আই লিগেরও কাঠামো বদল হতে পারে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ আই এফ এফের নতুন লিগের পাশাপাশি আই লিগের কাঠামো বদল নিয়ে চিন্তাভাবনা শুরু হল। মুম্বইয়ে ফেডারেশন কর্তাদের সঙ্গে আই এম জি রিলায়্যান্সের আলোচনায় দুটি প্রস্তাব মূলত উঠেছে। এক, আই লিগে আরও কিছু ফ্র্যাঞ্চাইজিকে নেওয়া। দুই, আমেরিকার মেজর সকার লিগের মতো লিগকে দুটি ভাগে ভাগ করে খেলানো। একটি ইস্টার্ন কনফারেন্স, একটি ওয়েস্টার্ন কনফারেন্স। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আরও আলোচনা করে। আই লিগের পরিকাঠামো বদল হলে তা হবে পরের মরসুম থেকে। প্রস্তাবিত বিকল্প লিগের সম্ভাবনা কিন্তু এই মরসুম থেকে। ফেডারেশন সচিব কুশল দাস, ভাইস প্রেসিডেন্ট সু্ব্রত দত্তের উপস্থিতিতে আই এম জি প্রস্তাব দেয়, ৮ টি শহর নিয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলার কথা। আই লিগের ক্লাবগুলোর কাছ থেকে দু’মাসের জন্য ফুটবলার নেওয়া হবে। ফুটবলারদের ছাড়তে ক্লাবগুলোকে রাজি করাতে তারা দু’মাসের বদলে চার মাসের মাইনে দেবে সংশ্লিষ্ট ক্লাবকে। আই লিগের টিভি সম্প্রচার, মাঠের হোর্ডিং থেকে ক্লাবগুলোকে আয় করার রাস্তা করে দেবে। সবই করবে রিলায়্যান্স, ফেডারেশনের কাছে পরিকাঠামো নিয়ে।
|
জার্মান স্পোর্টিং ডিরেক্টর বাঙালি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভারতীয় বংশোদ্ভূত কোচ রবিন দত্তকে জার্মান ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর করা হল। প্রাক্তন তারকা ম্যাথিয়াস সামারের জায়গায়। তাঁর বাবা সব্যসাচী দত্তের কাছে জানা গেল, রবিনকে জার্মান জাতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গেও যুক্ত করা হয়েছে। জার্মানি বিশ্বকাপের সময় এই নতুন পদ তৈরি করা হয়। রবিনকে এখন জার্মান জাতীয় কোচ জোয়াকিম লো-র সঙ্গে কাজ করতে হবে বয়স ভিত্তিক সব জার্মান জাতীয় দলের ট্যাকটিকাল সিস্টেম নিয়ে। তবে মূলত এগারো থেকে আঠেরো বছর বয়সীদের নিয়ে কাজ করতে হবে রবিনকে। ভবিষ্যতে জাতীয় কোচ হওয়ার দাবিদার রইলেন তিনি। প্রসঙ্গত, রবিন কোচ ছিলেন বেয়ার লিভারকুসেনের। তাঁকে মাস কয়েক আগে সরিয়ে দেওয়া হয়। ম্যাথিয়াস সামার সম্প্রতি বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন।
|
ভবানীপুর ক্লাবের ফিটনেস পরীক্ষায় পাস করতে পারলেন না হোসে ব্যারেটো। তাতেই পরিষ্কার, ব্যারেটো এখনও ফিট হতে পারেননি। মঙ্গলবার পরীক্ষা নেন কোচ রবসন মাত্তোস। |