জাল এনএসসি এবং জীবন বিমার শংসাপত্র দিয়ে ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকার ঋণ নেওয়ার কারবার শেষ পর্যন্ত ফাঁস হয়ে গেল। এই ঘটনায় পশ্চিমবঙ্গের বর্ধমান এবং বিহারের গয়া থেকে দু’জনকে গ্রেফতারের পরে রোহতাসে নটবর ডাকঘরের পোস্ট মাস্টার যুবরাজ সিংহকে আজ গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু জাল শংসাপত্র, ডাকঘরের সিল-সহ জীবন বিমার বন্ডের কাগজ এবং একটি সুমো গাড়ি। পুলিশ জানিয়েছে, বিহার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যাঙ্ক থেকে এই চক্রটি ১২ বছর ধরে ঋণের নামে টাকা নিয়ে চলেছে। ব্যাঙ্ক ওই শংসাপত্র ডাকঘরে পাঠানোর পরেই বিষয়টি প্রথম সংশ্লিষ্ট মহলের গোচরে আসে। দেখা যায় এনএসসি-র ওই শংসাপত্রগুলি জাল।
রোহতাসের পুলিশ সুপার মনু মহারাজ বলেন, “আপাতত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ডাকঘরের পোস্টমাষ্টার ছাড়াও ব্যাঙ্কের কোনও কর্মী এর সঙ্গে জড়িত কী না তাও জানার চেষ্টা চলছে।” বর্ধমানের কুলটি থেকে সাবির আলম নামে একজনকে বিহার পুলিশ প্রথমে গ্রেফতার করে। তাকে জেরা করে গয়ার সিভিল লাইন থানা এলাকা থেকে মারুতি ময়ঙ্ক নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। এই দু’জনকে জেরা করে জানা যায় ওই পোস্টমাস্টারের নাম। এরপর আজ তাকে গ্রেফতার করে রোহতাসের পুলিশ। পুলিশ সুপার বলেন, “শংসাপত্রের টাকার পরিমাণের ৯০ শতাংশ পর্যন্ত ব্যাঙ্ক ঋণ দিয়ে থাকে। সেই ভাবেই এরা ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ তুলেছে।” যুবরাজ সিংহ নামে ওই পোস্টমাস্টার ডাকঘরের সিল মেরে এই চক্রকে জাল এনএসএসি শংসাপত্র সরবরাহ করত। পোস্টমাস্টারের কাছ থেকে ডাকঘরের সিল এবং ১০ হাজার টাকার তিনটি জাল শংসাপত্র পাওয়া গিয়েছে। এ ছাড়াও পাঁচ লক্ষ টাকা জীবন বিমার শংসাপত্রও পাওয়া গিয়েছে ধৃতদের হেফাজত থেকে। এর সঙ্গে প্যান কার্ড এবং একটি সুমো গাড়ি উদ্ধার হয়েছে। |