বনগাঁ টাউন হলে শুরু হয়েছে স্বাস্থ্যমেলা। শনিবার মেলার উদ্বোধন করেন বনগাঁর সাংসদ গোবিন্দচন্দ্র নস্কর। উপস্থিত ছিলেন বনগাঁর মহকুমাশাসক অভিজিৎ ভট্টাচার্য, বিধায়ক বিশ্বজিৎ দাস, জেলা আঞ্চলিক পরিবহণ সংস্থার সদস্য গোপাল শেঠ, পুরসভার চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য, সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মণ্ডল প্রমুখ। মেলায় বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসার ব্যবস্থা করা হয়। রোগীদের বিনামূল্যে ওষুধপত্র দেওয়ার পাশাপাশি এক্স রে, ইসিজি-রও ব্যবস্থা ছিল। আর্সেনিক দূষণ, এডস নিয়ে সাদারণ মানুষকে সচেতন করতে স্টল দেওয়া হয়। ছিল স্বাস্থ্য বিষয়ক ম্যাজিক শো, নাটক, সঙ্গীত, মূকাভিনয়। গোবিন্দবাবুর সাংসদ তহবিল থেকে আর্থিক সহায়তায় এই মেলার আয়োজন করা হয়েছিল।
|
কাঁকে হাসপাতালে কর্মী ধর্মঘট নিষিদ্ধ |
রাঁচির সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি-র কর্মীদের ডাকা ধর্মঘটের উপর নিষেধাজ্ঞা জারি করল রাঁচি হাইকোর্ট। কাঁকের এই মানসিক হাসপাতালের অধিকর্তা এস হক নিজামি জানান, মৃত কর্মীদের পোষ্যদের নিয়োগের দাবিতে আগামী ১৮ জুলাই থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছিলেন সংস্থার প্রায় ৬০০ কর্মী। ধর্মঘটের সমর্থনে আজ থেকে কর্মী সংগঠন শুরু করেছিল অবস্থান ধর্না। খবরের কাগজে সেই খবর দেখে আজ রাঁচি হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ তাতিয়া ও বিচারপতি জয়া রায়ের ডিভিশন বেঞ্চ স্বতোঃপ্রণোদিত হয়ে ওই ধর্মঘটের উপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন। এরই পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মী ইউনিয়নটিকেও নোটিস পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীদের ধর্মঘটের এই সিদ্ধান্তে খুবই সমস্যার মুখে পড়তে চলেছিলেন রোগীরা।
|
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘রেড রিবন এক্সপ্রেস’-এর প্রদর্শনী দেখতে ভিড় পড়ুয়াদের। খড়্গপুরে সোমবার ছবিটি তুলেছেন রামপ্রসাদ সাউ। |
খড়্গপুরে পৌঁছল ‘রেড রিবন এক্সপ্রেস’। এডস সচেতনতার বার্তা নিয়েই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরবে এই ট্রেন। আজ, মঙ্গলবার পর্যন্ত ট্রেনটি খড়্গপুরে থাকবে। এখান থেকে ট্রেনটি যাবে পুরুলিয়া। এই উপলক্ষে সোমবার খড়্গপুরে এক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, পুলিশ সুপার সুনীল চৌধুরী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সবিতেন্দ্র পাত্র। ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ, অনেকেই প্রদর্শনী ট্রেনটি দেখতে আসছেন। অনুষ্ঠানে সৌমেনবাবু বলেন, “সচেতনতা প্রসারেই এই আয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এ জন্য উদ্যোগী হন।”
|
রামনগর থানার তাজপুর-জলধায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে শনি ও রবিবার, দু’দিন ধরে দুঃস্থ মৎস্যজীবীদের চক্ষুপরীক্ষা ও চশমা বিতরণ, স্বাস্থ্য-পরীক্ষা শিবির আয়োজিত হল। প্রায় চার-শতাধিক মৎস্যজীবী মহিলা ও পুরুষের চক্ষু-পরীক্ষা ও চশমা বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সুকেশ জৈন, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) নগেন্দ্রনাথ ত্রিপাঠী, বিধায়ক অখিল গিরি, এসডিপিও ইন্দ্রজিৎ বসু, সিআই সমীর বসাক ছাড়াও রামনগর, দিঘা থানার ওসি-রা এবং মৎস্যজীবী সংগঠনের কর্তারা ছিলেন।
|
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
প্রসূতি বিভাগের দরজার সামনে থেকে সদ্যোজাত শিশুকন্যা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে দিনহাটা মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগের দরজার সামনে কাপড় জড়ানো ওই শিশুটিকে পড়ে থাকতে দেখেন কর্মীরা। কোনও দাবিদার না মেলায় শিশুটিকে প্রসূতি বিভাগে রাখা হয়েছে। পুলিশও খবর পেয়ে হাসপাতালে যায়। হাসপাতাল কর্মীরা ওই শিশুর নাম রেখেছে ফুলটুসি। দিনহাটা মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার উজ্জ্বল আচার্য জানান, শিশুটির বয়স ৩ দিনের মত।
|
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
মাঠ থেকে মাশরুম তুলে খেয়ে অসুস্থ হয়ে পড়লেন এক পরিবারের পাঁচ সদস্য। রবিবার বিকেলে রানিগঞ্জের কুমোরবাজার বাউরিপাড়ার ঘটনা। তাঁদের রানিগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। |