‘বনমহোৎসব’ উপলক্ষে বুধবার খড়্গপুরে এক পদাযাত্রা আয়োজন করে বন দফতর। হিজলি ইকো পার্ক থেকে শুরু হয়ে এই পদযাত্রা। ছিলেন হিজলির রেঞ্জ অফিসার অনিন্দ্য গুহ ঠাকুরতা সহ অনান্য আধিকারিকেরা। পরে একটি আলোচনা সভাও হয়। ১৪ জুলাই রাজ্য জুড়ে ‘বনমহোৎসব’ পালন করা হয়েছে। এই উপলক্ষে পশ্চিম মেদিনীপুরেও নানা কর্মসূচীর আয়োজন করা হয়। এক সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় পদযাত্রা, আলোচনা সভা হচ্ছে। চলো যাই সবুজের সন্ধানে’ এই স্লোগান সামনে রেখেই বিভিন্ন এলাকায় প্রচার চলছে। আলোচনা সভায় উপস্থিত সকলের কাছে আরও বেশি সংখ্যক গাছ লাগানোর আবেদন জানানো হয়।
|
বুনো হাতির হানায় ক্ষুব্ধ বাসিন্দারা বন বিভাগের রেঞ্জ অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। বৃহস্পতি বার দুপুর নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ রায়ডাক রেঞ্জ অফিসে ঘটনাটি ঘটে। উত্তর মহাকালগুড়ি বড় চৌকিরবস, ছোট চৌকিরবস ও দাসপাড়ার বাসিন্দারা শামুকতলা থানায় বিক্ষোভ দেখায়। অভিযোগ, বুনো হাতির দল লোকালয়ে ঢুকে বাড়ি ভাঙছে। ফসল নষ্ট করছে। বন দফতরকে জানিয়ে লাভ হচ্ছে না। বক্সা ব্যাঘ্র প্রকল্পের দক্ষিণ রায়ডাক রেঞ্জার উপল দত্ত বলেন, “ছিপড়া জঙ্গল লাগোয়া উত্তর মহাকালগুড়ি বড় চৌকিরবস, ছোট চৌকিরবস ও দাসপাড়া গ্রামে হাতির হানা ঠেকাতে রাতে টহল দেওয়া হচ্ছে।” দশদিন ধরে দলটি গ্রামের ৪০ বিঘা জমির ধান নষ্ট করে। ১৫টি বাড়ি ভেঙেছে।
|
সার্কাসের ইয়াসিন। করিমপুরে তোলা কল্লোল প্রামাণিকের ছবি।
|
মাছ ধরার সময় এক মহিলাকে কুমীর টেনে নিয়ে গেল। দক্ষিণ ২৪ পরগনার গোসাবার মেলমেলে নদীর কাছে বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম কৌশল্যা মণ্ডল (৫২)। এ দিন তিনি স্বামী ধীরেন মণ্ডলের সঙ্গে নদীতে মাছ ধরছিলেন। সেই সময় কুমীর কৌশল্যাদেবীকে টেনে নিয়ে যায়। ওই ঘটনার পর ধীরেনবাবু এলাকার বাসিন্দাদের নিয়ে নদীতে খোঁজাখুজি করলে ঘণ্টাখানেক বাদে প্রায় এক কিলোমিটার দূরে কৌশল্যাদেবীর মৃতদেহ মেলে।
|
সাপের ছোবলে মৃত্যু হয়েছে আলি হায়দার (৪২) নামে এক ব্যক্তির। তাঁর বাড়ি ভরতপুরের সাহাপুর গ্রামে। বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি।
|
অরণ্য সপ্তাহ উপলক্ষে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাইস্কুলের পড়ুয়াদের মিছিল। ছবি: উদিত সিংহ। |