আজকের শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনে প্রণবকেই সমর্থন তৃণমূলের
রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ প্রার্থী হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পর থেকে তাঁকে সমর্থন না করার সিদ্ধান্তে অনড় ছিল তৃণমূল কংগ্রেস। বারবার দলগত ভাবে আলোচনা করে সমর্থন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দলীয় স্তরে সমস্ত বিধায়ক ও সাংসদদের সঙ্গে কথা বলে ‘অবশেষে’ প্রণব মুখোপাধ্যায়কেই সমর্থন করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। মহাকরণে সাংবাদিক বৈঠকে আজ বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানিয়ে বলেছেন, ‘‘বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে এই সিদ্ধান্ত নিতে আমাদের কষ্ট হয়েছে। ভোট দানে বিরত থাকার চেয়ে প্রণববাবুকে সমর্থন করছি জনগণের স্বার্থে।’’ জোট রাজনীতির বাধ্যবাধকতার স্বার্থেই যে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে সে কথা জানিয়ে মমতা বলেন, ‘‘প্রণবদার জন্য শুভ কামনা রইল।’’ প্রণববাবুকে সমর্থন করা ছাড়া আর কোনও বিকল্প ছিল না দলের কাছে, তেমনটাই জানিয়েছেন তৃণমূল নেত্রী। ‘বৃহত্ গণতন্ত্রের স্বার্থে’ ‘মনের মধ্যে দুঃখ’ রেখেও তৃণমূল তাঁকে সমর্থন করায় প্রণব মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমে নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘‘আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।’’

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বৈঠক মহাকরণে
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার লক্ষ্যে প্রথমবার বৈঠকের পর কেটে গেছে বেশ কয়েক সপ্তাহ। কিছু দিন দাম কমলেও ফের মাথাচাড়া দিয়ে উঠছে মূল্যবৃদ্ধি। তাই আজ ফের একবার খাদ্যবন্টন দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে মহাকরণে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ আর এক দফা মধ্যসত্ত্বভোগী কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। ‘ফরওয়ার্ড ট্রেডিং’-এর নামে মাল মজুত করে রেখে কৃত্রিম ভাবে দাম বাড়িয়ে এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে, প্রাকৃতিক কারণে ফসলের ক্ষতি হয়ে যাতে তরি-তরকারির দাম না বাড়ে তার জন্য বিভিন্ন জেলায় চাষীদের ২০০টি পলি হাউজ তৈরি করার কথা ঘোষণা করেছেন। যার মধ্যে ১০০টি তৈরি হবে দক্ষিণ ২৪ পরগনায়।

দুবাই উপকূলে মার্কিন সেনা অফিসারের গুলিতে মৃত ভারতীয় মত্স্যজীবী
গতকাল দুবাই উপকূলে মার্কিন নৌ-সেনা অফিসারের গুলিতে মৃত্যু হয়েছে এক ভারতীয় মত্স্যজীবীর। আহত হয়েছেন আরও ৩ জন। এই ঘটনা দু’দেশের কূটনৈতিক সম্পর্কে যথেষ্ট প্রভাব ফেলেছে। বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ দুবাইয়ের ভারতীয় কনস্যুলেট জেনারেলের সঙ্গে যোগাযোগ করে গোটা পরিস্থিতির বিস্তারিত বিবরণ চেয়েছেন। ঘটনার জন্য ওই সেনা অফিসারের বিচার শুরু হয়েছে আজ থেকে। মৃতের বাবা-মা ছেলের মৃত্যুর বিচার দাবি করেছেন কেন্দ্রীয় সরকারের কাছে। যদিও মার্কিন দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে যে, সতর্ক করার পরও মত্স্যজীবীদের নৌকাটি নৌ-সেনার জাহাজের দিকে এগিয়ে এলে তাঁদের দিকে গুলি চালানো হয়।

বিদ্যুত্ বিভ্রাট ন্যাশনাল মেডিক্যালে
গতকাল রাত থেকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে বিদ্যুত্ বিভ্রাটের জেরে সমস্ত পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক ঘণ্টার চেষ্টায় কিছু অংশে বিদ্যুত্ আনা গেলেও জরুরি বিভাগ ও সার্জিক্যাল বিভাগে বিদ্যুত্ সংযোগ আসেনি। জেনারেটর না থাকার কারণে বিকল্প কোনও ব্যবস্থাও মেলেনি। চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন রোগী-সহ হাসপাতালের কর্মীরা। বিদ্যুত্ না থাকার জন্য বন্ধ জরুরি অস্ত্রোপচার। এমনকী এক্স-রে করতে রোগীদের বাইরে নিয়ে যেতে হচ্ছে। একে দুঃসহ গরম, তার উপর নেই বিদ্যুত্, দু’য়ে মিলে রোগীদের নাজেহাল অবস্থা। প্রায় ১২ঘণ্টা সময় অতিক্রান্ত হয়ে গেলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। হাসপাতাল সূত্রের খবর, ভূগর্ভস্থ কেবল-এ বিভ্রাটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তার কোনও সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ।

কাটোয়ায় বন্ধ ফেরিঘাট
নিরাপত্তার দাবিতে কাটোয়ার পল্লবপাড়া ফেরিঘাট বন্ধ করল মাঝিরা। গতকাল এক যাত্রী নৌকায় উঠতে গিয়ে পড়ে যান। এই নিয়ে যাত্রীদের সঙ্গে বচসা বাধে মাঝিদের। এর পর হঠাত্ই ওই যাত্রী কিছু লোকজন নিয়ে এসে অমিয় হালদার নামে এক মাঝিকে মারধর করে। তাঁকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার পরই মাঝিরা নিরাপত্তার দাবিতে বন্ধ করে দেন পরিষেবা। ফেরিঘাটে লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.