রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় |
আজ শপথ নিচ্ছেন দেশের নতুন ও ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সকাল সাড়ে ১১টায় শপথগ্রহন অনুষ্ঠান শুরু হয় সংসদ ভবনের সেন্ট্রাল হলে। প্রণববাবুকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এইচ কপাডিয়া। রাজঘাটে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানিয়ে বিদায়ী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। সেখান থেকে সংসদ ভবনের উদ্দেশে রওনা হন ভাবি রাষ্ট্রপতি। প্রাক্তন এবং নতুন রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাওয়া হয় সংসদ ভবনে। শপথগ্রহন অনুষ্ঠানে দর্শকাসনে উপস্থিত ছিলেন সনিয়া গাঁধী, মনমোহন সিংহ, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব।
১১টা ৪৫ মিনিটে সাঙ্গ হয় শপথগ্রহন অনুষ্ঠান। বিদায়ী রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সঙ্গে আসন বদল করেন। ২১টি তোপধ্বনি দিয়ে ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে স্বাগত জানানো হয়। শপথগ্রহনের পর সংসদ ভবনের সামনে গার্ড অফ অনার দোওয়া হয় বিদায়ী রাষ্ট্রপতি এবং নতুন রাষ্ট্রপতিকে। ফিটন গাড়ি চেপে বিদায়ী রাষ্ট্রপতি এবং নতুন রাষ্ট্রপতি সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছন।
মানবিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ব্যক্তিগত ভাবনার উর্ধ্বে গিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য প্রণববাবুর। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে, দারিদ্রকে আধুনিক ভারত থেকে মুছে ফেলতে হবে ও শিক্ষাকে সর্বস্তরে পৌঁছে দিতে হবে, ঘোষণা ভরতের নতুন রাষ্ট্রপতির।
|
তাজাকিস্থানে সংঘর্ষে হত ৪২ |
তাজাকিস্থানে সেনা ও বিক্ষোভকারীদের সংঘর্ষে হত ৪২। এর মধ্যে রয়েছে ১২ জন সেনা। বেশ কয়েক ঘণ্টার গুলির লড়াই চলে দুই পক্ষের মধ্যে। সংঘর্ষে হত হয়েছে ৩০ বিক্ষোভকারী।
|
পশ্চিম মুম্বইয়ের একটি শপিং মলে আগুন লাগে। ওই শপিং মলটির ‘ফুড কোর্টে’ আগুন লাগে। মলের কর্মীদের তত্পরতায় দ্রুত ওই জায়গা খালি করে দেওয়া হয়। ৬টি জলের ট্যাঙ্ক ও ৫টি দমকলের ইঞ্জিনের চেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে। এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর নেই। |