ফরওয়ার্ড ট্রেডিং সংক্রান্ত বিলটি আপাতত স্থগিত রাখা হলেও আর্থিক সংস্কারের জন্য সরকারের যে সদিচ্ছা রয়েছে, তার বার্তা দিতে চেষ্টার ত্রুটি রাখেননি প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠকে আজ রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা সেল-এর ১০.৮২ শতাংশ শেয়ার বিলগ্নীকরণের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে শিল্পমহলকে বার্তা দিতে আজ তাঁর সচিবালয়ে পৃথক একটি বৈঠক ডেকে প্রকল্প ছাড়পত্রের প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের মতো ক্যাবিনেট সচিবের নেতৃত্ব একটি প্রজেক্ট ক্লিয়ারেন্স বোর্ড গড়লেন মনমোহন। স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, পরিবেশ, বাণিজ্য, কয়লা মন্ত্রকের প্রতিনিধিদের নিয়ে গড়া এই বোর্ড দ্রুততার সঙ্গে প্রকল্পগুলিতে ছাড়পত্রের ব্যবস্থা করবে। প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে বলা হচ্ছে, এতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে উৎসাহ দেওয়ার জন্যই এই পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী। কারণ, লাল ফিতের ফাঁসে প্রকল্প অনুমোদনে বিলম্ব নিয়ে এখনও ক্ষোভ আছে শিল্পমহলের।
|
ভেল, এলঅ্যান্ডটি-র মতো ভারতীয় সংস্থার স্বার্থরক্ষার জন্য বিদেশ থেকে আমদানি করা বিদ্যুৎ শিল্পের যন্ত্রাংশের উপর ২১% আমদানি শুল্ক বসাল কেন্দ্র। বিশেষত সস্তার চিনা যন্ত্রাংশ ভারতীয় নির্মাতাদের লোকসানের মুখে ঠেলে দিতে থাকায় বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিল। ২১ শতাংশের মধ্যে ৫% মূল আমদানি শুল্কের পাশাপাশি ধরা হয়েছে চিনের মতো দেশ থেকে আসা সস্তার পণ্য ঠেকাতে ধার্য করা ১২% শুল্ক ও ৪% বিশেষ শুল্ক। তবে এর বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে বেসরকারি বিদ্যুৎ সংস্থাগুলি। অভিযোগ, এর ফলে উৎপাদন খরচ বাড়বে।
|
২০০২-এ টাটা কম ভিএসএনএলকে কিনে নেওয়ার পর পড়ে ছিল তার উদ্বৃত্ত জমি। আলাদা সংস্থার হাতে তা তুলে দেওয়া হবে।
|
চিনিকলগুলিকে চাষিদের কাছ থেকে কুইন্টলে ১৭০ টাকার ন্যায্য দরে আখ কিনতে হবে (১৭% বৃদ্ধি)। মন্ত্রিসভা এতে সায় দিয়েছে। |