বেলঘরিয়ার একটি সমবায় আবাসন থেকে লুঠ হয়েছে টাকা-গয়না। গৃহকর্তা নীলাদ্রি রায় পুলিশকে জানান, সোমবার রাতে জনা চারেক দুষ্কৃতী বারান্দার দরজা দিয়ে তাঁদের ফ্ল্যাটে ঢোকে। তখন ঘরে ঘুমোচ্ছিলেন নীলাদ্রিবাবু, তাঁর স্ত্রী ও মেয়ে। দুষ্কৃতীরা তাঁদের হাত-মুখ বেঁধে আলমারি থেকে গয়না ও টাকা লুঠ করে পালায়। তদন্ত শুরু করেছে পুলিশ। অন্য দিকে, মঙ্গলবার খড়দহের সুখচর এলাকা থেকে এক মহিলা-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম রিনা সিংহ, সঞ্জীব পাল এবং সঞ্জীব দে। ধৃতদের কাছে দু’টি ওয়ান শটার এবং দু’রাউন্ড গুলি মিলেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, ডাকাতির উদ্দেশে ওই তিন দুষ্কৃতী জড়ো হয়েছিল।
|
অস্বাভাবিক মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার, নিউ আলিপুরের দুর্গাপুর কলোনিতে। মৃতার নাম অপর্ণা খান (৪০)। পুলিশ জানায়, অপর্ণাদেবী কিছু দিন যাবৎ পেটের অসুখে ভুগছিলেন। সোমবারও তাঁর শরীর খারাপ ছিল বলেই পুলিশকে জানান অপর্ণাদেবীর স্বামী নিমাইবাবু। মঙ্গলবার ঘুম থেকে উঠে অপর্ণাদেবীর মেয়ে দেখেন, মায়ের দেহ নিথর অবস্থায় পড়ে। এই ঘটনায় আপাতত কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
|
জোড়া খুন কবুল দুই দুষ্কৃতীর |
ছিনতাইয়ের অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জেরা করে পুলিশ জানল, বছরখানেক আগে দমদমের বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির মধ্যে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের এক অধিকর্তা এবং তাঁর চালককে গুলি করে মেরেছিল তারাই। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ সূত্রের খবর, ধৃতদের নাম সৈকত দাস ওরফে বুম্বা এবং অরূপ দত্ত ওরফে বান্টি। সোমবার রাতে তারা ধরা পড়ে। গত সেপ্টেম্বরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে সুপ্তেন্দু দত্ত এবং তাঁর গাড়ির চালক সুশান্ত ঘোষাল খুন হন। জেরায় সৈকত-অরূপ জানায়, ছিনতাইয়ের উদ্দেশ্যেই সুপ্তেন্দুবাবুদের খুন করা হয়েছিল।
|
একটি কার্টন নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল এক যুবক। টহলদার পুলিশের প্রশ্নের উত্তরে সে জানায়, কার্টনে সব্জি রয়েছে। সন্দেহ হওয়ায় কার্টনটি খুলে পুলিশ ৪৪টি মোবাইল পায়। জানা যায়, সব ক’টিই চোরাই। চুরির অভিযোগে নুরুদ্দিন গাজি নামে ওই যুবক সোমবার হরিদেবপুরের গোলপাড়া থেকে গ্রেফতার হয়। অভিযোগ, ক্রেতা সেজে মোবাইলের দোকানে ঢুকে চিলেকোঠার জানলা ভেঙে চুরি করেছিল সে।
|
মাদক-চক্রে জড়িত অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের নার্কোটিক্স শাখা। সোমবার, পাটুলি থেকে। ধৃতের নাম অভিজিৎ দাস (৩৬)। তার কাছ থেকে ১০ গ্রাম কোকেন বাজেয়াপ্ত করেছে পুলিশ।
|
ক্রেন ভেঙে মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। মঙ্গলবার বিকেলে, হেস্টিংস মোড়ে। পুলিশ জানায়, মৃতের নাম অশোক অগ্রবাল (৪০)। এসএসকেএমে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ক্রেনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। |