কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২০১২-র বিএ, বিএসসি, বিকম পার্ট থ্রি (জেনারেল, ১+১+১ পদ্ধতি) এবং বিএ, বিএসসি, বিকম পার্ট টু (জেনারেল, ২+১ পদ্ধতি) ফল সোমবার প্রকাশ হবে। ওই দিনই ২০১১ সালের সাপ্লিমেন্টারি পরীক্ষার বিকম পার্ট ওয়ানের ফলও বের হবে। ওই দিন কলেজ স্ট্রিট ক্যাম্পাস থেকে ৩টের পরে মার্কশিট দেওয়া হবে কলেজের প্রতিনিধিদের হাতে। ওই দিন ফল জানা যাবে এই সব ওয়েবসাইটে: www.wbresults.nic.in, www.exametc.com, www.cuexam.net। এসএমএসে ফল জানতে CUUG-এর পরে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১+১+১ পদ্ধতির জন্য ১ এবং ২+১ পদ্ধতির জন্য ২ লিখে পাঠাতে হবে ৫৪২৪২ নম্বরে।
|
দশ দিনের ব্যবধানে ফের মিলল আগ্নেয়াস্ত্র। চিনার পার্কের পরে এ বার রাজারহাটের বালিগুড়ি থেকে। পুলিশ জানায়, দিন চারেক আগে প্রায় দশ কেজি গাঁজা-সহ ধরা পড়ে বালিগুড়ির বাসিন্দা সইফুল মোল্লা। তাকে জেরা করে শুক্রবার তার বাড়িতে মাটির তলা থেকে তিনটি একনলা বন্দুক, দু’টি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলি মেলে। বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার রাজীব কুমার বলেন, “ভাড়াটে খুনি হিসেবে পুলিশের খাতায় সইফুলের নাম আছে। সম্ভবত পেশাদার ভাড়াটে খুনি হওয়ায় সে নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখত।” এ দিনই বাগুইআটির নারায়ণতলা থেকে সঞ্জীব দাস নামে এক যুবক গ্রেফতার হয়েছেন। তার কাছে এক রাউন্ড গুলি ও একটি ওয়ান শটার মিলেছে।
|
পিছনে ‘চোর, চোর’ বলে তাড়া করছে জনতা। বেগতিক দেখে ‘চোর, চোর’ বলে চেঁচাতে শুরু করে দিল চোরেরাও। এবং চেঁচাতে চেঁচাতেই পগার পার! শুক্রবার রাতে ঘটনাটি ঘটে পাটুলির গ্রিন ভিউ এলাকায়। পুলিশ জানায়, সৌমিতা পাল নামে ওই এলাকার এক বাসিন্দা সন্ধ্যায় বাজারে গিয়েছিলেন। ফিরে দেখেন, সদর দরজা খোলা। ভিতরে দুই দুষ্কৃতী চুরিতে ব্যস্ত। সৌমিতাদেবীকে দেখেই তারা ছুটে বেরিয়ে যায়। সৌমিতাদেবী ও প্রতিবেশীরা পিছনে ধাওয়া করেন। কিন্তু ‘চোর, চোর’ ধুয়ো তুলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সৌমিতাদেবী পুলিশকে জানান, নগদ ১০ হাজার টাকা এবং সোনার গয়না-সহ লক্ষাধিক টাকার মূল্যবান জিনিস চুরি গিয়েছে। গৃহকর্ত্রীর বছর দুয়েকের ঠাকুরদা-ঠাকুরমার কাছে ছিল। সৌমিতাদেবীর স্বামী সম্রাট পাল সন্ধ্যায় অফিস থেকে ফিরে মেয়েকে আনতে গিয়েছিলেন। সৌমিতাদেবী কাজের মেয়েকে নিয়ে সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ গ্রিলের গেটে তালা দিয়ে বাজারে গিয়েছিলেন। ওই মহিলার কথায়, “ফিরে দেখি, গ্রিলের তালা খোলা। ঘরে আলমারি লন্ডভন্ড। সোফায় আয়েস করে বসে কার্গো প্যান্ট পরা দু’টো সিড়িঙ্গে চেহারার ছেলে ব্যাগ ঘাঁটছে। আমি চেঁচাতেই তারা লাফ দিয়ে পালায়।” সৌমিতাদেবী জানান, তাঁর চিৎকার শুনে পড়শিরাও দুষ্কৃতীদের পিছু নেন। কিন্তু লাভ হয়নি। সৌমিতাদেবী বলেন, “চোখের সামনে ওরাও ‘চোর, চোর’ বলতে বলতে গা-ঢাকা দিল!”
|
দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার দাবিতে ফের রিলে-অনশন শুরু করলেন প্রেসিডেন্সি জেলের বিচারাধীন বন্দিরা। এর মধ্যে বেশ কয়েক জন মাওবাদী ও বিদেশি বন্দিও আছেন। শুক্রবার ৩৬ জন বিচারাধীন বন্দি অনশন করেন বলে খবর। এর মধ্যে ৫ জন মাওবাদী বন্দিও আছেন। জেল সূত্রে খবর, মাস চারেক আগেও দ্রুত বিচারের দাবিতে অনশন করেন বন্দিরা। পরে রাজ্যের কারামন্ত্রীর হস্তক্ষেপে অনশন তুলে নেন তাঁরা। রাজ্যের সংশোধানাগার দফতরের এক কর্তা বলেন, “আমাদের কিছুই করার নেই। আমাদের বিরুদ্ধে ওঁদের কোনও অভিযোগ নেই। তবু বুঝিয়ে অনশন তোলার চেষ্টা চালাচ্ছি।”
|
প্রতিবেশীর মৃতদেহ দাহ করার পরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি। বুধবার রাতে, দক্ষিণ শহরতলির আক্রা শ্মশান সংলগ্ন গঙ্গার ঘাটে। পুলিশ জানায়, মৃতের নাম রাজেন দে (৪০)। বাড়ি মোল্লার গেটে। বৃহস্পতিবার রাত পর্যন্ত রাজেনবাবুর খোঁজ মেলেনি। |