পথ দুর্ঘটনায় এক স্কুটার আরোহীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা মুম্বই রোড অবরোধ করেন। পুলিশের হস্তক্ষেপে আধঘণ্টা পরে অবরোধ ওঠে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম রঞ্জিত সিংহ (৪২)। বাড়ি হাওড়ার সালকিয়ায়। এ দিন বেলা সাড়ে ১২টা নাগাদ স্কুটারে চড়ে মুম্বই রোড ধরে হাওড়ার দিকে যাচ্ছিলেন তিনি। সে সময়ে অঙ্কুরহাটি মোড়ের কাছে পিছন থেকে একটি বাস তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান রঞ্জিতবাবু। বাসটি ওড়িশা থেকে পর্যটক নিয়ে কলকাতায় আসছিল। বাসটিকে আটক করে চালককে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। অথচ পুলিশের পক্ষ থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় না। ট্র্যাফিক সিগন্যাল বসানোর দাবি ওঠে। জেলা পুলিশের এক কর্তার দাবি, এই এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়েন থাকে। তবে মুম্বই রোডে ট্র্যাফিক সিগন্যাল বসানোর কোনও ধরনের নিয়ম নেই। লোক আদালত আরামবাগে। শনিবার আরামবাগ মহকুমা আদালত চত্বরে লোক আদালতের মাধ্যমে বিদ্যুৎ চুরি-সংক্রান্ত জমে থাকা মামলার ৯০টি নিষ্পত্তি হয়েছে। হাতেনাতে জরিমানা আদায় হয় দেড় লক্ষ টাকা। সমস্ত প্রক্রিয়া চলে অতিরিক্ত জেলা বিচারক অমরেন্দ্র নাথ রায়ের তত্ত্বাবধানে। বিদ্যুৎ বণ্টন কোম্পানির আরামবাগ শাখা সূত্রে জানা যায়, গত এক বছরে তারা বিদ্যুৎ চুরি-সংক্রান্ত মামলা দায়ের করেন প্রায় ৪০০টি। দীর্ঘদিন ধরে মামলাগুলি ঝুলে ছিল। এ দিন ৯০টি মামলার অভিযুক্তেরা লোক আদালতের রায় মেনে নেন। কিন্তু বাকি দশ জন আদালতের রায় মেনে নেননি। আদালতে হাজির ছিলেন বিদ্যুৎ বন্টন কোম্পানির আরামবাগ শাখার ম্যানেজার চন্দন পাল, প্রশাসনিক ম্যানেজার রাহুল চট্যোপাধ্যায় প্রমুখ। রাহুলবাবু জানান, আগামী দু’মাসে আরও দু’দফায় লোক আদালত বসবে।” |