|
|
|
|
|
|
তিনি বলেন
|
এর যে কী সমাধান,
আমরাও তা জানি না। |
পার্থ প্রধান |
প্রসঙ্গ ন্যাশনালে রিকশা-রাজ |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
পুলকরঞ্জন দেব |
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৬ ও ৯।
শুভ দিন: সোম, মঙ্গল ও শুক্র।
শুভ রং: সাদা, লাল ও সবুজ।
শুভ রত্ন: রক্তপ্রবাল, মুক্তো, পীত পোখরাজ, টোপাজ ও চুনি।
স্বাস্থ্য মোটামুটি ভালই থাকবে। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতায় জয় ও কূটনৈতিক সাফল্য। নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। কর্মসূত্রে দূর ভ্রমণ হতে পারে। ব্যবসায় অগ্রগতি অব্যাহত থাকবে। তবে, ঋণ নেওয়া থেকে বিরত থাকাই শ্রেয়। শেয়ারে লগ্নি থেকে ক্ষতির আশঙ্কা। ধার দেওয়া টাকা ফেরত পাবেন না। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। প্রিয়জনের পেশাগত সাফল্য ও কর্মপ্রাপ্তির উজ্জ্বল সম্ভাবনা। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
নেহরুর প্রস্তাব
জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনীর জোয়ানেরা রবিবার বড়বাজার পোস্ট অফিসের সামনে স্তুপীকৃত আবর্জনা সরাইতেছিলেন। অকস্মাৎ তাঁহারা দেখেন, প্রধানমন্ত্রী শ্রীনেহরু দাঁড়াইয়া নিবিষ্ট মনে কাজ দেখিতেছেন। তারপর মুখ্যমন্ত্রী শ্রীপ্রফুল্লচন্দ্র সেনকে জিজ্ঞাসা করেন, ‘‘যন্ত্রের সাহায্যে জঞ্জাল সরানো যায় না?” শ্রীসেন জবাব দেন, “সি এম পি ও-কে প্রকল্প রচনা করতে বলেছি।” পুর-কমিশনার এস বি রায় জানান, একটি কোম্পানী আবর্জনা বহনের সুবিধার্থে ট্রলার বানাইয়াছেন। উহা পরীক্ষা করিয়া দেখা হইতেছে।
— আনন্দবাজার পত্রিকা, ৩০ জুলাই ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|