সাবলীল নন। ‘তিনি বৃদ্ধ হয়েছেন।’ কখনও তাই ধীর গতিতে দৌড়লেন, কখনও হাঁটলেন। তাতে কী?
বিলেতের মাটি। তাতেও বা কী এসে যায়?
ক্যামেরা, মোবাইল, হাতের কাছে যে যা পেলেন, ছবি তুলে রাখলেন তাতেই। অলিম্পিকের মশাল হাতে ছুটছেন
অমিতাভ বচ্চন!
বৃহস্পতিবার সকাল ১০টা ৫২। পিছনে অলিম্পিক রিলে বাস। পাশে মোটরবাইকে পুলিশ।
পেকহ্যামের বেলেনডেন রোড দিয়ে ছুটছেন সুপারস্টার। গায়ে সাদা ট্র্যাক স্যুট। বুকের উপর লেখা রিলে নম্বর ০৬৩। কখনও ধীর গতিতে ছুটলেন, গতি আরও কমিয়ে খানিক হাঁটলেনও, তার পর ফের দৌড়তে শুরু করলেন। ভক্তদের দেখে হাত নাড়লেন। প্রায় ৩০০ মিটার দৌড়নোর পর, অমিতাভ মশাল তুলে দিলেন পরের জনের হাতে। মিশে গেলেন উচ্ছ্বসিত জনতার ভিড়ে। ছবি তুলতে দিলেন ইচ্ছেমতো। বললেন, “জীবনের সেরা ঘটনা। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।” স্বীকার করলেন, “এই বয়সে এতটা দৌড়নো খুব কষ্টকর। কিন্তু চারপাশ থেকে সবাই খুব উৎসাহ দিচ্ছিল। বিদেশের মাটিতে এমন ঘটনায় আমি সত্যিই বিস্মিত। অলিম্পিকের মশাল হাতে দৌড়বো, কোনও
দিন ভাবিনি।” |
মশাল দৌড়ের পরে অলিম্পিকের ঘণ্টা বাজবে কাল। কাল উদ্বোধন। সকাল ৮টা ১২ থেকে ৮টা ১৫ তিন মিনিটে ৪০ বার বাজবে ‘বিগ বেন’। এর আগে ১৯৫২ সালের ১৫ ফেব্রুয়ারি পঞ্চম জর্জের শেষকৃত্যে এমন ঘটনার সাক্ষী হয়েছিল ব্রিটেন।
শুধু তা-ই নয়, এই তিন মিনিট এক সুরে বাজবে গোটা ব্রিটেন। টাউন হল থেকে চার্চ, প্রত্যেক ঘরে ঘরে হাতের কাছে যে যা ঘণ্টা পাবেন, দ্রুত এবং যথাসম্ভব জোরে জোরে বাজাবেন। শিল্পী মার্টিন ক্রিডের আহ্বান, সাইকেলের ঘণ্টা, দরজার ঘণ্টা, গির্জার ঘণ্টা, যে যা পারবেন বাজান। যাঁদের হাতের কাছে ঘণ্টা নেই, মোবাইলে তাঁরা ডাউনলোড করে ফেলেছেন ক্রিডের তৈরি রিংটোন ‘অল দ্য বেলস’, ২৮টি বিভিন্ন ধরনের ঘণ্টার ধ্বনি। ঘরে বা বাইরে, যেখানেই থাকুন না কেন, ওই তিন মিনিট কাল দেশের জন্য।
এই প্রস্তুতির মধ্যে ক্যামেরন সরকারের আসল চিন্তা নিরাপত্তা। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ স্বীকারও করেছেন সে কথা। সাংবাদিকদের কাছে তিনি বললেন, “দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিরাপত্তা ব্যবস্থা দেখা আমার দায়িত্ব।” কাল ৪০ হাজারেরও বেশি সেনা নামানোর ব্যবস্থা করে ফেলেছেন ক্যামেরন। |