আপনার আজকের দিনটি |
|
 |
মেষ: প্রতীক্ষিত পদোন্নতির বিষয় সুখবর পেতে পারেন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি নিয়ে স্বজনবিরোধ। ভ্রমণের পরিকল্পনায় হঠাৎ বাধা। |
|
 |
 |
বৃষ: কর্মক্ষেত্রে কোনও সমস্যা মিটিয়ে প্রশংসা পেতে পারেন। স্বজনের পাশে দাঁড়াতে পেরে মানসিক শান্তি। আধ্যাত্মিক উন্নতির জন্য তীর্থভ্রমণের পরিকল্পনা। |
|
 |
 |
মিথুন: বৈদেশিক বাণিজ্যে লাভ। সন্তানের মতিগতি চিন্তার কারণ হতে পারে। বিষয়সম্পত্তি ক্রয়বিক্রয়ে জ্ঞাতি-পড়শির বাগড়া। |
|
 |
 |
কর্কট: ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধির শুভ যোগ। মৌলিক কৌশলে বলবান শত্রুর মোকাবিলা। প্রেমপ্রণয় ঘিরে হঠাৎ অনিশ্চয়তার মেঘ। |
|
 |
 |
সিংহ: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সূত্রে নামী সংস্থায় সুযোগ পেতে পারেন। বহু ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস। সংক্রমণজনিত অসুখে কাজে বাধা। |
|
 |
 |
কন্যা: বিবিধ উপায়ে অর্থাগম ও সাংসারিক উন্নতি। সন্তানের বিরূপ আচরণের জন্য প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা। আইনজ্ঞ ও শল্যচিকিৎসকের পক্ষে শুভ দিন। |
|
 |
 |
তুলা: কর্মে প্রতিকূল পরিবেশেও কৃতিত্ব দেখিয়ে প্রশংসা পেতে পারেন। ঋণশোধের পরিকল্পনায় হঠাৎ বাধা। শত্রুবিনাশে স্বস্তি। |
|
 |
 |
বৃশ্চিক: কর্মক্ষেত্রের গোলযোগ নিয়ে উদ্বেগের অবসান। ছেলে বা মেয়ের বিয়ে নিয়ে আলাপ-আলোচনা শুরু হতে পারে। বাতজ বেদনায় শারীরিক কষ্ট বাড়বে। |
|
 |
 |
ধনু: বৃত্তিগত পরিকল্পনার সাফল্য ও কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। নতুন সম্পত্তি কেনার ক্ষেত্রে গুরুজনের সঙ্গে মতানৈক্য ও বিবাদ। সঙ্গীতশিল্পীদের পক্ষে শুভ সময়। |
|
 |
 |
মকর: কর্তাব্যক্তির আনুকূল্যে কর্মক্ষেত্রে সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা। আইনি জটিলতায় সম্পত্তি ক্রয়ে ব্যাঘাত। শেয়ার বা ফাটকায় প্রাপ্তিযোগ। |
|
 |
 |
কুম্ভ: যুক্তিপূর্ণ বক্তৃতায় প্রভাবিত করে বিরুদ্ধবাদীদের অনুকূলে আনতে পারেন। মামলা থেকে দূরে থাকাই সমীচীন। সাধু ব্যক্তির সান্নিধ্যে শান্তির হদিস। |
|
 |
 |
মীন: স্বনির্ভর জীবিকার জন্য ব্যাঙ্কঋণের চেষ্টা। বন্ধুবেশী কুচক্রীর চালে দাম্পত্য জীবনে অশান্তি। বায়ুবিকার ও উদরপীড়ায় ভোগান্তি। |
|
|