খেয়াল রাখুন
তথ্য সংকলন: কৌলিক ঘোষ

প্রশিক্ষণ দিতে জোট
জোট। দক্ষ কর্মীর চাহিদা মেটাতে।
ফিউচার গোষ্ঠীর ফিউচার শার্প স্কিল্স-এর সঙ্গে গাঁটছড়া বাঁধল দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট। যৌথ উদ্যোগে তারা এনেছে রিটেল, হসপিটালিটি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং -এর বৃত্তিমূলক পাঠ্যক্রম। এই ফিউচার শার্প স্কিল্স আবার ফিউচার গোষ্ঠী ও ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএসডিসি)-এর মধ্যে একটি যৌথ উদ্যোগ। বিভিন্ন শিল্পে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিয়ে তারা পেশাদারদের কর্মযোগ্য করে তোলে। ফিউচার শার্প এবং জর্জ টেলিগ্রাফের যৌথ উদ্যোগে নিয়ে আসা পাঠ্যক্রমগুলির মেয়াদ দু’বছর। দশম উত্তীর্ণরা অ্যাডভান্সড সার্টিফিকেট ইন রিটেল কোর্স ও অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রমে ভর্তি হতে পারেন। ১০+২ উত্তীর্ণরা যোগ দিতে পাবেন হসপিটালিটি পাঠ্যক্রমে।

নতুন বিজনেস স্কুল
দেশে তিনটি ক্যাম্পাস চালু করে পথ চলা শুরু করল ফাজলানি আলটিয়াস বিজনেস স্কুল। এগুলি খুলেছে মুম্বই (পওয়াই), ভুবনেশ্বর ও রাষ্ট্রীয় রাজধানী অঞ্চলে (গুড়গাঁও)। দু’টি স্নাতকোত্তর পাঠ্যক্রম এনেছে তারা। একটি হল, মাস্টার্স ইন অ্যাপ্লায়েড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটি করানো হবে মানব সম্পদ সংক্রান্ত ক্ষেত্রের আন্তর্জাতিক সংগঠন সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের (এসএইচআরএম) সঙ্গে হাত মিলিয়ে। হিউম্যান রিসোর্স অ্যানালিটিক্স-এর মতো বিষয়ে স্পেশ্যালাইজেশন করার সুযোগ থাকবে এতে। অন্য পাঠ্যক্রমটি, মাস্টার্স ইন সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজমেন্ট। ফাজলানি কর্তৃপক্ষের দাবি, আগামী ২০১৩-র মধ্যে দেশের ২০টি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শহরেও ক্যাম্পাস খোলার পরিকল্পনা আছে।

সাংবাদিকতার প্রস্তুতি প্রশিক্ষণ
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন, এশিয়ান কলেজ অফ জার্নালিজম, সিমবায়োসিস ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন বা কলকাতা-যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশনের স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা পড়তে চান যাঁরা, তাঁদের জন্য কলকাতার ‘সিসিসি’ প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হচ্ছে প্রস্তুতি পাঠ্যক্রম। অগস্টের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু। ভর্তির শেষ দিন ২১ জুলাই। ফোন নম্বর: ২২২৭-৪৬২৮।

একগুচ্ছ পাঠ্যক্রম
নয়া পাঠ্যক্রমে আছে তথ্যপ্রযুক্তিও।
গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া ডিজাইন, অ্যাডভান্সড ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যাডভান্স কম্পিউটারাইজড অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং-এর সঙ্গে সার্টিফিকেট ইন ফিজিওথেরাপি কোর্স চালু করল হাবড়ার টিচ ইনস্টিটিউট অফ হেল্থ মিডিয়া (টিআইএইচএম)। ভর্তির শেষ দিন ২১ জুলাই। ক্লাস শুরু ২৮ জুলাই। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ৯২৩৩৫-০১২৮২ নম্বরে।
আপনার প্রশ্ন
বিশেষজ্ঞের উত্তর
প্রশ্ন: তিন বছরের পলিটেকনিক ডিপ্লোমা পড়ার পর কি ডব্লিউবিসিএস, স্টাফ সিলেকশনের আয়োজিত পরীক্ষায় বসা যায়? আমি উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়ে পলিটেকনিক কলেজে ভর্তি হয়েছিলাম।
উত্তর: ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (ডব্লিউবিসিএস) পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম পক্ষে স্নাতক হওয়া প্রয়োজন। ডিপ্লোমা পড়ে এই পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তবে স্টাফ সিলেকশন কমিশন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য কম্বাইন্ড এগ্জামিনেশন ফর লোয়ার ডিভিশন ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর পরীক্ষাগুলি নিয়ে থাকে। আপনার যা যোগ্যতা, তাতে সেগুলিতে বসতেই পারেন।

প্রশ্ন: বি কম অনার্স পাশ করেছি। এম কম পড়ার ইচ্ছে নেই। সি এ কিংবা কস্টিং করার মতো ধৈর্য বা মেধারও অভাব। বরং ট্যাক্সের কাজ শিখে স্বনির্ভর হতে চাই। এর জন্য কত দিন সময় লাগে, কী কী বিষয় শেখানো হয় এবং কোথায় এই সমস্ত তথ্য পাব?

উত্তর: ট্যাক্সের কাজ শিখে স্বনির্ভর হওয়ার জন্য আপনি যোগাযোগ করতে পারেন বেঙ্গল ট্যাক্স কাউন্সেলে। সেখানে হিসাবশাস্ত্রের পাশাপাশি কর সংক্রান্ত বিষয়গুলিও পড়ানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, ট্যালি, ই আর জি, অনলাইন ট্যাক্সেশন, ই-ফাইলিং সিস্টেম ইত্যাদি শেখান তাঁরা। শেখানো হয় ভ্যাট, প্রফেশনাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, এক্সাইজ ডিউটি-সহ বিভিন্ন কর-এর খুঁটিনাটি বিষয়।
এক বছরের প্রফেশনাল কোর্স অন অ্যাকাউন্ট্যান্সি অ্যান্ড ট্যাক্সেশন-এ ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন ৯৮৬২২-৬২৭৩৩/২২২৬-১৩২৬ নম্বরে। আপনি দেখে নিতে পারেন www.bengaltaxcounsel.com ওয়েবসাইটটি। প্রসঙ্গত, প্রতিষ্ঠানটি এক বছরের পাঠ্যক্রম শেষে প্রার্থীদের চাকরিতে যোগ দেওয়ার থেকে বেশি উৎসাহ দেয় স্বনির্ভর হওয়ার জন্য।

প্রশ্ন: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ করেছি। ‘এএমআইই’ করতে চাই। বিস্তারিত তথ্য কোথায় পাব জানালে ভাল হয়।
উত্তর: অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া) বা এএমআইই সম্পর্কে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন কলকাতার ৮ নম্বর গোখেল রোডে অবস্থিত দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া) বা আইইআই-তে। সব ধরনের ইঞ্জিনিয়ারিং বিষয়ে ‘এএমআইই’ করায় এই প্রতিষ্ঠান। দেখে নিতে পারেন তাদের www.ieindia.info ওয়েবসাইটটিও।


Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.