অলিম্পিকের টুকিটাকি: প্রাচীন অলিম্পিকের বিবরণ
• অলিম্পিকের আদি পর্বে কেবলমাত্র একটিই ইভেন্ট হত। ‘স্টেডিওন’ বা ‘স্টেড’ নামে পরিচিত এই স্প্রিন্ট ইভেন্টে ১৮০ থেকে ২৪০ মিটার দৌড়তে হত। ষদিও এ বিষয়ে পরস্পরবিরোধী তথ্য মেলায় এই রেসের সঠিক দৈর্ঘ্যের হদিস এখনও পাওয়া যায়নি।
• ৭২৪ খ্রিস্টপূর্বাব্দে, ১৪তম অলিম্পিক গেমসে প্রথম ‘ডায়ালস’ বা ‘টু-স্টেড’ রেসের প্রচলন হয়। প্রায় ৪০০ মিটার দৌড়ে স্টেডিয়ামের পুরোটা এক বার প্রদক্ষিণ করতে হত।
• ৭২০ খ্রিস্টপূর্বাব্দে ‘ডলিচস’ নামের আরও এক ধরনের রেস শুরু হয়। এই রেসেরও দৈর্ঘ্য সম্পর্কীয় সঠিক তথ্য নিয়ে ধোঁয়াশা থাকলেও অনেকে মনে করেন এটি প্রায় ৩ মাইলের রেস ছিল। এর সঙ্গে অবশ্য আধুনিক ম্যারাথনের মিল পাওয়া যায়। এখনকার ম্যারাথনের মতোই ‘ডলিচস’ শুরু ও শেষ হত স্টেডিয়ামের মধ্যে। তবে ট্র্যাকের বেশির ভাগ অংশই ছিল স্টেডিয়ামের বাইরে। বিভিন্ন ধর্মীয় স্থান বা মূর্তির পাশ দিয়ে গিয়ে জিউসের মন্দির ঘুরে শেষ হত ‘ডলিচস’।
• প্রাচীন অলিম্পিকে শেষতম যে ইভেন্টটি শুরু করা হয় তা হল ‘হপলিটোড্রোমস’ বা ‘হপলাইট রেস’। ৫২০ খ্রিস্টপূর্বাব্দে শুরু হওয়া এই রেসটি অলিম্পিকের শেষ ইভেন্ট হিসেবে বিবেচিত হত। সাধারণত দৌড়বীররা শিরোস্ত্রাণ-সহ বর্ম পরে সিঙ্গল অথবা ডাবল ‘ডায়ালস’ (প্রায় ৪০০ থেকে ৮০০ গজ) দৌড়তেন। বর্ম ও শিরোস্ত্রাণ মিলিয়ে ওজন হত প্রায় ৫০-৬০ পাউন্ড। মাটির উপরে বালি ফেলা ট্র্যাকে দৌড়নোর সময় ওজন কমানোর জন্য অনেকে আবার তাঁদের বর্ম খুলেও ফেলতেন।