টুকরো খবর
ট্রেনে আগুন
যাত্রীদের তৎপরতায় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল মালদহগামী আপ ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আজিমগঞ্জে পৌঁছলে যাত্রীরা পোড়া গন্ধ পান। ট্রেনের মাঝামাঝি বাতানুকুল কামরার পিছনের কামরাতে ছিলেন জঙ্গিপুর কলেজের কর্মী মোহন মাহাতো। তিনি বলেন, “খানিকক্ষণ পরেই ধোঁয়ায় ভরে যায় কামরা। যাত্রীরাই দেখেন বাতানুকুল কামরার নীচে আগুন লেগেছে। তখন যাত্রীরা চেন টেনে ট্রেন থামিয়ে দেন।” তারপরে ট্রেনটি ধীর গতিতে গণকড় স্টেশনে পৌঁছয়। ট্রেনের গার্ড এ কে বন্দ্যোপাধ্যায় বলেন, “বাতানুকুল কামরায় বিদ্যুৎ সরবরাহ যন্ত্র থেকেই আগুনের ফুলকি দেখা যাচ্ছিল। তা থেকেই এই বিপত্তি। তা সারিয়ে ঘণ্টা দেড়েক পরে ট্রেনটি ছাড়া হয়।” ট্রেনটি ৯টা ৫৪ মিনিটে জঙ্গিপুরে পৌঁছয়। এই ঘটনায় কেউ হতাহত হননি।

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ
তৃণমূলে যোগ দিলেন কান্দির কুমারসন্ড পঞ্চায়েতের কংগ্রেসের পাঁচ জন ও সিপিএমের এক সদস্য। পঞ্চায়েতে কংগ্রেসের ৭টি, সিপিআইয়ের ৬টি এবং সিপিএম ২টি ও নির্দল প্রার্থীর দখলে ছিল একটি আসন। বিধানসভা নিবার্চনের পরে পঞ্চায়েতের ছয় সিপিআই সদস্যই যোগ দেয় কংগ্রেসে। পঞ্চায়েতটি কংগ্রেসের দখলে রয়েছে। তৃণমূলের কান্দি মহকুমা সভাপতি শেখ আলহাম সাইন বলেন, “ওই কংগ্রেস সদস্যরা উন্নয়নে সামিল হতেই সোমবার তৃণমূলে যোগ দিয়েছেন।” মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থপ্রতিম সরকার বলেন, “দল বিরোধী কাজের জন্য ওই পাঁচ কংগ্রেস সদস্যকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।” কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে গোলাম মোস্তাফা অবশ্য বলেন “আমাদের বহিষ্কার করা হয়নি। তৃণমূলের কর্মকাণ্ডে যোগ দিতেই আমাদের তৃণমূলে আসা।”

যুবক খুনে ধৃত
এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। নাম নাসের শেখ (৩০)। বাড়ি নওদায়। সোমবার তেহট্টের পিডব্লিউডি মোড়ের একটি ইটভাটার পাশ থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও গলায় কোপ মেরে খুন করা হয়েছে ওই নাসেরকে। এ দিন দুপুরে মৃতের পরিবার তেহট্ট থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তেহট্টের খরিয়াপাড়া থেকে প্রদ্যুত ঠাকুর, চেতন শেখ ও খালেক শেখ নামে তিনজনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, নাসের ও ধৃতরা সকলেই গাছের ব্যবসা করত। সেই সংক্রান্ত গোলমালের কারণেই নাসেরকে বাড়ি থেকে ডেকে এনে খুন করে ওই ইটভাটার পাশে তার মৃতদেহ ফেলে রাখা হয়েছিল।

ট্রেনে আগুন
যাত্রীদের তৎপরতায় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল মালদহগামী আপ ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আজিমগঞ্জে পৌঁছলে যাত্রীরা পোড়া গন্ধ পান। ট্রেনের মাঝামাঝি বাতানুকুল কামরার পিছনের কামরাতে ছিলেন জঙ্গিপুর কলেজের কর্মী মোহন মাহাতো। তিনি বলেন, “খানিকক্ষণ পরেই ধোঁয়ায় ভরে যায় কামরা। যাত্রীরাই দেখেন বাতানুকুল কামরার নীচে আগুন লেগেছে। তখন যাত্রীরা চেন টেনে ট্রেন থামিয়ে দেন।” তারপরে ট্রেনটি ধীর গতিতে গণকড় স্টেশনে পৌঁছয়। ট্রেনের গার্ড এ কে বন্দ্যোপাধ্যায় বলেন, “বাতানুকুল কামরায় বিদ্যুৎ সরবরাহ যন্ত্র থেকেই আগুনের ফুলকি দেখা যাচ্ছিল। তা থেকেই এই বিপত্তি। তা সারিয়ে ঘণ্টা দেড়েক পরে ট্রেনটি ছাড়া হয়।” ট্রেনটি ৯টা ৫৪ মিনিটে জঙ্গিপুরে পৌঁছয়। এই ঘটনায় কেউ হতাহত হননি।

খুনে যাবজ্জীবন
খুনের অভিযোগে বাবা-ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আদালত। সোমবার বাবা আলমুদ্দিন শেখ ও ছেলে সুকুর শেখকে কৃষ্ণনগর জেলা আদালতের অ্যাডিশনাল সেশন জজ সিদ্ধার্থ রায়চৌধুরী এই নির্দেশ দেন। ২০১১ সালের ১২ এপ্রিল আলমুদ্দিন তার ভাই আইনুদ্দিনকে কুপিয়ে খুন করে। সঙ্গে ছিল সুকুরও। সরকার পক্ষের আইনজীবী কুতুবুদ্দিন বিশ্বাস বলেন, “জমি-জায়গা নিয়ে বিবাদের জেরে ভাইকে খুন করে আলমুদ্দিন। সঙ্গে ছিল সুকুরও।

উদ্ধার যুবক
রক্তাক্ত এক যুবককে রাস্তার পাশ থেকে উদ্ধার করল পুলিশ। রবিবার রাত ৮টা নাগাদ কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ের কাছ থেকে নাজিরাপাড়ার বাসিন্দা গৌতম ঘোষ নামে ওই যুবককে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, গৌতম মদ্যপ অবস্থায় ছিল। তার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, মদ্যপ ওই যুবক রক্তাক্ত অবস্থায় দুটি দোকানে ভাঙচুর চালায়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে।

যুবকের দেহ উদ্ধার
অস্বাভাবিক মৃত্যু হয়েছে সুকান্ত বিশ্বাস (১৭) নামে এক কিশোরের। বাড়ি কোতোয়ালির লালমাঠে। সোমবার ভোরে স্টেশন রোড এলাকায় ওই যুবককে পড়ে থাককে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। মাথায় গুরুতর চোট নিয়ে তাঁকে ভর্তি করানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই মারা যান সুকান্ত। পুলিশ জানিয়েছে, ওই যুবক ওখানে কেন এসেছিল, কী ভাবেই বা তাঁর মাথায় চোট লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। সুকান্ত রিকশাচালক ছিল বলেও জানিয়েছে পুলিশ।

নির্যাতনের নালিশ
এক আবাসিক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে রবিবার হোস্টেল সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। সাগরদিঘির মণিগ্রামের একটি মিশনারি স্কুলের হস্টেল সুপার জেমস সোরেনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে এই অভিযোগ ওঠে। শুক্রবার রাতে ওই ছাত্রের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার ঘটনার তদন্ত করতে হস্টেলে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল মজুমদার। রবিবার জেমসকে গ্রেফতার করে পুলিশ।

স্ত্রী-মেয়েকে খুনে যাবজ্জীবন
রামশঙ্কর সিংহ। —নিজস্ব চিত্র।
স্ত্রী ও দেড় বছরের মেয়েকে পুড়িয়ে মারায় রামশঙ্কর সিংহ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত। কৃষ্ণনগর জেলা আদালতের অ্যাডিশনাল সেশন জজ সিদ্ধার্থ রায়চৌধুরী সোমবার এই সাজা শোনান। রামশঙ্করের বাড়ি বিহারের গোপালবাজারে। রেলের চতুর্থ শ্রেণির কর্মী হিসাবে কাজ করতেন রামশঙ্কর। ২০১১ সালের ১৫ জুন সাড়ে আটটা নাগাদ তাঁর স্ত্রী সীমা (২৭) ও দেড় বছরের মেয়ে মিলির গায়ে আগুন লাগিয়ে দেয় রামশঙ্কর। স্থানীয়রা তাকে কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেন। সরকারি আইনজীবী পরেশ পাল বলেন, “পণের জন্য রামশঙ্কর তার স্ত্রীর উপরে অত্যাচার করত। সেই কারণেই স্ত্রী ও মেয়েকে পুড়িয়ে মারে। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।”

অস্বাভাবিক মৃত্যু
বিয়ের সাত দিনের মাথায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে লক্ষ্মী বিশ্বাস (১৭) নামে এক তরুণীর। বাড়ি নাকাশিপাড়ার মদনভাঙা গ্রামে। শনিবার রাতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে লক্ষ্মীকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই তার মৃত্যু হয়। তার স্বামী অখিল বিশ্বাস জানা, রাতে হঠাৎ বমি করতে শুরু করে। তার আগে পর্যন্ত কেবারেই ঠিক ছিল।” পুলিশ জানিয়েছে, লক্ষ্মীর দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানানো সম্ভব।

ঝুলন্ত দেহ উদ্ধার
সালেহার খাতুন (১৬) নামে এক কিশোরীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি কৃষ্ণনগরের বাবলাবন এলাকায়। রবিবার বিকেলে তার ঘরের ভিতর থেকে সালেহারার গলায় ফাঁস লাগানো দেহটি উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছে সালেহারা। তার পরিবারের তরফে জানানো হয়েছে পাশের বাড়ির একটি ছেলের সঙ্গে সালেহারার সম্পর্ক ছিল। ছেলেটির মা-বাবার নামে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে তার পরিবারের তরফে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা পলাতক।

আটক যুবক
বন্ধুদের বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি ডোমকলের তিন যুবক। রবিবার শেখপাড়ার বাসিন্দা রাকিবুল হাফিজ, রেজাউল ইসলাম ও লালচাঁদাবাদ গ্রামের মাসিদুল হোসেনকে অপহরণের অভিযোগ হয়। রাকিবুল হাফিজ রবিবার ফিরে আসে। তাকে আটক করেছে পুলিশ। পুলিশের অনুমান, অপহরণে অভিযুক্ত মালেক শেখ ও জাকের শেখের সঙ্গে রাকিবুলের যোগ আছে। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ খতিয়ে দেখা হচ্ছে।” ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “তদন্তে মালদহে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।”

রাস্তা অবরোধ
বিভিন্ন দাবিতে সোমবার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক অবরোধ করে চাপড়া ব্লক কংগ্রেস। বিক্ষোভকারীদের দাবি, চাপড়ায় উন্নত মানের বাসস্ট্যান্ড তারি করতে হবে। ঢেলে সাজাতে হবে নিকাশি ব্যবস্থাও। অবিলম্বে চাপড়ার বাসিন্দাদের রেশন কার্ডও দেওয়ার দাবি জানান তাঁরা। আধঘণ্টা পরে অবশ্য অবরোধ উঠে যায়।

লরির ধাক্কায় মৃত্যু
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শুকচাঁদ সরকার (৪২) নামে এক ব্যক্তির। বাড়ি নাকাশিপাড়ার গাছায়। রবিবার গাছা বাজারের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.