদ সাউ। |
রবিবার রাতে দোকান থেকে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হন ব্যবসায়ী রাধেশ্যাম গুপ্ত। গুলিবিদ্ধ হন তাঁর কর্মচারী বিট্টু সাহু। তিনি এখন কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) লক্ষ্মীনারায়ণ মিনার বাংলোর অদূরেই ঘটে ঘটনাটি। স্বভাবতই শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। উদ্বেগ বাড়ে শহরবাসীর। মঙ্গলবার সকালে ডিআইজি-র সঙ্গে বৈঠক করেন আইজি। পরে ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা করেন। জানান, নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, পরিবারের লোকজন-সহ অন্তত ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। |
|