পুজোর নির্ঘণ্টের মতো রোজা ভাঙার নির্ঘণ্টও সংখ্যালঘুদের মধ্যে বিলি করা শুরু করল তৃণমূল। চলতি রমজান মাসের কোন দিনে কখন রোজা ভাঙার সময় বা ইফতার, তার সময়-তালিকা ছাপানো কার্ড দলের বিধায়কদের দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘রমযানুল মুবারক’ নামে আকাশি নীল ওই কার্ডে ইফতারের সময়-সারণীর একপাশে মমতা লিখেছেন, ‘পবিত্র রমজানে মা, ভাই, বোনেদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা’। অন্য পাশে রয়েছে গত ১৩ মাসে রাজ্য সরকার সংখ্যালঘুদের জন্য যে প্রকল্প বা সিদ্ধান্ত নিয়েছে, তার তালিকা। দলের বিধায়ক-পিছু এক হাজার করে এমন কার্ড বিলি করা হচ্ছে বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়ের দফতর থেকে। |
নিজের নিজের এলাকায় সংখ্যালঘু মানুষের কাছে ওই কার্ড বিতরণ করতে বলা হয়েছে বিধায়কদের। তাঁর দল এবং সরকার যে সংখ্যালঘুদের পাশে রয়েছে, সেই ‘বার্তা’ পৌঁছে দিতেই এমন কার্ড বিলি বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। বিশেষত, পঞ্চায়েত নির্বাচনের আগে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার সংখ্যালঘু অধ্যুষিত এলাকার এক বিধায়ক কার্ড হাতে পেয়ে বলছিলেন, “ইফতারের সময় জানাতে এলাকায় বোমা ফাটানো হয় দেখেছি। এই কার্ডগুলো পেলে মানুষের সুবিধা হবে। সঙ্গে দিদি মানুষের জন্য যা-যা করছেন, তা-ও একঝলকে জানতে পারবেন তাঁরা।” |