|
|
|
|
তরুণীকে ট্রেন থেকে ধাক্কা, ধৃত চার যুবক |
সংবাদসংস্থা • মহীশূর |
গুয়াহাটির প্রকাশ্য রাস্তায় তরুণী নিগ্রহের ঘটনায় গত কয়েক দিন ধরেই গোটা দেশ তোলপাড়। এরই মধ্যে গত কাল শ্লীলতাহানিতে বাধা দিতে গিয়ে গুরুতর জখম হলেন এক তরুণী। অভিযোগ, চার যুবক ওই তরুণীকে চলন্ত যশোবন্তপুর-মহীশূর এক্সপ্রেস থেকে ঠেলে ফেলে দেয়। অভিযুক্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই তরুণীর আরও অভিযোগ, গোটা ঘটনায় তাঁর সহযাত্রীরা স্রেফ নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি।
মহীশূরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, বছর উনিশের ওই তরুণী বেঙ্গালুরুর একটি পোশাকের কারখানায় কাজ করেন। গত কাল কাজ শেষে তিনি মহীশূর ফিরছিলেন। ট্রেনেই চার যুবক তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। তিনি বাধা দিলে মাদ্দুরের কাছে তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় ওই চার জন। প্রায় ২৫ ফুট নীচে শিমসা নদীর শুকনো খাতে গিয়ে পড়েন ওই তরুণী। ঘটনার সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে রেল পুলিশ। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই তরুণীর মাথায়, মেরুদণ্ড ও পায়ে আঘাত লেগেছে। ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, তিনশো টাকার বিনিময়ে ওই চার যুবক তাঁর অশালীন প্রস্তাব দেয়। তিনি রাজি না হওয়ায় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। ওই তরুণীর কথায়, “আমি রুখে দাঁড়ালে ওরা আমায় হেনস্থার চেষ্টা করে। শেষ পর্যন্ত ট্রেন থেকে ফেলেও দেয়। যদিও গাড়ির গতি তখন কম ছিল বলে আমি প্রাণে বেঁচে গিয়েছি।”
আজ ধৃত চার যুবককে মাদ্দুরের স্থানীয় আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। বিচারক তাদের ১৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। আজ স্থানীয় মান্দ্যা স্টেশনে যখন ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়, তখন ‘হিন্দু জাগরণ বৈদিক’ নামে একটি সংগঠনের জনা পঁচিশ সদস্য তাদের উপর চড়াও হয়। |
|
|
|
|
|