রাজ্যপালের সঙ্গে বৈঠকে বাম প্রতিনিধি দল |
আজ দুপুর ১২ টা নাগাদ রাজ্যপালের সঙ্গে বৈঠক শুরু করে বাম প্রতিনিধি দল। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে রাজভবনে এই বৈঠকে যোগ দেন বামেরা। এই বৈঠকে মূলত চারটি বিষয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করবে বলে জানিয়েছে তারা— প্রথমত, অনাবৃষ্টির কারণে চাষের প্রভূত ক্ষতি সত্ত্বেও সরকারের যথাযথ ব্যবস্থা না নেওয়া। দ্বিতীয়ত, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পাশাপাশি নারী নির্যাতনের মাত্রা বৃদ্ধি। এছাড়াও অসমে হিংসার কারণে জলপাইগুড়ি শিবিরে শরণার্থীদের জন্য উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ এনেছেন তারা।
|
দুর্ঘটনার কবলে অমরনাথ যাত্রীরা, মৃত ১৬ |
গতকাল গভীর রাতে অমরনাথ থেকে ফেরার পথে খাদে পড়ে যায় যাত্রী বোঝাই ট্রাক। ঘটনাটি ঘটে জম্মু থেকে ৫০ কিলোমিটার দূরে সাম্বা জেলায়। ৩৪ জন তীর্থযাত্রী নিয়ে অমরনাথ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জন যাত্রীর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও সাত জনের। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ২ জনের চোট সামান্য হলেও বাকিদের আশঙ্কাজনক অবস্থায় জম্মু সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
আজ সকালে একদল হাতির হানায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির লক্ষ্মীবাড়ি চা বাগানে। সকাল থেকেই চা বাগানে তাণ্ডব শুরু করে ২৫টি হাতির একটি দল। ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি প্রচুর ফসলও নষ্ট করে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আতঙ্কে বন্ধ হয়ে য়ায় চা বাগানের কাজ। গ্রামবাসীরা বিট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। |