|
|
|
|
বিদ্যাসাগরে সমাবর্তন হতে পারে সেপ্টেম্বরে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
২০১১ সালে সমাবর্তন অনুষ্ঠান করতে পারেননি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ, এই অনুষ্ঠানেই ছাত্রছাত্রীদের ডিগ্রি প্রদান করা হয়। সাধারণত, প্রতি বছর এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান হত। উপযুক্ত সভাগৃহের অভাবে গত বার সমাবর্তন অনুষ্ঠান করা যায়নি বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাখ্যা। এ বছর অবশ্য ফের সমাবর্তনের তোড়জোড় শুরু হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কোর্ট-কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এ বার থেকে প্রতি বছর ২৬ সেপ্টেম্বর অর্থাৎ বিদ্যাসাগরের জন্মদিনেই সমাবর্তন অনুষ্ঠান হবে। সেই মতো প্রস্তাব পাঠানো হয়েছে আচার্য তথা রাজ্যপালের কাছে। উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “কোর্ট-কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সেই মতো আচার্যের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। উনি অনুমতি দিলে ২৬ সেপ্টেম্বরই সমাবর্তন অনুষ্ঠান হবে।” গত বছর সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের কোর্ট ও কাউন্সিলের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কোর্টের অনুমোদন ছাড়া ডিগ্রি প্রদান করা যায় না। বিশ্ববিদ্যালয়ে কোর্টের সদস্য সংখ্যা ৬৬ জন। এর মধ্যে ৫৬ জনই মনোনীত প্রতিনিধি। আর নির্বাচিত প্রতিনিধি থাকেন ১০ জন। এক্সিকিউটিভ কাউন্সিলে সদস্য সংখ্যা ৩১ জন। এর মধ্যে মনোনীত সদস্য ১৭ জন। আর ১৪ জন নির্বচিত হন। দু’টি ক্ষেত্রেই মনোনীত প্রতিনিধির সংখ্যা ৫০ শতাংশেরও বেশি। চলতি বছর মনোনীত প্রতিনিধি নিয়ে কোর্ট ও এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম চালানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এ বার উপযুক্ত সভাগৃহেরও অভাব নেই। আচার্যের অনুমতি মিললেই সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হবে। গত বছর যাঁদের আনুষ্ঠানিক ভাবে ডিগ্রি দেওয়া সম্ভব হয়নি, এ বার তাঁদেরও দেওয়া হবে। |
|
|
|
|
|