ত্রিফলা-তরজা মেয়র পরিষদে |
আলোচ্যসূচিতে ছিল না। তবু কলকাতার রাস্তায় ‘ট্রাইডেন্ট’ বা ত্রিফলা আলোর বরাত দেওয়ার বিষয়টি নিয়ে মঙ্গলবার মেয়র-পরিষদ বৈঠক ‘গরম’ হয়ে ওঠে। দরপত্র ছাড়াই ওই আলো লাগানোর জন্য যে-পদ্ধতিতে ২৭ কোটি টাকার বরাত দেওয়া হয়েছিল, তা ঠিক নয় বলেও বৈঠকে মন্তব্য করেন কয়েক জন মেয়র-পারিষদ। কী ভাবে ওই ‘অনিয়ম’-এর সামাল দেওয়া হবে, তা ঠিক করতে মেয়র-পরিষদের পরের বৈঠকে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক মেয়র-পারিষদ ত্রিফলা আলো নিয়ে সমস্যার জন্য দায়ী করেন ডিজি (আলো) গৌতম পট্টনায়ককে। এক মেয়র-পারিষদের কথায়, “মেয়র ও কমিশনারের নির্দেশ না-মেনে ওই অফিসার এ কাজ করেছেন।” মেয়র-পারিষদ (আলো) মনজার ইকবালের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে বৈঠকে। পুর অফিসারদের সামনে দলের সদস্যদের কোন্দল শোভন নয় বুঝে কমিশনার-সহ সব অফিসারকেই ঘর থেকে চলে যেতে বলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এক মেয়র-পারিষদের কথায়, অফিসারেরা চলে যেতেই মেয়র-পারিষদ (আলো) মনজারের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়ে যায় মেয়র-পারিষদ (এন্টালি ওয়ার্কশপ) তারক সিংহের।
|
বাড়ির বারান্দা থেকে পড়ে মৃত্যু হল বৃদ্ধার। মঙ্গলবার, বড়তলা থানার ধীরেন সেন স্ট্রিটে। মৃতার নাম শোভা দাস (৮২)। পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধা। এ দিনই ঠাকুরপুকুরের একটি পুকুর থেকে এক কিশোরের দেহ মিলেছে। মৃতের নাম অমিতরাজ সিকদার (১৪)। পুলিশের অনুমান, স্নান করতে পুকুরে নেমে ওই কিশোর তলিয়ে যায়।
|
এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটে জোড়াসাঁকো থানা এলাকার একটি গেস্ট হাউসে। এতে জড়িত অভিযোগে গেস্ট হাউসের দুই রক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম ভরত ও সুখদেব। মূল অভিযুক্ত ওই গেস্ট হাউসের প্রাক্তন কর্মী। তাকে মঙ্গলবার রাত পর্যন্ত ধরা যায়নি। পুলিশ জানায়, অসমের বাসিন্দা ওই মহিলা ব্যবসার কাজে প্রায়ই ওই গেস্ট হাউসে আসেন। অভিযোগ, ঘটনার রাতে অভিযুক্ত যুবক তাঁর ঘরের দরজায় টোকা মারে। দরজা খুললে মহিলাকে চেপে ধরে সে। তিনি চিৎকার করে উঠলে পালিয়ে যায়।
|
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন সাপুরজি পালনজি গোষ্ঠীর অন্যতম কর্ণধার সাপুর মিস্ত্রি। বুধবার দুপুরে মহাকরণে এই বৈঠক হবে। রাজারহাট নিউটাউনে এই গোষ্ঠী ইতিমধ্যেই একটি বড় আবাসন প্রকল্পের কাজ করছে। এ ছাড়াও তারা রাজ্যে আর কোন কোন ক্ষেত্রে কাজ করতে পারে, সেই বিষয়ে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হতে পারে। সাপুর মিস্ত্রি নিউটাউনে একটি তথ্যপ্রযুক্তি পার্ক গড়ার প্রস্তাব দিতে পারেন মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর এই বৈঠকে উপস্থিত থাকবেন অনাবাসী বাঙালি বিনিয়োগকারী প্রসূন মুখোপাধ্যায়ও। |