টুকরো খবর |
মেয়ের জন্মদিনের বাজার করতে বেরিয়ে বাবা খুন
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
মেয়ের জন্ম দিনের কেনাকাটা করতে বাজারে বেরিয়ে কাল রাতে রাঁচি শহরের ডোরান্ডা এলাকায় আততায়ীর গুলিতে নিহত হয়েছেন এক যুবক। পুলিশ জানিয়েছে, নিহতের নাম সোহন প্রসাদ (৪২)। তিনি ঝাড়খন্ড হাইকোর্টের রেকর্ড সেকশনের কর্মী ছিলেন। থাকতেন ডোরান্ডা হাইকোর্ট স্টাফ কলোনিতে। এই হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভও ছড়ায়। পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় হাইকোর্ট থেকে এক বন্ধুর সঙ্গে ডোরান্ডার হাইকোর্ট স্টাফ কলোনির বাসায় ফেরেন সোহনবাবু। ঘরে ফেরার খানিক পরে মেয়ের জন্ম দিনের কেনাকাটা করতে বাড়ি থেকে বের হন। ডোরান্ডা বাজারে যাওয়ার পথে আততায়ীরা খুব কাছ থেকে তাঁর বুকে গুলি করে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই মারা যান তিনি। রাঁচির পুলিশ সুপার (শহর) ভি শুক্ল জানিয়েছেন, হত্যাকাণ্ডে কিছু সূত্র মিলেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জেরা করা চলছে।
|
মাঝারি ভূকম্প উত্তর-পূর্ব জুড়ে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
উত্তর-পূর্ব ভারতের একটা বড় অংশ জুড়ে আজ ভূকম্পন অনুভূত হয়। অসম, মেঘালয়-সহ কয়েকটি রাজ্য আজ কেঁপে ওঠে সকাল ৭টা ৫১ মিনিটে। তবে কোনও ক্ষয়ক্ষতি, প্রাণহানির খবর মেলেনি। সিসমোলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, কম্পনের কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী দেশ মায়নমারের ৭০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের পরিমাণ ছিল ৬ একক। আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, কম্পনের মাত্রা ছিল ‘মাঝারি’ মানের। তবে ইটানগর, গুয়াহাটি, আগরতলা, কোহিমা, ইম্ফল-সহ উত্তর-পূর্বের প্রায় সমস্ত শহরেই কম্পন অনুভূত হয়। অসমে কম্পন ছিল কিছুটা মৃদু। রিখটার স্কেলে কম্পনের পরিমাণ ছিল ৪.৭। মণিপুরে কম্পন অনুভূত হয় কিছুটা দেরিতে। সকাল ৮টা ৫২ মিনিটে এখানে কম্পন হয়। এখানেও কম্পন ছিল মৃদু।
|
জঙ্গি ঢোকাতেই সুড়ঙ্গ জম্মুতে, জানাল বিএসএফ
সংবাদসংস্থা • জম্মু |
জঙ্গি অনুপ্রবেশ ঘটাতেই পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে জম্মু পর্যন্ত সুড়ঙ্গ কাটা হয়েছে। আজ এ কথা জানিয়েছেন বিএসএফের ডিআইজি এন এস জামওয়াল। অনুপ্রবেশ ঘটানোর এ এক নতুন পদ্ধতি বলে মনে করেন তিনি। জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে বৃষ্টির ফলে কয়েকটি জায়গায় মাটি বসে যায়। তখনই সুড়ঙ্গের অস্তিত্ব জানতে পারেন চাচওয়াল গ্রামের এক বাসিন্দা। খবর পেয়ে কাল পুরো এলাকা ঘিরে ফেলে বিএসএফ। তার পরে শুরু হয় সুড়ঙ্গের উৎস খোঁজার কাজ। পাকিস্তানে ঠিক কোথায় এই সুড়ঙ্গের উৎস তা এখনও জানা যায়নি। আজ সুড়ঙ্গে নামেন বিএসএফের ডিআইজি জে এস ওবেরয় ও জামওয়াল। জামওয়ালের বক্তব্য, সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে জঙ্গিরা আর জম্মু-কাশ্মীরে ঢুকতে পারছে না। তাই এই নতুন পথের কথা ভাবতে বাধ্য হয়েছে পাকিস্তান। তিনি জানিয়েছেন, ওই সুড়ঙ্গে অক্সিজেন নিয়ে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। রীতিমতো পেশাদাররাই সুড়ঙ্গটি কেটেছেন। কাল দিল্লি থেকে অফিসারদের একটি দল সুড়ঙ্গটি পরীক্ষা করতে আসছে। সাম্বা পুলিশের সিনিয়র সুপার ইশরার খানের কথায়, “অনুপ্রবেশ করতে না পেরে পাকিস্তানকে চাপ দিচ্ছে জঙ্গিরা। এই সুড়ঙ্গ তারই ফল।”
|
উত্তরপ্রদেশে জমি অধিগ্রহণ বাতিল সুপ্রিম কোর্টের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দেরাদুনে দু’টি বাণিজ্যিক সংস্থার জমি ১৯৮৬ সালে অধিগ্রহণ করেছিল উত্তরপ্রদেশ সরকার। সেই অধিগ্রহণকে আজ ‘অবৈধ’ বলে রায় দিল সুপ্রিম কোর্ট। ওই জমি ‘বিশেষ প্রয়োজনে’ অধিগ্রহণ করা হয়েছিল বলে জানিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। বিচারপতি জি এস সিঙ্ঘভি এবং এফ এম ইব্রাহিম কালিফুল্লর বেঞ্চ আজ জানায়, সরকার এমন কোনও নথি পেশ করতে পারেনি যাতে ওই ‘বিশেষ প্রয়োজন’-এর দাবির বৈধতা প্রমাণ হয়। সেই জন্য ওই অধিগ্রহণ প্রক্রিয়া ‘অবৈধ’ বলে ঘোষণা করা হল। ১৯৮৬-র নভেম্বরে ওই অধিগ্রহণের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল সংশ্লিষ্ট দু’টি সংস্থা। ইলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশ সরকারের পক্ষে রায় দিলেও আজ সুপ্রিম কোর্ট তা বাতিল করে দিল।
|
যুবতী নিগ্রহে অভিযুক্ত আরও এক সাংবাদিক
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
প্রকাশ্য রাজপথে তরুণী নিগ্রহের ঘটনায় আরও এক সাংবাদিকের দিকে অভিযোগের আঙুল উঠল। গুয়াহাটির জিএস রোডে ওই কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই এক সাংবাদিক জেলে রয়েছেন। ইস্তফা দিতে হয়েছে সংশ্লিষ্ট চ্যানেলের প্রধান সম্পাদককে। সমতা সৈনিক দল, সদৌ অসম শ্রমিক কৃষক কল্যাণ পরিষদ ও অসম গণ মঞ্চ নামে তিনটি সংগঠন আজ প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে। তাদের দাবি, ঘটনায় আরও এক সাংবাদিকও যুক্ত ছিলেন। তিনিও ওই তরুণীকে ক্যামেরার সামনে আনার চেষ্টা করছিলেন। সুতরাং এক সাংবাদিকের শাস্তি হলে, অন্য জনের হবে না কেন? ওই সাংবাদিক জড়িত থাকার সিডি ডিজিকে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে তিন সংগঠনের তরফে। সাংবাদিক বৈঠক চলাকালীনই সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বাদানুবাদ শুরু হয় সাংবাদিকদের।
|
হেডলিকে দাউদ খান নামে চিনত হামজা
সংবাদসংস্থা • মুম্বই |
লস্কর-ই-তইবার প্রশিক্ষণের সময় ডেভিড হেডলির সঙ্গে পরিচয় হয়েছিল বলে জানাল ধৃত জঙ্গি আবু হামজা। হেডলির মতামত লস্করের পদস্থ আধিকারিকরা গুরুত্ব দিত বলে জেরায় জানিয়েছে হামজা। তদন্তকারী এক অফিসার জানিয়েছেন, পরিচয়ের সময় হেডলিকে দাউদ খান নামে চিনত হামজা। হেডলি ধরা পড়ার পর খবরের কাগজ দেখে সে তার আসল পরিচয় জানে। এর পর হেডলি সম্পর্কে আরও খোঁজখবর করে হামজা জানতে পারে হেডলির আসল নাম দাউদ গিলানি। নজরদারি এবং সন্দেহ এড়াতে হেডলি পশ্চিমী নাগরিকদের মতো নাম নিয়েছিল বলে জানিয়েছে হামজা।
|
মাদক-সহ গ্রেফতার ২
সংবাদসংস্থা • মোতিহারি |
দুই ব্যক্তিকে ২৪ কিলো মাদক-সহ গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট খবর পাওয়ার পরই পূর্ব চম্পারণ জেলার পালনাওয়া এলাকায় বাইক থামিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। সেখান থেকেই ধর্মেন্দ্রকুমার সিংহ ও রাজীব রঞ্জন ওরফে ঝুনঝুন নামে দুই বাইক আরোহীকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৪৯টি প্যাকেটে ২৪ কিলো মাদক পাওয়া গিয়েছে। এই মাদকের আনুমানিক দাম ৭৫ হাজার টাকা।
|
গ্রেফতার পাঁচ মাওবাদী জঙ্গি
সংবাদসংস্থা • গয়া |
পাঁচ মাওবাদীকে জেহনাবাদ জেলা থেকে গ্রেফতার করল পুলিশ। জেলার পুলিশ সুপার বাবু রাম জানিয়েছেন, গতকাল রাতে ফাঁদ পেতে গ্রেফতার করা হয় কুন্দন শর্মা ওরফে প্রদ্যুম্ন সিংহ নামে এক মাওবাদীকে। তাকে জেরা করেই হুলাসগঞ্জ থানা এলাকায় গা ঢাকা দিয়ে থাকা আরও চার মাওবাদীর খোঁজ পাওয়া যায়। আজ তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে দু’টি পিস্তল, দু’টি কার্তুজ, চারটি মোবাইল ফোন ও ৬৯ হাজার টাকা মিলেছে।
|
এনএসসিএন নেতা ধৃত
সংবাদসংস্থা • ইটানগর |
এনএসসিএন (আইএম) জঙ্গি গোষ্ঠীর এক শীর্ষ নেতা ধরা পড়ল অসম রাইফেলসের জওয়ানদের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিরাপ জেলার খোনসা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। সেখান থেকেই শুক্রবার গ্রেফতার করা হয়েছে ওয়াঙপান মোফুক ওরফে সিনা মোফুক নামের জঙ্গি নেতাকে। তার কাছ থেকে প্রচুর টাকা পাওয়া গিয়েছে। এ সবই মুক্তিপণের টাকা বলে মনে করা হচ্ছে।
|
জঙ্গিদের গুলিতে নিহত গ্রামবাসী
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
সিমডেগার বানো এলাকায় আজ সকালে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে এক গ্রামবাসীর। পুলিশ জানিয়েছে, ওই গ্রামবাসী জমিতে চাষের কাজ করছিলেন। জঙ্গিরা চড়াও হয়ে গুলি চালাতে থাকে। গুলিবিদ্ধ হয়ে চাষের ক্ষেতেই মারা যান তিনি। রাজ্য পুলিশের প্রধান মুখপাত্র সত্যনারায়ণ প্রধান জানিয়েছেন, বানো এলাকায় একটি জমিতে চাষের কাজ চলার সময় পিএলএফআইয়ের জঙ্গিরা চড়াও হয়ে গুলি চালাতে থাকে।
|
বিচারক সাসপেন্ড
সংবাদসংস্থা • ভাগলপুর |
কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হল ভাগলপুরের অতিরিক্ত দায়রা বিচারক রাধেশ্যাম শর্মাকে। ভাগলপুর আদালতের রেজিস্টার মহম্মদ সাহাব কৌশর জানিয়েছেন, গতকালই এ ব্যাপারে ফ্যাক্স পাঠিয়ে দিয়েছে পটনা হাইকোর্ট। ৩১ জুলাই অবসর নেওয়ার কথা শর্মার।
|
বেআইনি মদ, ধৃত ৬
সংবাদসংস্থা • হাজারিবাগ |
বেআইনি মদ বিক্রির অভিযোগে ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ৮০ হাজার পাউচ বেআইনি মদ উদ্ধার করা হয়েছে। বেআইনি মদ ব্যবসা রুখতে হাজারিবাগে তল্লাশি চালায় পুলিশ। |
|