কৃষিপ্রধান বর্ধমান থেকে শিল্পাঞ্চল, তৃণমূলের দলীয় কোন্দল অব্যাহত। এ বার বিয়েবাড়ির ঝামেলা বদলে গেল আইএনটিটিইউসি-র গোষ্ঠী সংঘর্ষে!
বুধবার রাত ১১টা নাগাদ দুর্গাপুরে নমো সগড়ভাঙায় একটি বিয়ের অনুষ্ঠানে পাত্র ও পাত্রী পক্ষের মধ্যে কিছু বিষয়ে মনোমালিন্য হয়। মীমাংসা করতে যান বাসিন্দাদের কেউ কেউ। ছিলেন আইএনটিটিইউসি-র দু’টি গোষ্ঠীর লোকজনও। তাঁদের মধ্যেও শুরু হয় মতান্তর। ক্রমশ তা বচসা ও হাতাহাতির রূপ নেয়। জখম হন দু’পক্ষের মোট ১২ জন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। গ্রেফতার করা হয় মোট ১৮ জনকে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর হয়েছে। আজ, শুক্রবার ফের তাদের আদালতে তোলা হবে। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার স্থানীয় একটি বেসরকারি ইস্পাত কারখানায় ঠিকাশ্রমিক নিয়োগকে কেন্দ্র করে আইএনটিটিইউসি-র অসীম প্রামাণিক ও নারায়ণ মণ্ডলের গোষ্ঠীর মধ্যে অশান্তি বাধে। তখনকার মতো সমস্যা মিটলেও বুধবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে পাত্র ও পাত্রী পক্ষের মধ্যে অশান্তি বাধলে তাকে কেন্দ্র করে ফের বিবাদে জড়িয়ে পড়েন সেখানে উপস্থিত আইএনটিটিইউসি-র দুই গোষ্ঠীর লোকজন। পরে সেই গোলমাল বড় আকার নেয়। বাইরে থেকে দু’পক্ষের লোকজন রড, লাঠি নিয়ে চড়াও হতে শুরু করে বলে অভিযোগ। জখম হন দু’পক্ষের মোট ১২ জন। তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। লাঠি নিয়ে তাড়া করে হঠিয়ে দেয় দু’পক্ষকেই। সংঘর্ষে জড়িত সন্দেহে দু’পক্ষের মোট ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ।
কারখানা সূত্রে জানা গিয়েছে, সগড়ভাঙার ওই বেসরকারি কারখানায় ঠিকাশ্রমিক নিয়োগের বিষয়টি দেখাশোনা করেন অসীম প্রামাণিক ও নারায়ণ মণ্ডল। ঠিকাশ্রমিক নিয়োগ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ছোটখাটো গণ্ডগোল লেগেই থাকে। মঙ্গলবারও কারখানায় ঠিকাশ্রমিক নিয়োগ নিয়ে অশান্তি বাধে দু’পক্ষের মধ্যে। বুধবার বিয়েবাড়িতে তা বড় আকার নেয়। |
এ দিনের ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে দু’পক্ষই। অসীমবাবু ও নারায়ণবাবু দু’জনেরই অভিযোগ, বিনা প্ররোচনায় অপর গোষ্ঠীর লোকজন হামলা চালিয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক যুব তৃণমূল নেতার দাবি, “দুর্গাপুরের স্থানীয় নেতৃত্ব কড়া না হওয়ার জন্যই একের পর এক গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে সংগঠন তথা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।”
জেলা আইএনটিটিইউসি-র সভাপতি তথা পুরসভার মেয়র পারিষদ (পূর্ত) প্রভাত চট্টোপাধ্যায় বলেন, “বুধবার রাতে নমো সগড়ভাঙায় একটি বিয়েবাড়িতে মতান্তরের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি সংগঠনের কেউ জড়িত থাকেন, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
|
বৃহস্পতিবারের নিজস্ব চিত্র। |