বেলারুশের মিনস্ক-এর বদলে স্বদেশের সোনপত! মার্কিন কুস্তিগীরদের সঙ্গে প্র্যাক্টিসের বদলে দেশজ গুরু সতপালের কাছে ট্রেনিং! আগামী চার-পাঁচ দিন এ ভাবেই বিদেশে অত্যাধুনিক প্র্যাক্টিসের সুযোগ হারাতে চলেছেন লন্ডন অলিম্পিকে ভারতের অন্যতম পদক-ভরসা সুশীল কুমার। সৌজন্যে, অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকাবাহী হওয়া এবং সেই সম্মানীয় দায়িত্ব পাওয়া নিয়ে ভারতীয় অলিম্পিক সংস্থা ও কুস্তি ফেডারেশনের যৌথ অপেশাদারিত্ব!
লিয়েন্ডার পেজ সুশীলের পতাকাবাহক হওয়াকে ‘যোগ্যের যোগ্য সম্মান’ বললেও সেই দায়িত্বই এখন যেন ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে দেশের সেরা কুস্তিগীরের!
সুশীল-সহ ভারতীয় অলিম্পিক কুস্তি দলের শনিবারই বেলারুশ রওনা হওয়ার কথা ছিল। অলিম্পিকে কুস্তি ৫ অগস্ট শুরু হচ্ছে বলে পালোয়ানরা লন্ডনে পরের দিকে যাবেন। সেটাই স্বাভাবিক। তার আগে সুশীলরা চুড়ান্ত প্রস্তুতি নেবেন বেলারুশে। তাঁদের সঙ্গে যোগ দিচ্ছে মার্কিন কুস্তি দলও।
|
বেলারুশ থেকে ৪ অগস্ট যোগেশ্বর-গীতারা অলিম্পিকে যাবেন। কিন্তু সুশীলকে যেহেতু ২৭ জুলাই উদ্বোধনী মার্চপাস্টে ভারতীয় দলের জাতীয় পতাকা বহন করতে হবে, সে জন্য তিনি ২৬ জুলাই মিনস্ক থেকে লন্ডন গিয়ে পরের দিন উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে আবার ২৮ জুলাই মিনস্কে ফিরে আসবেন বলে ঠিক ছিল।
এহেন সফর-পরিকল্পনার জন্য সুশীলের দরকার বেলারুশের ‘মাল্টিপল’ ভিসা। অর্থাৎ, এক বার বেলারুশ গিয়ে কয়েক দিন থেকে আবার অন্য দেশে দু’দিনের জন্য গিয়ে আবার বেলারুশ ফেরার অনুমতিপত্র। কিন্তু সেখানেই বেলারুশ সরকার আপত্তি জানিয়েছে। তারা সুশীলের ‘মাল্টিপল’ ভিসা মঞ্জুর করেনি। যে কারণে কুস্তি দলের সঙ্গে বেলারুশ যাওয়া হচ্ছে না তাঁর। বেলারুশের সিদ্ধান্তের প্রতিবাদে ভারতীয় কুস্তি ফেডারেশন প্রথমে ঠিক করেছিল, তারা সে দেশে অনুশীলনের জন্য দলই পাঠাবে না। পরে সেটা আরও বড় ট্যাকটিক্যাল ভুল হবে বুঝতে পেরে ঠিক করেছে, এক দিন পিছিয়ে রবিবার মিনস্কে ভারতীয় কুস্তি দল যাবে। সুশীলকে ছাড়াই।
সুশীল বাধ্য হয়ে আপাতত বুধবার পর্যন্ত সাইতেই প্র্যাক্টিস করবেন। বৃস্পতিবার দিল্লি থেকেই লন্ডন যাবেন। এবং শুক্রবার অলিম্পিক স্টেডিয়ামে ভারতের জাতীয় পতাকা নিয়ে মার্চ পাস্টের পর শনিবারই বেলারুশের ট্রেনিংয়ে যোগ দেবেন। সেক্ষেত্রে তাঁর সে দেশের এককালীন ভিসাতেই কাজ চলে যাবে। কিন্তু খেসারত হিসেবে পাঁচ দিন বিদেশের ট্রেনিংয়ের সুযোগ হারালেন। |
ভারতীয় কুস্তি ফেডারেশনের সচিব রাজ সিংহ ব্যাপারটাকে যতই হালকা ভাবে দেখানোর চেষ্টা করুন না কেন, ঘটনা হচ্ছে এর জন্য ডব্লিউ এফ আই-এর সঙ্গে দায়ী আইওএ-ও। লন্ডনে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা ৮১ অ্যাথলিটের মধ্যে কে বহন করবেন তা নিয়ে অহেতুক টালবাহান করেছে আইওএ। অভিনব বিন্দ্রা, বীজেন্দ্র সিংহ, লিয়েন্ডার পেজ, সুশীল কুমারের নাম দীর্ঘদিন ধরে নাড়াচাড়া করার পর শেষ পর্যন্ত শেষোক্ত জনকে বাছা হয়। ডব্লিউ এফ আই কর্তারাও অপেশাদারি মনোভাবের পরিচয় দিয়ে আলাদা ভাবে সুশীলের জন্য বেলারুশের ‘মাল্টিপল’ ভিসা করে রাখেননি। কুস্তি দলের অন্যদের মতোই এককালীন ভিসা করে রাখা হয়েছিল। অথচ সুশীলের নাম সম্ভাব্য পতাকাবাহক হিসেবে অনেক দিন আগে থেকেই শোনা যাচ্ছিল।
আশঙ্কা একটাই। পতাকাবাহক হতে গিয়ে না সুশীলকে অলিম্পিক পদক হারাতে হয়।
|