রক্তসঙ্কট দেখা দিয়েছে আসানসোল মহকুমা হাসপাতালে। হাসপাতাল সুপার নিখিলচন্দ্র দাস জানান, প্রতিদিন গড়ে ৪০ বোতল রক্ত দরকার হয়। কিন্তু সেই অনুপাতে ব্লাড ব্যঙ্কে রক্ত আসছে না। তাঁর দাবি, “গত মার্চ থেকে শহরে সে ভাবে রক্তদান শিবির আয়োজিত হচ্ছে না। ফলে ব্লাড ব্যাঙ্কের চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না।” তিনি বলেন, “বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলকে রক্তদান শিবিরের আয়োজন করতে বলা হয়েছে।”
রক্তদান আন্দোলনের সঙ্গে জড়িত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার প্রদীপ ধর দাবি করেন, এমনিতেই গ্রীষ্ম ও বর্ষা এই চার মাস বিশেষ শিবির আয়োজন সম্ভব হয় না। কারণ এই সময় পর্যাপ্ত রক্তদাতা পাওয়া যায় না। একই সঙ্গে গত প্রায় ১১ মাস ধরে আসানসোল মহকুমায় রক্তদাতা পিছু সরকারি আর্থিক অনুদান মিলছে না। ফলে শিবিরের আয়োজক সংস্থাগুলি উৎসাহ হারাচ্ছে। অনেকের মতে, সম্প্রতি আসানসোলে দু’টি ক্লাবের পক্ষ থেকে দু’টি বড় মাপের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে সংগৃহীত রক্তের পুরোটা আসানসোল মহকুমা হাসপাতালে রাখা যায়নি। তা অন্য জেলায় পাঠিয়ে দেওয়া হয়। ফলে মাস দুই আগে আয়োজিত ওই শিবিরগুলিতে আসানসোলের যে সব বাসিন্দা রক্ত দিয়েছিলেন, তাঁরা আর রক্ত দিতে চাইছেন না। এই অবস্থায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অভিমত, বছরে দু’এক বার বড় মাপের শিবির আয়োজন না সারা বছর ছোট ছোট শিবির আয়োজন করে প্রয়োজন মাফিক অল্প পরিমাণ রক্ত সংগ্রহ করা হলে এ ধরনের সঙ্কট কাটানো সম্ভব।
|
দিন কয়েক ধরেই ডায়েরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে আরামবাগের হরাদিত্য গ্রামে। শনিবার তা আরও ছড়ায়। এক মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই পাড়ায় আক্রান্তের সংখ্যা প্রায় ২৫-৩০ জন। এলাকায় চিকিৎসক দল, স্বাস্থ্যকর্মীরা নজরদারি চালাচ্ছেন। আরামবাগের ব্লক স্বাস্থ্য আধিকারিক অমিত দাস জানান, পাড়ায় নানা কারণে অস্বাস্থ্যকর পরিবেশ। এলাকার পুকুর-নালাগুলিকে ব্লিচিং ছড়িয়ে দূষণমুক্ত করার চেষ্টা হচ্ছে। পানীয় জলের কলগুলিকে দূষণমুক্ত করতে বলা হয়েছে পঞ্চায়েতকে। তিনি বলেন, “আতঙ্কের কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে।”
|
মেদিনীপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন পুরপ্রধান প্রণব বসু। উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি শক্তিপদ দাস অধিকারী প্রমুখ। ৮৫ জন রক্ত দেন। মেদিনীপুর মেডিক্যালে এখন রক্তের সঙ্কট চলছে। পরিস্থিতি দেখেই তাঁদের এই উদ্যোগ বলে জানিয়েছেন যুব তৃণমূলের ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি অনাথবন্ধু সামন্ত। শিবিরের এ বারই প্রথম বর্ষ। এ বার থেকে প্রতি বছর শিবির হবে জানান উদ্যোক্তারা। খড়্গপুর রেল ওয়ার্ক শপেও সম্প্রতি রক্তদান শিবির হল। ৭০ জন রক্তদান করেন। উপস্থিত ছিলেন সুকুমার মহান্তি, এস এ নাজমি, ইএল রাও, পরিতোষ দাস।
|
মেদিনীপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ড বিজ্ঞান সভার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির হল শনিবার। পাটনা বাজার প্রামানিক মাঠে সারাদিন ব্যাপী এই শিবিরে তিনশোর বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ছিলেন চিকিৎসক এম এম দাস, বি বি মণ্ডল, এ কে ঘোষ, এস এস দাস ও এম ঘোষ। আয়োজকদের পক্ষে বাবুলাল শাসমল জানান, বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। সংস্থার বিশেষ সভাও হয়েছে শনিবার।
|
ডায়েরিয়া আক্রান্ত এক মহিলার মৃত্যু হয়েছে। আক্রান্ত গ্রামের প্রায় ৩০ জন বাসিন্দা। বাঁকুড়া সদর থানার কুমিদ্যা গ্রামের ঘটনা। বৃহস্পতিবার থেকে গ্রামে ডায়েরিয়া ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারই আক্রান্তদের মধ্যে ৫ জনকে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করানো হয়। পরে আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার সেখানেই প্রায় ৪৫ বছরের এক মহিলার মৃত্যু হয়।
|
পুলিশের উদ্যোগে একটি স্বাস্থ্যশিবির হয়ে গেল রানিবাঁধে। শনিবার রানিবাঁধ থানার গাড়রা প্রাথমিক স্কুলে এই শিবিরে প্রায় ২০০ জনের স্বাস্থ্যপরীক্ষা হয়েছে। পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন রানিবাঁধ থানার আইসি মহম্মদ আজম আলি-সহ আরও অনেকে। |