টুকরো খবর
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জখম ১২ জন
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ বাধল গড়বেতায়। জখম হলেন দু’পক্ষের অন্তত ১২ জন। ৫ জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলমালের জন্য দু’পক্ষই পরস্পরকে দুষছে। পুলিশ জানিয়েছে, এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। গত কয়েক দিন ধরেই চাপা উত্তেজনা রয়েছে খড়কুশমা, আউশবাঁধি ও আশপাশের এলাকায়। ক্ষমতা দখলের জন্য তৃণমূলের দু’টি গোষ্ঠীর বিবাদের জেরেই এই গোলমাল। এক দিকে রয়েছেন তৃণমূলের গড়বেতা ব্লকের আহ্বায়ক দিলীপ পালের অনুগামীরা। অন্য দিকে, স্থানীয় তৃণমূল নেতা অসীম সিংহের অনুগামীরা। শনিবার সকালে ঘরছাড়া কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক বাড়ি ফেরেন। দিলীপ-অনুগামী বলে পরিচিত এই কর্মী-সমর্থকেরা ফিরতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। অসীম-অনুগামীরা মিছিল করে এসে ‘হামলা’ চালায় বলে অভিযোগ। তার জেরেই সংঘর্ষ বাধে। দু’পক্ষের অন্তত ১২ জন জখম হন। রাতে আরকবিল্লা মন্ডল, আয়সা বিবি-সহ ৫ জনকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। দিলীপবাবু অবশ্য বলেন, “সিপিএম কর্মীদের নিয়ে কেউ কেউ এলাকায় নতুন করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে।” অসীম সিংহের পাল্টা বক্তব্য, “যাঁরা প্রকৃত তৃণমূল করেন, এখন তাঁদেরই ঘর ছেড়ে থাকতে হচ্ছে। কেউ কেউ সিপিএমের সঙ্গে যোগসাজশ করে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে।” রবিবার দিনভর এলাকায় চাপা উত্তেজনা ছিল। তবে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঠিক কী জন্য এই গোলমাল, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব।

দুর্ঘটনার জেরে পথ অবরোধ
তেল ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে বেলদা থানার শ্যামপুরা ৬০ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তারাপদ দে (৩২)। তিনি এ দিন বাখরাবাদ থেকে সাইকেলে বেলদা আসছিলেন। ওড়িশাগামী তেল ট্যাঙ্কারটি পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর পরই স্থানীয় বাসিন্দারা গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন। দীর্ঘক্ষণ অবরোধের ফলে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। সন্ধ্যায় খড়্গপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে অবরোধ তোলেন।

কৃতী সংবর্ধনা
মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে কৃতীদের সংবর্ধিত করল খড়্গপুর প্রেস ক্লাব। রবিবার পুরসভার সভাগৃহে এই অনুষ্ঠানে ছিলেন মহকুমাশাসক সুদত্ত চৌধুরী, পুরপ্রধান জহরলাল পাল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শহরের কৃতী তিন জনকে সংবর্ধিত করা হয়। প্রেস ক্লাব আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় সফল ৩ জনকেও পুরস্কৃত করা হয়। উৎসাহ দিতেই এই উদ্যোগ বলে জানান খড়্গপুর প্রেস ক্লাবের সম্পাদক সৈকত সাঁতরা।

স্কুলে জয়ী বামেরা
তাঁতিগেড়িয়া টাউন কলোনি হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতলেন বাম সমর্থিতরা। রবিবার ছিল ভোট। কংগ্রেস-তৃণমূল জোট করে লড়লেও ৬টি আসনেই বড় ব্যবধানে জেতেন বাম প্রার্থীরা। সিপিএম মেদিনীপুর জোনাল কমিটির সম্পাদক কীর্তি দে বক্সী বলেন, “আমাদের কাছে প্রতিটি নির্বাচনই গুরুত্বপূর্ণ।” বামফ্রন্টের পক্ষ থেকে অভিভাবকদের অভিনন্দনও জানান তিনি। তৃণমূলের মেদিনীপুর শহর সভাপতি সুকুমার পড়্যা বলেন, “পরাজয়ের বিষয়টি দলীয় স্তরে আলোচনা করা হবে।”

উত্তম স্মরণে
উত্তমকুমারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হল চন্দ্রকোনা শহরে। সম্প্রতি স্থানীয় বেকার সমিতির উদ্যোগে টাউন হলে উত্তম কুমার অভিনীত ছবি প্রদর্শিত হয়। তাঁর অভিনীত একাধিক ছবির গান ও নৃত্য-আলোচনারও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় সিআই সীতারাম বন্দ্যোপাধ্যায়, বিডিও সৈকত হাজরা প্রমুখ।

ধৃত সিপিএম নেতা
শালবনিতে এক সিপিএম নেতাকে ধরল পুলিশ। ধৃত সুধীর মাহাতর বাড়ি ভীমপুরের পিড়রাকুলিতে। তিনি দুটি খুনে অভিযুক্ত। দীর্ঘদিন তিনি এলাকাছাড়া ছিলেন। রবিবার তাঁকে গ্রেফতার করা হয়। আজ, সোমবার মেদিনীপুর আদালতে তোলা হবে।

শহরে মিছিল
রবিবার দুপুরে ৩১ জুলাইয়ের পরিবহণ ধর্মঘট স্থগিত রাখার কথায় জানান সিটু নেতৃত্ব। তার আগেই অবশ্য ধর্মঘটের বিরোধিতা করে মেদিনীপুর শহরে মিছিল করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত বাস পরিবহণ শ্রমিক ইউনিয়ন। এ দিন সকালে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া মিছিল এলআইসি মোড়-সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। ছিলেন আইএনটিটিইউসির জেলা নেতা স্বাধীন দাস।

কোথায় কী


স্মরণে কবি। প্রয়াত কবি বীতশোক ভট্টাচার্যের স্মরণ-অনুষ্ঠান।
মেদিনীপুরের ফিল্ম সোসাইটি প্রেক্ষাগৃহে। সন্ধ্যা ৬টা।

বিজ্ঞান গ্রন্থাগার। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে আচার্য প্রফুল্লচন্দ্র রায়
বিজ্ঞান-গ্রন্থাগারের সূচনা। বার্জটাউনে বিজ্ঞান মঞ্চের কার্যালয়ে। বিকেল ৪টে।



পুরস্কার ও সাহায্য। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে আয়োজিত ব্লক-ভিত্তিক মেধা
অভীক্ষা—২০১১’র সফলদের পুরস্কার বিতরণ এবং দুঃস্থ ছাত্রছাত্রীদের অর্থ-সাহায্য।
মেদিনীপুরের প্রদ্যোত স্মৃতি-সদনে সকাল ৯টায়।

আলোচনা। সম্প্রতি তালবাগিচায় ‘পশ্চিমবঙ্গ সেভ এডুকেশনে’র খড়্গপুর শাখার উদ্যোগে শিক্ষার
অধিকার নিয়ে আলোচনাসভা হল। বক্তারা রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.