চাষের কাজে না গিয়ে ফুটবল খেলার জন্য এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁর দুই আত্মীয়ের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে জীবন মাণ্ডি ও রামু মুর্মু নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। মৃতের নাম বুধু মুর্মু (২৮)। বাড়ি পুরুলিয়ার সাঁতুড়ি থানার বেলঝুপা গ্রামে। রবিবার রাতে বাড়িতেই তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বুধুকে চাষের কাজে মাঠে যাওয়ার জন্য বলেছিলেন তাঁর জামাইবাবু জীবন ও কাকা রামু। কিন্তু বুধু বন্ধুদের সঙ্গে অন্যত্র ফুটবল খেলা দেখতে চলে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে আসার পরে তাঁর সঙ্গে ঝগড়া হয়েছিল দুই অভিযুক্তের। অভিযোগ, রাতের দিকে মদ্যপ অবস্থায় জীবন ও রামু মিলে বুধুকে দড়ি দিয়ে বেঁধে বাড়ির উঠোনে ফেলে লাঠি দিয়ে মারধর করে। মা পুথুলদেবী থানায় অভিযোগে জানিয়েছেন, রাত থেকে ভোর পর্যন্ত দফায় দফায় তার ছেলেকে মারধর করেছে জামাই ও দেওর। তিনি তাঁদের আটকাতে পারেননি। পুলিশ জানিয়েছে, ভোরের দিকে বুধু নিথর হয়ে পড়লে বাড়ি ছেড়ে পালান ওই দুই জন। পুথুলদেবী পড়শিদের ডেকে নিয়ে আসার পরে দেখা যায় বুধু আর বেঁচে নেই। খবর পেয়ে এ দিন সকালে সাঁতুড়ি থানার পুলিশ বেলঝুপা গ্রামে গিয়ে দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠিয়েছে। বিকালেই সাঁতুড়ি থানারই বাটকা গ্রামে জীবনের বাড়ি থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে।
|
বাঁকুড়ার ইঁদপুরের সরোজিনী বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতি এ বার সিপিএমের হাতছাড়া হল। রবিবার ওই স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধিদের ৬টি আসনে নির্বাচন হয়। সবকটি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল মনোনীত প্রার্থীরা। প্রায় ৩০ বছর ধরে ওই স্কুলের পরিচালন সমিতি সিপিএমের দখলে ছিল। অভিভাবক প্রতিনিধিদের ৬টি আসনে তৃণমূল, সিপিএম ও ঝাড়খণ্ড পার্টির মোট ১৬ জন প্রার্থী ছিলেন। তৃণমূলের ইঁদপুর ব্লক সভাপতি প্রদীপ চক্রবর্তী বলেন, “এলাকার মানুষ যে সিপিএমের থেকে মুখ ফিরিয়ে আমাদের জোট সরকারের প্রতি আস্থাশীল তা এই স্কুলের ভোটেও প্রমাণিত।” যদিও সিপিএমের ইঁদপুর জোনাল কমিটির সম্পাদক সুনীল গোস্বামীর বক্তব্য, “নানা রকম ছল চাতুরি করে ওই স্কুলের ভোটে জিতেছে তৃণমূল। ওদের প্রতি মানুষের সমর্থন রয়েছে বলে প্রমান হয়নি।”
|
মানবাজার থানার জবলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়েছে রবিবার। এই নির্বাচনে ৪০টি আসনের মধ্যে ৩৫টি আসন পেয়ে ফের পরিচালন সমিতির দখল রাখতে পেরেছে সিপিএম। সিপিএমের গোপালনগর লোকাল কমিটির সম্পাদক অনিল মাহাতো বলেন, “ফের পরিচালন সমিতির দখল আমরা রাখতে পেরেছি।” তৃণমূলের গোপালনগর অঞ্চল কমিটির সভাপতি ধ্রুবলাল চক্রবর্তীর দাবি, “সমিতির বেশিরভাগ সদস্য সিপিএমের। আমরা তাদের ঠিকমত বোঝাতে পারিনি।”
|
সম্প্রতি মানবাজারে দু’টি জায়গায় চুরি হয়েছে। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার অথবা কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন তিনেক আগে টিচার্স কলোনিতে একটি বাড়িতে চুরি হয়েছে। ওই কলোনির বাসিন্দা তথা মানবাজার গার্লস স্কুলের শিক্ষিকা সুনীতা কর পুলিশকে জানিয়েছেন, চোরেরা তালা ভেঙে নগদ টাকা ও গহনা মিলিয়ে কয়েক হাজার টাকা চুরি করে পালিয়েছে। অন্য দিকে, শনিবার মানবাজার থানার চেপুয়া গ্রামে একটি দোকানের পিছনের দরজা ভেঙে চোরেরা গহনা তৈরির সরঞ্জাম ও দোকানে রাখা কিছু টাকা নিয়ে পালিয়েছে। পুলিশ জানায়, দু’টি ঘটনার তদন্ত চলছে।
|
সম্প্রতি নিতুড়িয়ার সড়বড়ি গ্রামে সম্প্রীতি ভবনে কিষান ক্রেডিট কার্ড বিলির শিবির হয়েছে। নিতুড়িয়া ব্লক কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, ওই শিবিরে এলাকার ১৮৩ জন চাষিকে কিষান ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন রঘুনাথপুরের বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি, রঘুনাথপুরের মহকুমাশাসক প্রণব বিশ্বাস-সহ প্রশাসনের ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পদস্থ কর্তারা।
|
বাঁকুড়ার ইন্দাস থানার নতুন ওসি হলেন সারেঙ্গা থানার সাব ইনস্পেক্টর কৌশিক মিশ্র এবং ইন্দাস থানার ওসি তাপস দত্ত ওন্দা থানার ওসি পদে যোগ দিলেন। সম্প্রতি জেলার ইন্দাস, ওন্দা ও সোনামুখী থানার ওসি পদে রদবদল করা হয়েছে। সোমবার ইন্দাস ও ওন্দা থানার ওসি পদে দায়িত্বভার নেন কৌশিকবাবু ও তাপসবাবু। |