কলোরাডো হত্যাকাণ্ডের অভিযুক্ত জেমস হোমসের প্রশ্নে তাজ্জব হয়ে গিয়েছেন জেল রক্ষীরা। জনে জনে সে জিজ্ঞাসা করে চলেছে, “আচ্ছা, আপনি কি ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ দেখেছেন? বলতে পারবেন, সিনেমাটার শেষে কী হবে?” ওই ছবির প্রিমিয়ার শো চলাকালীন কলোরাডোর একটি হলে ঢুকে গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করে হোমস। ওই ঘটনায় আহত হন আরও ৫৮ জন। ডেনভার পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলার পরিকল্পনা জানিয়ে সে একটি নোটবুক পাঠায় কলোরাডো বিশ্ববিদ্যালয়ের এক মনোবিদকে। তবে সেটি দীর্ঘদিন ধরে পড়েছিল বিশ্ববিদ্যালয়ের একটি ঘরেই। কবে ওই পার্সেলটি এসেছিল, তা নিয়েও রয়েছে মতবিরোধ। সোমবার আবিষ্কৃত হয় ওই পার্সেলটি। প্রেরকের নাম দেখেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ে। ৯০ মিনিটের মধ্যে খালি করা হয় বিশ্ববিদ্যালয়। খবর দেওয়া হয় পুলিশে। পরে পার্সেলটি থেকে উদ্ধার হয় ওই নোটবুক। পার্সেলটি আগে হাতে পাওয়া গেলে এমন দুর্ঘটনা ঠেকানো যেত বলেই আফশোস করছে পুলিশ। তবে ওই মনোবিদ হোমসের চিকিৎসা করতেন কি না, তা নিয়ে মুখ খোলেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
|
আসিফ আলি জারদারি, ইউসুফ রাজা গিলানি আর শিঙাড়ার মধ্যে মিল কোথায়? পাকিস্তানে এদের সকলেরই ভাগ্যবিধাতা সুপ্রিম কোর্ট! ক’দিন আগেই প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে দুর্নীতির পুরনো মামলা খোলার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ না মেনে প্রধানমন্ত্রিত্ব খোয়াতে হয়েছে ইউসুফ রাজা গিলানিকে। জারদারির মামলা নিয়ে টানাপোড়েন এখনও চলছে। তারই মধ্যে এ বার শিঙাড়ার দাম ঠিক করার ‘গুরুদায়িত্ব’ও পালন করতে হল সুপ্রিম কোর্টকে। পাকিস্তানের বাজারে শিঙাড়া এমনিই দেদার বিকোয়। রমজানের মাসে বিক্রি আরও বাড়ে। বছর তিনেক আগে লাহৌরের নিম্ন আদালত শিঙাড়ার দাম ৬ টাকায় বেঁধে দেয়। পঞ্জাব বেকার্স অ্যান্ড সুইটস অ্যাসোসিয়েশন তার বিরোধিতায় নামে। তাদের বক্তব্য, পঞ্জাব খাদ্যদ্রব্য (নিয়ন্ত্রণ) আইনের বিধিবদ্ধ তালিকায় শিঙাড়া নেই। অতএব শিঙাড়ার দাম নিয়ে সরকার বা আদালত কিছু বলতে পারে না। লাহৌর হাইকোর্ট এই আর্জি শোনেনি। সুপ্রিম কোর্ট শুনল এবং শিঙাড়া-কারবারিদের পক্ষে রায় দিল।
|
আইনি জটিলতায় জড়ালেন লেডি গাগা। ম্যানহাটান সুপ্রিম কোর্টে তাঁর বিরুদ্ধে প্রায় এক কোটি ডলারের মামলা রুজু করেছে আমেরিকার এক খেলনা প্রস্তুতকারক সংস্থা। ওই সংস্থার দাবি, লেডি গাগার আদলে একটি পুতুল তৈরি করেছিল তারা। অভিযোগ, সেই পুতুল বাজারে আনতে ইচ্ছাকৃত ভাবে দেরি করান ২৬ বছর বয়সী ওই পপ তারকা। শেষ মুহূর্তে সেই পুতুল থেকে একটি ‘ভয়েস চিপ’ সরিয়ে দিতে বলেন তিনি। যার ফলে বড়দিনের মধ্যে পুতুলটিকে বাজারে আনতে পারা যায় নি। সংস্থাটির দাবি, ২০১৩-য় নিজের নতুন অ্যালবামের একই সঙ্গে যাতে সেই পুতুলটিও বাজারে আসে, সেই জন্যই সেটি বড়দিনের সময়ে বাজারে আনতে দেননি লেডি গাগা।
|
পাঁচ দশক পর আমেরিকার সঙ্গে বিরোধ মেটাতে চায় কিউবা। ওবামা প্রশাসন চাইলে যে কোনও দিন তাঁরা আলোচনার টেবিলে বসতে তৈরি বলে জানিয়ে দিলেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো স্বয়ং। দেশে গণতন্ত্র চালু ও মানবাধিকার ফেরানো নিয়ে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়ে ওয়াশিংটনের সঙ্গে সব রকম বাণিজ্য ও পর্যটন বন্ধ কিউবার। সে সব বিষয়ে আলোচনার মাধ্যমে দু’দেশের মধ্যে সম্পর্ক ফেরাতে চান কাস্ত্রো। তিনি জানিয়েছেন, কূটনৈতিক স্তরে প্রস্তাবটি ইতিমধ্যেই মার্কিন প্রশাসনকে জানানো হয়েছে। এখন তাদের দিক থেকে সম্মতি মিললেই আলোচনায় বসতে রাজি কিউবা।
|
কোকরাঝাড়ে অশান্তির জেরে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে যাওয়ার ব্যাপারে দেশবাসীকে সতর্ক করল অষ্ট্রেলিয়া। গত কাল অস্ট্রেলিয়ার বিদেশ এবং বাণিজ্য দফতর (ডিএফএটি) এই ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে দেশবাসীর উদ্দেশে বলা হয়েছে, “অসম, নাগাল্যাণ্ড, ত্রিপুরা এবং মণিপুরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হচ্ছে। কারণ সেখানে গেলে ডাকাতি, অপহরণ, তোলাবাজি এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।” যদি যেতেই হয়, তা হলে চূড়ান্ত সতর্কতা নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিবৃতিতে।
|
ভারতীয় ছাত্র অনুজ বিদভেকে খুনের অভিযোগেই দোষী সাব্যস্ত হলেন কিয়ারান ‘সাইকো’ স্টেপলটন। এর আগে শুনানির সময় নিজেকে ‘অপরিকল্পিত খুন’-এর দায়ে দোষী মেনে নেন স্টেপলটন। কিন্তু এ দিন কোর্ট তাঁকে খুনের দায়ে দোষী ঘোষণা করায় তাঁর শাস্তির পরিমাণও বাড়বে। গত বছর ২৬ ডিসেম্বর ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনুজকে গুলি করে মারে স্টেপলটন।
|
নাইজেরিয়ার এক কারখানায় বোকো হারাম জঙ্গিদের আক্রমণে বুধবার নিহত হলেন দুই বাঙালি। তাঁদের নাম শঙ্কর সাহা ও বকুল মণ্ডল। দু’জনেরই বয়স ৩৫ বছর। তাঁদের ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। ২০০৭ সাল থেকে এঁরা দু’জন ওই কারখানায় কর্মরত। উত্তর নাইজেরিয়ার মেদুগুড়ি শহরে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ হামলা চালায় জঙ্গিরা। |