২০১২ অলিম্পিকে শুরুটা তেমন ভাল হল না ভারতের। ক্রিকেটের মক্কা লর্ডসে তির-ধনুক হাতে হতাশ করলেন বঙ্গসন্তান রাহুল বন্দ্যোপাধ্যায়। পরে খানিকটা মুখরক্ষা করলেন দীপিকা কুমারী। কিন্তু তাতেও শনিবার পদকের আশা যথেষ্ট কঠিন দেখাচ্ছে।
শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের ঘণ্টা কয়েক আগেই ভারতীয়দের ইভেন্ট শুরু হয়ে যায়। এবং সেই তিরন্দাজির দলগত ইভেন্টের যোগ্যতা অর্জন রাউন্ডে রাহুল বন্দ্যোপাধ্যায় তরুণদীপ রাই, জয়ন্ত তালুকদার ত্রয়ীর ভারত ১২ দেশের মধ্যে ১২তম স্থান পেল। ব্যক্তিগত ভাবে তিন জনের পারফরম্যান্সও মোটেও আশাপ্রদ নয়। তরুণদীপ তিন জনের মধ্যে সবচেয়ে ভাল করেছেন। ৩১তম স্থানে শেষ করে। বঙ্গসন্তান রাহুল ৪৬ নম্বরে কোয়ালিফাইং রাউন্ড শেষ করেন। জয়ন্ত আরও পিছনে। ৫৩ নম্বর। এক নম্বর দক্ষিণ কোরিয়ার নতুন বিশ্বরেকর্ড ২০৮৭ পয়েন্টের পাশে ভারতীয় দলের মোট পয়েন্ট ১৯৬৯। ৭২ শটে তরুণদীপ স্কোর করেন ৬৬৪। রাহুল ৬৫৫। জয়ন্ত ৬৫০। ব্যক্তিগত পারফরম্যান্সে দক্ষিণ কোরিয়ার কার্যত দৃষ্টিহীন তিরন্দাজ ডং হাইউন ৭২০-র মধ্যে ৬৯৯ পয়েন্ট তুলে লন্ডন গেমসের প্রথম বিশ্বরেকর্ড গড়ার মালিক হওয়ার গৌরব পান। কোনওক্রমে ফাইনালে উঠলেও কোয়ালিফাইংয়ে সবার শেষে শেষ করায় শনিবার ভারতীয়রা প্রি-কোয়ার্টার ফাইনালেই কঠিন প্রতিপক্ষের সামনে পড়বেন। রাহুলদের নক আউটে প্রথম প্রতিপক্ষ জাপান। যারা ২০০৯ পয়েন্ট স্কোর করে পঞ্চম স্থানে শেষ করে এ দিন। পদকের লড়াইয়ে ঢোকার জন্য ভারতকে অন্তত সেমিফাইনালে উঠতে হবে। রাহুলদের এ দিনের পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে যার সম্ভাবনা এখন প্রায় অস্তমিত। |
বরং কিছু পরে মেয়েদের দলগত ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে ভারত তবু খানিকটা ভাল ফল করে। নিজের ক্যাটেগরিতে বিশ্বের এক নম্বর তিরন্দাজ দীপিকা কুমারীর সৌজন্যে। দীপিকা গোড়ার দিকে অনেকটা পিছিয়ে থাকলেও ধীরে ধীরে উঠে শেষ পর্যন্ত অষ্টম স্থানে শেষ করেন। তাঁর মোট পয়েন্ট ৬৬২। ভারতীয় মহিলা দলও অন্তত প্রথম দশের মধ্যে জায়গা করে নেয়। মোট ১৯৩৮ পয়েন্ট করে নবম স্থান পেয়ে। যার সুবাদে শনিবার লর্ডসের সবুজ জমিতে দীপিকারা প্রি-কোয়ার্টারে ডেনমার্কের মতো অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষকে পাচ্ছেন। তবে এক ধাপ এগোলেই কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাইংয়ের এক নম্বর দল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লড়তে হবে ভারতীয় মেয়েদের।
ব্যক্তিগত ইভেন্টে গোটা দেশ পদকের জন্য যাঁর দিকে তাকিয়ে সেই দীপিকা নক আউটে শুরু করবেন গ্রেট ব্রিটেনের অ্যামি অলিভারের বিরুদ্ধে। বোম্বাইলা-র (এ দিন ২২ নম্বর হয়েছেন ৬৫০ পয়েন্ট করে) লড়াই গ্রিসের সারা-র সঙ্গে। সুয়োরো-র (৫০ নম্বর, পয়েন্ট ৬২৫) প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের জেনিফার নিকোলস।
সোজা কথা, তির-যুদ্ধে এই মুহূর্তে ভারতের সেরা বাজি দীপিকা-ই। |