চরম অঘটন আর কাকে বলে?
অলিম্পিকের স্পেনকে ধরা হচ্ছিল, জাভি-ইনিয়েস্তাদের পরবর্তী প্রজন্ম হিসেবে। ব্রাজিলের পাশাপাশি সোনা-জয়ের দাবিদার হিসেবে ছিল আলবা-হুয়ান মাতার তরুণ স্পেনও। কিন্তু তাদেরই কি না জাপানের কাছে হারতে হল ০-১ গোলে! অলিম্পিকের একেবারে গোড়াতেই। মিশরের বিরুদ্ধে দাপটে জিততে পারল না ব্রাজিলও। প্রথমার্ধে রাফায়েল, দামিয়াও এবং নেইমারের গোলে ব্রাজিল ৩-০ এগিয়ে গেলে কী হবে, বিরতির পর ফিরে আসে মিশর। গোল করেন আাবউত্রিকা ও মহম্মদ সালাহ। ম্যাচে ব্রাজিল জেতে ৩-২। |
বৃহস্পতিবার স্পেনের বিরুদ্ধে প্রথমার্ধে ইয়ুকি ওৎসু-র গোলে এগিয়ে যায় জাপান। বাকি সময়ে মুর্হূমুহু আক্রমণ করেও যা শোধ দিতে পারেননি আলবারা। এই জয়কে যেমন এশিয়ার টিমের ইতিহাস সৃষ্টি বলে ধরা হচ্ছে, তেমনই একই সঙ্গে তুলে আনা হচ্ছে আরও এক অঘটনের ইতিহাস। ’৯৬-এর আটলান্টা অলিম্পিক। যেখানে প্রথম ম্যাচেই অবিশ্বাস্য হার হজম করতে হয় মহাশক্তিধর ব্রাজিলকে। আর ঘাতকের নাম? জাপান!
বল পজেশন থেকে শুরু করে টিমে তারকার ভিড়দু’টো ক্ষেত্রেই জাপানের চেয়ে কয়েক মাইল এগিয়ে ছিল স্পেন। ইওর্দি আলবা এবং হুয়ান মাতা, দু’জনেই স্পেনের সদ্য ইউরো-জয়ী দলে ছিলেন। বল দখলের লড়াইয়ে স্পেন এগিয়ে ছিল ৬৫-৩৫। কিন্তু একটা কর্নারেই সমস্ত অঙ্ক ওলটপালট হয়ে গেল। ৩৪ মিনিটে কর্নার থেকে গোল করে যান ওৎসু। জাপানের আরও সুবিধা হয়ে যায় স্পেনের ডিফেন্ডার ইনিগো মার্তিনেজ লাল কার্ড দেখায়। দক্ষিণ কোরিয়া আবার মেক্সিকোর বিরুদ্ধে ০-০ ড্র করল। উরুগুয়ে ২-১ জিতল সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। |